![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-আমরা যেদিন মৃত্যু রহস্যটা জেনে যাবো সেদিন ইশ্বর তার আবেদন হারাবে।
আর্থার হোপে এই পর্যায়ে আমার দিকে তাঁকালো। হয়তো আমার মনোভাব বোঝার চেষ্টা করলেন তিনি।
-কিন্তু একজন মৃত ব্যক্তিকে এটা স্মরণ করিয়ে দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন?
-আমি প্রমাণ করার চেষ্টা করছি মানুষ মরে গেলেই সে মৃত হয়ে যায়না!
-তারমানে আপনি বলতে চাচ্ছেন, আমি এখনো মৃত হয়ে উঠতে পারিনি!
-হ্যাঁ। তোমার আরো সাধনা প্রয়োজন! না হলে মৃত্যু রহস্য তোমার কাছে অধরাই থেকে যাবে।
-আপনি কি নিজেকে মৃত মনে করছেন না মিঃ হোপে?
-অবশ্যই না। তুমি তিন শতক ধরে দুনিয়া ত্যাগ করেছো। একবারও কি ইশ্বরের দেখা পেয়েছো? অথবা তোমার পূর্বের স্মৃতিকে মুছে ফেলতে পেরেছো?
-না। তবে আমি আশাবাদী। একদিন সব ভুলে যাবো। ইশ্বর ধরা দেবেন।
-বোকা তুমি সান্তেস পাল।
-আপনি বোকা নন?
-তুমি কি অবাক হবে? যদি জানতে পারো মৃত্যু রহস্যটা জেনে গিয়েছি আমি?
-কিছুটা। তবে সে আপনি পারবেন না! প্রকৃতি আপনাকে জানতে দেবে না। দিলেও স্থায়ী হতে দেবে না আপনার মস্তিষ্কে।
-কি আহাম্মক!! তুমি কি বুঝতে পারছো না তুমি নিজেই ইশ্বর?
-'তাহলে আপনি কে?
-আমি তো তুমি!
-আমার সন্তান? প্রতিবেশী? শত্রু? যদু? মদু? আমার স্ত্রী?
-সেও তুমি!
-কি ভয়ংকর! তাহলে তো আমি প্রতি রাতে আমার সাথেই সঙ্গমে লিপ্ত হচ্ছি! আমার বুকে আমিই ছুরি ও চাবুক চালাচ্ছি উলঙ্গভাবে! আমি নিজেকে হত্যা করছি নির্বিচারে! এর শেষ কোথায় হপে?'
-শেষ নেই!
একটা দীর্ঘশ্বাস ফেললেন আর্থার হোপে।
আমি তার চোখের দিকে তাঁকালাম। তার চোখে তখন আমাজনের বিষন্নতা ঘুরে বেড়াচ্ছিল। আরেক চোখে বিলুপ্ত ডাইনোসরের দল উদোম নৃত্য করছিল। আমি বললাম,
-আর্থার চলো পালাই!
প্রতিউত্তরে সে মুচকি হাসলো। যার অর্থ হতে পারে,
-পালানো সম্ভব নয়!
আবার এর ভিন্নার্থও হতে পারে।
-আমরা আসলে পালিয়েই এসেছি এখানে!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩০
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ ভৃগুদা। শুভ কামনা রইলো।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০
বিলিয়ার রহমান বলেছেন: লাইক!
প্লাস!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১
হাতুড়ে লেখক বলেছেন: অকে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭
হাতুড়ে লেখক বলেছেন: মন্তব্যে লাইক। প্লাস
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪
বিলিয়ার রহমান বলেছেন: আরো কিছু ..............লেডিং............................লোডিং.................................................................................................................................................................................................................................................সরি আপলোড এরর
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬
হাতুড়ে লেখক বলেছেন: এরর বাংলায় দেখায় কেন?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬
হাতুড়ে লেখক বলেছেন: আপনার এরর এ এরর রয়েছে!
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৮
বিলিয়ার রহমান বলেছেন: ভাই লোডিং এ একটা এরর আছে লক্ষ্য করে দেখেন!!!!!!!!!!!!!!!!!!!!
আর সামুতে তো সবই বাংলায় দেখায় !! তাছাড়া এরর টা কি আর আমি দেখাইছি???
