![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশায় লেকচারার, আমি উচ্চাভিলাসী মানুষ নই । ভালো একটা ক্যারিয়ার গড়তে চাই । সাহায্য করতে চাই মাতৃতুল্য এই প্রকৃতিকে, নিজের সামান্য জ্ঞান দিয়েই । সম্বল বলতে মেধাটুকুই !
বইঃ দ্য আলকেমিস্ট
লেখকঃ পাউলো কোয়েলো
পৃষ্ঠা সংখ্যাঃ ১৯৭
রেটিংঃ ৩.৮৩/৫.০০ (good reads)
ব্যক্তিগত রেটিংঃ ৪.৫/৫.০০
লেখক পরিচিতিঃ
পাউলো কোয়েলের জন্ম ব্রাজিলে । তিনি তাঁর লেখনীর জন্য খুব দ্রুত পরিচিতি এবং প্রসিদ্ধ হয়ে উঠেন । বর্তমান পৃথিবীতে তিনি সর্বাধিক পঠিত লেখক হিসেবেও পরিচিতি লাভ করেন । তিনি বহু আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেছেন । পাউলো হচ্ছেন এমন একজন লেখক, যিনি একটা জাতি এবং গণ মানুষের ভাগ্য পরিবর্তনের একজন শক্তিশালী অনুপ্রেরণাদাতা ।
বই প্রসঙ্গেঃ
সারা পৃথিবীতে প্রায় ২০ মিলিয়ন কপি বই বিক্রি হয়েছে, আর ৪২ টি ভাষায় অনুদিত হয়েছে এই বই । কয়েক যুগের মধ্যে হয়ত এমন একটা বই প্রকাশিত হয় যা সত্যিকার অর্থেই পাঠকের জীবন চিরকালের জন্য বদলে দেয় । ইতিমধ্যেই এই বই আধুনিক ক্লাসিক সাহিত্যের মর্যাদা পেয়েছে ।
বই এর কিছু Quote/উক্তিঃ
১।“তুমি যখন কাউকে ভালবাসবে, অনেক ব্যাপার স্পষ্ট হয়ে যাবে তোমার সামনে”।
২। “মানুষ কাজ করতে গেলে ঈশ্বর বসত করেন তার ভেতরেই। পৃথিবীর বুকে যতো মানুষ আছে তাদের সবার জন্য আছে কোনো না কোনো গুপ্তধন”।
৩। “কেউ যদি খাঁটি পদার্থে তৈরি কিছু পায়, তা কখনো ক্ষয়ে যাবে না। যে কোনো কিছু সবসময় ফিরে আসতে পারে। কিন্তু সেই ফিরে আসাটা কোন বেশে তা খুব গুরুত্বপূর্ণ”।
৪। “ভালোবাসা কখনো কাউকে লক্ষ থেকে সরিয়ে দিতে চায় না। কেউ যদি লক্ষ ছেড়ে দেয়, তাহলে বুঝতে হবে সে ভালোবাসা সত্যি নয়”।
৫। “যারা স্বপ্নের পিছুধাওয়া করে, জীবন কোনো না কোনোভাবে তাদের সহায়তা করবে”।
৬। “যে জায়গা চোখে অশ্রু আনে, সে জায়গার ব্যাপারে সাবধান থেকো”।
৭। “ভালোবাসা হলো সে শক্তি, যা পরিণত হয় বিশ্বের আত্মায়। সমৃদ্ধ করে পৃথিবীর আত্মাকে”।
৮। “একবার যা হয় তা আর কখনো হতে পারে না। কিন্তু যা দুবার হয় তা তৃতীয়বার হবেই”।
৯। “পৃথিবীর প্রতিটা মানুষ এ গ্রহের ইতিহাসে একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করে। সাধারণ যা সে নিজেও জানে না”।
১০। “কোনো মানুষ লক্ষ্য নিয়ে জীবন কাটালে সে প্রয়োজনীয় প্রতিটা ব্যাপার জানে। স্বপ্নকে অসম্ভব করে তোলে মাত্র একটা ব্যাপার: ব্যর্থ হবার ভয়।”
১১। “সাধারণত মৃত্যুর হুমকি মানুষের মনে বেঁচে থাকার আশা বাড়িয়ে তোলে”।
১২। “পৃথিবী আসলে ঈশ্বরের দৃশ্যমান অংশ”।
কাহিনী সংক্ষেপঃ সান্তিয়াগো, স্পেনের অধিবাসী । কিন্তু মনে
প্রাণে ভালোবাসে পিরামিডের দেশ মিশর। সে জানে, সেখানে রয়েছে গুপ্তধন। আর এই গুপ্তধন এর জন্যই সান্তিয়াগো চষে বেড়াতে চায় মিশরের পথে পথে, সাহারা মরুভুমির পথে পথে ।
সান্তিয়াগো মনে করে, মানুষ যতো তা লক্ষ্যের কাছা কাছি চলে আসে, ততই লক্ষ্যটা তাঁর জন্য বড় হয়ে দেখা দেয়। পথিমধ্যে সে পেয়েছে অনেককেই । রাজা, ব্যবসায়ী, এলকেমিস্টকসহ আরো অনেককেই। পিরামিড এর দেশ পাড়ি দিতে গিয়ে তাকে সম্মুখীন হয়েছে অনেক নির্যাতনের।
ভালোবাসাও খুজে পাবেন বইটি তে । রূপবতী ফাতেমার সাথে সান্তিয়াগোর দেখা । ফাতেমা হলো এক আরবীয় নারী। ফাতেমার রূপে মুগ্ধ হয়ে সান্তিয়াগো প্রেমে পড়ে গিয়েছিল। ফাতেমাকে কতটুকু ভালোবেসেছিল তা বইটি না পড়লে বুঝতে পারবেন না। পৃথিবীতে ভালোবাসা জিনিসটা কী এ বইয়ের প্রতিটি পাতায় তা খুজে পাবেন । সবশেষে কিভাবে সান্তিয়াগো গুপ্তধন খুজে পান, তা জানতে বইটি পড়ে ফেলুন ।
সমস্ত যাদুকরী ভ্রমণকাহিনীর শ্রেষ্ঠ কাহিনী ।
১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮
হাসান আল-আমিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, বই পড়ে কেমন লাগলো, জানাবেন ।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭
জাহিদ হাসান মিঠু বলেছেন:
বাংলা অনুবাদ আছে ? পড়ার ইচছা ছিল।
১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৭
হাসান আল-আমিন বলেছেন: অবশ্যই আছে । রকমারি তে পেয়ে যাবেন ।
https://www.rokomari.com/book/121466/দ্য-আলকেমিস্ট?ref=srac_p1
এছাড়াও নীলক্ষেতে ও পাবেন বইটা ।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
চাঁদগাজী বলেছেন:
বইয়ের বাণী বইতে সুন্দর, বইয়ের বাইরে আলাদাভাবে এগুলোর মুল্য কতটুকু বলা মুশকিল
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
নোমান প্রধান বলেছেন: চমৎকার এক বই
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
রিভিউটা আরো শক্তিশালী করা যেত!
