![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশায় লেকচারার, আমি উচ্চাভিলাসী মানুষ নই । ভালো একটা ক্যারিয়ার গড়তে চাই । সাহায্য করতে চাই মাতৃতুল্য এই প্রকৃতিকে, নিজের সামান্য জ্ঞান দিয়েই । সম্বল বলতে মেধাটুকুই !
নিচের দিকে তাকিয়ে আছি ।
চোখ পানির ভারে-
বন্ধ হয়ে আসছে ।
তবুও পাতা বন্ধ করবো না ।
যদি টুপ করে পড়ে যায় আমার ঘৃণা ?
কান চেপে ধরে বসে আছি ।
বার বার ভেসে আসছে
সহপাঠীদের আর্তনাদ ।
তবু আমি কান থেকে সরাবো না হাত ।
যদি ভুল করে শুনে ফেলি শূয়োর এর হাসি ?
আমি মুখ চেপে বসে আছি ।
কোন এক অতল গহব্বর থেকে
আজ বেরিয়ে আসতে চাচ্ছে অসংখ্য অশ্রাব্য গালি ।
তবু আমি আজ চেপে রাখবো মুখ ।
যদি ভুল করে বলে ফেলি গদি ছাড় জানোয়ারের বাচ্চা ?
৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৬
হাসান আল-আমিন বলেছেন: গালি দেয়ার ভাষাও হারিয়ে ফেলেছি ।
প্রথমে লিখেছিলাম বেশ্যার ছেলে, কিন্তু ভাবলাম, বেশ্যার ছেলেরাও তো মানুষ । এখানে তো মানুষ ও মনে হচ্ছে না তাকে ।
২| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১:৫২
যবড়জং বলেছেন: মানুষও এক প্রজাতির এ্যনিমাল (জানোয়ার), তাই এটাও মানানসই গালি না , ও গালি নেই , তৌরি হয়নি
৩০ শে জুলাই, ২০১৮ রাত ৩:০৬
হাসান আল-আমিন বলেছেন: হবে ও না
৩| ৩০ শে জুলাই, ২০১৮ ভোর ৪:১৭
অক্পটে বলেছেন: কি লিখব মন্তব্যে ভাষা নেই। পৃথিবীর কী এমন ক্ষতি হতো যদি ওরা বেঁচে যেত কোনভাবে। এই ফুল দুটো ঝরে গেল অসময়ে মা-বাবার মন কিভাবে শান্তনা পাবে খোদা!
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৬
হাসান আল-আমিন বলেছেন: অপুরণীয় ক্ষতি ।
৪| ৩০ শে জুলাই, ২০১৮ ভোর ৪:২৫
অক্পটে বলেছেন: সব কিছুই পাবেন বিচার টা ছাড়া। প্রতিদিন লাশ পাবেন। খুন হবে, গুম হবে, পৃথিবীর ইতিহাসে যা হয়নি তা হবে বাংলাদেশে। বিচারটা শুধু হবেনা। জনগণের জন্য তো আর আসেনি সে। জনগণ তো তাকে রাজা বানায়নি। আমি ভোট দেইনি আমার মা বাবা ভোট দেয়নি আপনি দেননি সে দেয়নি তারা দেয়নি তাহলে সে কিসের রাজা কাদের রাজা কার ভোটে সে রাজা। রাজার পেয়াদা বলেছে গরু ছাগল চিনলেই ব্যস। যেমন রাজা তেমন পেয়াদা তেমনই ড্রাইভার। তাই বলি বিচার পাবেন না।
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪০
হাসান আল-আমিন বলেছেন: একদা কালো কদাকার এক কাক, সুন্দর সবুজ রঙের টিয়া পাখি কে জিজ্ঞেস করলো, তুমি এত সুন্দর দেখতে, সুন্দর করে কথাও বলতে পারো, তবু কেন তুমি খাচায় বন্দী ?
টিয়া পাখি তখন বললো, ওই যে, আমি কথা বলি, তাই ।
৫| ৩০ শে জুলাই, ২০১৮ ভোর ৪:৫৫
এম এ কাশেম বলেছেন: বলেই ফেলাই উচিত।
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪১
হাসান আল-আমিন বলেছেন: সহজ কথা যায় না বলা সহজে ।
৬| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: হৃদয় বিদারক!
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪০
হাসান আল-আমিন বলেছেন: সত্যিই !
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৮
জহিরুল ইসলাম সেতু বলেছেন: অত্যন্ত বেদনাদায়ক।
বিচারহীনতার সংস্কৃতিতেই এমন সব দুর্ঘটনার পুনরবৃত্তি ঘটছে।
জানোয়ারের বাচ্চা খুব সাদামাটা গালি হলো। এদের জন্য আরো অশ্রাব্য ভর্ৎসনা প্রয়োজন।