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫
হাতুড়ে লেখক বলেছেন: error
এইটা কি?
আপনি জ্ঞানী। error টা আঙ্গুল দিয়া দেখায়া দিলে উপকৃত হই। B:-)
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০
বিলিয়ার রহমান বলেছেন: মুই জ্ঞানী!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আরে নিয়া কেউ হাসপাতে ভর্তি করা!!! ভাইজানের কথায় আর হার্ট এটাক হইছে!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮
হাতুড়ে লেখক বলেছেন: জ্ঞানীরা হাসপাতালে যেতেই পারে। ডাক্তারগণ ও জ্ঞানী হয়।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৪
বিলিয়ার রহমান বলেছেন: আমিতো ভাই জ্ঞানীও না ডাক্তার না!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১
হাতুড়ে লেখক বলেছেন: তাইলে কি বি-জ্ঞানী?
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: আমার মায় কয় আমি খোকা
বউ কয় আমি বোকা
বন্ধুরা কয় কিপটে
ছাত্রছাত্রীরা কয় বদরাগি
আবার ব্লগে শায়মাপি কয় বুদ্ধ!
আমি নিজেই কনফিউজড!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮
হাতুড়ে লেখক বলেছেন: অনেক গুণে গুণান্নিত আপনি!
নিঃসন্দেহে জ্ঞানী তকমাটাও গলায় ঝুলাতে পারেন। কেউ বললে আমারে দেহায়া দিয়েন। বইলেন,
ও ব্যাটা আহাম্মক কইসে আমারে জ্ঞানী!
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পটি ভাল লাগল।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৯
হাতুড়ে লেখক বলেছেন: তাইলে দুইশো টাকা বিকাশ করেন। অভাবে আছি।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এটুকু গল্পের জন্য দুইশ টাকা! মিয়া গল্প বড় করুণ। টাকা আর টাকা অভাব ঘুচে যাবে। তবে টাই কোর্ট পড়ে চোখে কাল সানগ্লাস লাগাইয়া বই মেলাতে দামী কলম লইয়া বসতে হবে। স্যার অটোগ্রাফ প্লীজ , আপনি একটি অটোগ্রাফ দিবেন টাকা দেয়ে যাবে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১
হাতুড়ে লেখক বলেছেন: আপনের ঠিকানা দেন ভাই। আমি নিজে গিয়া অটোগ্রাফ দিয়া অাসবো। দু,চার পয়সা যা দেন তাই চলবো
মানা করে কষ্ট দিয়েন না।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ৪২০ ঝাড়ুদার পট্টি, জোয়ান নগর, বাকা - নিজের দেশ।
যেতে হলে যা করবেন প্রথমে ঘুম থেকে ওঠে নিজ হাতে বানায়ে এক কাপ গরম গরম লবন চা পান করে, নাস্তা না করে বের হয়ে যাবেন। তখন রাস্থা খালি থাকবে পায়ে হেটেই যেতে পারবেন। একটু সামনে গিয়ে কর্মরত মহিলাদের নিজের পরিচয় দিয়ে জিজ্ঞাসা করলে প্রথম অটোগ্রাফটি ওরাই লোফে নিবে। বাকী যা থাকবে যতন করে সালার ব্যাগের চোরা পকেটে ভরে সাবধানতার সহিত নিয়ে সামনে এগুবেন। তবে এত ভোর বেলা মাস্তানের উৎপাত থাকবেন না। এরপর যেহেতু টাকা নেই নদীটা সাতরে পার হয়ে যাবেন। লঙ্গী পড়া থাকলে হয়তো ভাল হতো মাথায় বেধেঁ নিতে পাতেন। তারপর নদী পার হলেই বটতলের দিকে এগুতেই দেখতে পাবেন কাঙ্খীত তাকে যার জন্য তের নদী পারি দিলেন। হা হা হা যাষ্ট কিডিং।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬
হাতুড়ে লেখক বলেছেন: ইতিহাস আপনাকে মাথায় তুলে রাখবে অনন্য ঠিকানা চিত্র প্রদানের জন্য। লুঙ্গী আমার প্রিয়। তবে সকালে ঠিক ঠাক পাইনা জায়গামত। কাজেই সকাল বেলা হয়তো লুঙ্গি ছাড়াই বেরুতে হবে আপনার সাথে দেখা করার জন্য! ধুর কি যে ভাবেন!