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫
হাসান আল-আমিন বলেছেন: একেবারেই আনকোরা আমি । চেস্টা করছি । প্লীজ ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন । আর কি করলে উন্নতি করতে পারবো, একটু জানাবেন প্লীজ । কৃতজ্ঞ থাকবো । কস্ট করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ ।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৬
মাহিরাহি বলেছেন: প্রায় দশ বছর আগে ইংরেজিতে বইটি পড়েছিলাম।
ফিলিপিনে অফিসের এক জাপানিজ বইটি পাঠিয়েছিলেন, আমাদের অফিসের এক সিনিয়র কলিগকে। তার অবর্তমানে বইটি পড়ার আগ্রহ জন্মেছিল বইয়ের উপর জাপানিজের লেখা নোটটির পড়ে।
জাপানিজ লিখেছিল,
বইটি পড়ে দেখ, বইটি আমার জীবনকে বদলে দিয়েছে।
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫
মাহিরাহি বলেছেন: “And, when you want something, all the universe conspires in helping you to achieve it.”
যখন তুমি কিছু পেতে চাও, সমস্ত পৃথিবী ষড়যন্ত্র করে তোমাকে সাহায্য করে সেটি পাইয়ে দেয়ার জন্য।
There is only one thing that makes a dream impossible to achieve: the fear of failure.”
শুধুমাত্র একটি বস্তু স্বপ্ন পূরণে বাধা হয়ে দাড়ায়, সেটি হল ব্যর্থ হওয়ার ভয়।
“The simple things are also the most extraordinary things, and only the wise can see them.”
সাধারণ জিনিষগুলোই অসাধারণ হয়ে থাকে এবং বুদ্বিমান ব্যক্তি তা দেখতে পায়।
“People are capable, at any time in their lives, of doing what they dream of.”
মানুষ যেটি করার স্বপ্ন দেখে, সেটি সে যে কোন সময়ে সেটি করতে পারে।
“Every blessing ignored becomes a curse.”
যখনি কোন আশীর্বাদকে অগ্রাহ্য করা হয় তখন সেটি অভিশাপে পরিণত হয়।
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪
মাহিরাহি বলেছেন: “Maktub" (It is written.)”
ভাগ্য লেখা হয়ে গেছে।
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫২
মাহিরাহি বলেছেন: খুব বেশি ন্টকমে করার জন্য দু:খিত।
ইসলামের পক্ষে কোয়েলহো।
Paulo Coelho defends Quran as 'book that changed the world'
খুব বেশি ন্টকমে করার জন্য দু:খিত।
ইসলামের পক্ষে কোয়েলহো।
Paulo Coelho defends Quran as 'book that changed the world'
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭
হাসান আল-আমিন বলেছেন: আরে নাহ । বেশী করে কমেনযট করছেন দেখে বেশী ভালো লাগছে । খুশী হচ্ছি যে, আমার লেখাটাও কস্ট করে পড়েছেন ।
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: বইটি পড়েছি।
খুব ভালো লেগেছে।
১১| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৫
রাকু হাসান বলেছেন: অসাধারন একটি বই । সহজ সরল ভাষায় । আপনি ভাল লিখেছেন
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:২৭
হাসান আল-আমিন বলেছেন: অনেক ধন্যবাদ রাকিব ভাই ।
১২| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৮
বোকামানুষ বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন: রিভিউটা আরো শক্তিশালী করা যেত! সহমত
আপনি বইয়ের কাহিনী তাড়াহুড়া করে লিখেছেন আরেকটু বিস্তারিত এবং গুছিয়ে লিখলে ভাল হত
আর বইয়ের রিভিও এর জন্য বইয়ের মূল সারসংক্ষেপ বেশি জুরুরি সেজন্য আপনি মূল সারসংক্ষেপ আগে লিখে পড়ে উক্তিগুলো দিলে ভাল হত
সামনে আরও ভাল লিখবেন শুভকামনা রইলো
বইটা পড়েছি কিন্তু মনে হয় আরও একবার পড়তে হবে ভাল করে বুঝার জন্য
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১
আনু মোল্লাহ বলেছেন: ধন্যবাদ। বইটি সম্পর্কে জানতে পেলাম। বইটি পড়ব।
শুভেচ্ছা নিবেন।