![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেদে পাড়ার সাপ গুলো হাঁটতে জানে।ওখানে মানুষের চেয়ে সাপ বেশি।দুঃখও খুব সস্তা।পালতোলা নৌকা,নৌকা ভর্তী দুঃখ,সেই নৌকা তীর খোজে।নৌকায় চুলা সমেত ভাতের হাড়ি। মানুষগুলোর শরীরে সাপের সুগন্ধি। মানুষ না,ওরা বেদুঈন ওরা সাপ।কয়েকটা সাপ গান গায়,আমার হিংসে হয়।
ফেলে এসে লাটিম কাটাকাটির শৈশব,
আঙ্গুলে হিসেব করি বেঁচে থাকার দৈর্ঘ্যপ্রস্থ। চাঁদ হাটতে জানে না শুনে ব্যাথা পেয়েছিলাম খুব, কেউ শুনতে পায়নি। নাকের নিচের গোঁফ রেখায় দেখতে পেয়েছি পবিত্রতার শেষ সূর্যাস্ত। কৈশরের পুরোনো এক প্রেমিকা আমাকে শেষবার কাঁদিয়েছে, শিখিয়েছে জ্যামিতিক কান্নার সূত্র।
এরপর কতকাল চলে গেলো, এখন আমি মানুষ খুঁজি,মানুষের ভেতরে প্রকৃতি খুঁজি। চাই তার ভেতরের শব্দ গুলো রেকর্ড করতে, যেন সবাই শুনতে পায় ঐ পাড়ার মজিদ চাচা শুধুমাত্র খাওয়ার জন্যই বাঁচতে চায় নি বলে মরে গেছে, চলে গেছে মৃত্যুঘুমে।
©somewhere in net ltd.