প্যান্ট কি বেইচ্চা খাইসি?
আমুনে একদিন। তের সতের নদী পার হয়ে। ঠিকানা জাল জাল মনে হইতেসে! ফরমালিন চেক করা যন্ত্রের মত ঠিকানা চেক করার যন্ত্র থাকলে মন্দ হতো না!
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৩
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা !!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৪
হাতুড়ে লেখক বলেছেন: শুভ কামনা আপু।
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কবিতা ভাই ♥♥♥♥♥
-কি ভয়ংকর! তাহলে তো আমি প্রতি রাতে আমার সাথেই সঙ্গমে লিপ্ত হচ্ছি! আমার বুকে আমিই ছুরি ও চাবুক চালাচ্ছি উলঙ্গভাবে! আমি নিজেকে হত্যা করছি নির্বিচারে! এর শেষ কোথায় হপে?'
মানুষেই সব।
সৃষ্টির মাঝেই স্রষ্টার বাস।
তা বুঝি কয় জন!!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৬
হাতুড়ে লেখক বলেছেন: মানুষেই সব।
সৃষ্টির মাঝেই স্রষ্টার বাস।
তা বুঝি কয় জন!!!
যথার্থ বলেছেন, নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই। শুভ কামনা।
১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১০
সাদা মনের মানুষ বলেছেন: আগের গল্পটা কোথায় গেল ভাই!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৬
হাতুড়ে লেখক বলেছেন: ড্রাফট!
১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫১
সাদা মনের মানুষ বলেছেন: সবটুকু বুঝতে পেরেছি এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৯
হাতুড়ে লেখক বলেছেন: পড়েছেন যে এটা নিশ্চয়তা নিশ্চই দেওয়া যাচ্ছে?
১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯
সাদা মনের মানুষ বলেছেন: বুঝতে না পারায় একাধিক বার পড়ার সম্ভাব্যতাও রয়েছে
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৪
হাতুড়ে লেখক বলেছেন: আমি আনন্দিত। চা কই?
১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৭
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ পরি। ভাল লাগাতে পেরে ভালো লাগলো।
১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫
রানা আমান বলেছেন: কেউ কেউ হয়ত গল্পটার অন্য অর্থ বের করবে , তবে সে আলোচনায় যাবই না , গল্পটা ভাল হয়েছে , ভাল লেগেছেও ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৭
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ রানা আমান। আমিও আপনাকে পড়ি। শুভ কামনা।
১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: চায়ের পানি গরম হইতাছে
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০২
হাতুড়ে লেখক বলেছেন: এহনো গরম অয় নাই?
১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫
আরণ্যক রাখাল বলেছেন: পড়ছিলাম ফেবুতে।
ভাল হয়েছে। অদ্ভুত(ত নাকি দ?) গল্প পড়তে বেশ ভাল লাগে
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৯
হাতুড়ে লেখক বলেছেন: অদ্ভুত(ত নাকি দ?) গল্প লিখার হাত ছোট হয়ে আসছে! ইদানিং লিখার চেয়ে পড়ায় মনযোগ দেওয়ার চেষ্টা করছি বেশি। শুভ কামনা।
২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫১
শহিদুজ্জামান বলেছেন: আমি বললাম,
-আর্থার চলো পালাই!
প্রতিউত্তরে সে মুচকি হাসলো। যার অর্থ হতে পারে,
-পালানো সম্ভব নয়!
আবার এর ভিন্নার্থও হতে পারে।
-আমরা আসলে পালিয়েই এসেছি এখানে!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৭
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ।
২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:১৬
লেখা পাগলা বলেছেন: ভালা হইছে ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৮
হাতুড়ে লেখক বলেছেন: আচ্ছা।
২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৩
নিয়াজ সুমন বলেছেন: এক গুচ্ছ ভালোবাসা সাথে +++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬
হাতুড়ে লেখক বলেছেন: ভালাবাসা নিলাম। তবে +++ আদৌ কোন কাজে লাগবে কিনা এটাতে সন্দেহ হচ্ছে।
২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০২
সুমন তালুকদার বলেছেন: অসাধারন
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ দিয়ে বড় করলুম না। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগা
++++