![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
। শাসনের রকমফের।
জগু মিয়া বাড়ি থেকে বেড়িয়ে এলো মাঝ রাতে। পেছনে রেখে সব অভিমান ও আহ্লাদ। সে আত্মহত্যা করবে আজ রাতে।
হঠাৎ তার বাপ মগু মিয়া তাকে পিছন থেকে ডেকে উঠলো।
-ওই কই যাস?
-আত্মহত্যা করুম গলায় দড়ি দিয়া।
-খাড়া একটু।
-কেন?
মগু মিয়া এগিয়ে এসে জগু মিয়ার হাতে একগোছা দড়ি ধরিয়ে দিয়ে বললো,
-হারামজাদা দড়িখানা কি তোর বাপে নিবো?
। মধ্যাহ্ন।
চতুষ্কোণ বাক্স ভর্তি নানান রঙের আইসক্রিমে ঠাসা। প্রতি টাকায় চার পিছ। বাক্সের ঝাপি সজোরে ঠুকে দেয় আইসক্রিম বিক্রেতা। অবর্ণনীয় ঠকাস শব্দের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে টিনের চালায়, পরিত্যক্ত কুয়ার জলে, বাঁশের ঝোপে, ফসলের ক্ষেতে, ক্রীড়ামগ্ন ছেলেদের ক্রিকেট মাঠে। লাল রঙা বল, নারকেল শাখার ব্যাট ও বাঁশের স্ট্যাম্প পড়ে থাকে এলোমেলো। বালকেরা দৌড়ে আসে।
আইসক্রিম বিক্রেতা ব্যস্ত হয়ে পড়ে। খুচরো পয়সায় ভরে ওঠতে থাকে তার গাট। বাক্স খালি হয়ে আসে নিমিষেই, তলানীতে রয়ে যায় কয়েক টুকরো বরফ খন্ড । লাল-নীল জিহ্বা দুলিয়ে ছেলেরা চলে যায় খেলার বাকী অংশে। বিক্রেতা বাক্সখানা উপড় করে বোঝা কমিয়ে হেঁটে চলে উৎফুল্ল মনে।
আইসক্রিম বিক্রেতা চলে গেলে, বালকদের মধ্যে একজন এগিয়ে আসে বিক্রেতা ঠিক যেখানটায় দাঁড়িয়ে আইসক্রিম বিক্রি করছিল এতক্ষণ। মাটিতে পড়ে থাকা এক টুকরো বরফ খন্ড কুড়িয়ে নেয় সে। ক্ষয়ে যাওয়া নোংরা গেঞ্জি দিয়ে বরফ খন্ডে লেগে থাকা ঘাসের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো, ধূলা, পাথর মুছে নেয় পরম মমতায়।
এরপর বালকটি যখন চারপাশে একবার চোখ বুলিয়ে মাথা নিচু করে নোংরা বরফ খন্ডটি মুখে পুরবে ঠিক সেই সময় স্বর্গের দেবতাগণ ছিঃ ছিঃ করে ওঠে। দেবতাদের চিৎকারে বালকটির হাত কেঁপে ওঠে। দ্বিতীয়বার বরফ খন্ডটি মাটি থেকে তুলতে গেলে বালকটিকে ব্যর্থ হতে হয়। সেটা ততক্ষণে মাটিতে মিশে গেছে জল হয়ে। স্বর্গে ঠিক মধ্যাহ্ন তখন।
ছবি: ইন্টারনেট
১৮ ই মে, ২০১৭ বিকাল ৩:০১
হাতুড়ে লেখক বলেছেন: আজ্ঞে হরে হরে।
২| ১৮ ই মে, ২০১৭ বিকাল ৫:০৪
নাগরিক কবি বলেছেন: সুন্দর রসিকতার লিমিট রাখোন উচিত।
১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
হাতুড়ে লেখক বলেছেন: অকা।
৩| ১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
সাদা মনের মানুষ বলেছেন: প্রথমটায় ভাইটামিনে ভরপুর, দ্বিতীয়টা অনন্য
১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
হাতুড়ে লেখক বলেছেন: ভাইটামিন কি ভাউ?
৪| ১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
ধ্রুবক আলো বলেছেন: দারুন ++ বেশ ভালো লাগলো,
'মধ্যাহ্ন' গল্পটা একদম আমার মনে মতন হয়েছে, ধন্যবাদ।
১৮ ই মে, ২০১৭ রাত ৮:০১
হাতুড়ে লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ধ্রুবক আলো। শুভ কামনা।
৫| ১৮ ই মে, ২০১৭ রাত ৮:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মধ্যাহ্ন গল্পটি দারুণ হয়েছে। আগেরটিও ভাল হয়েছে তবে ভেজাল রষেরতো ।তবে গল্পতো গল্পই।
১৮ ই মে, ২০১৭ রাত ৮:৩৫
হাতুড়ে লেখক বলেছেন: আন্তরিক ধন্যবাদ সুজন ভাই। অনিমেষ ভালবাসা।
৬| ১৮ ই মে, ২০১৭ রাত ৯:১২
জেন রসি বলেছেন: যেমন পোলা, তেমন বাপ!
দ্বিতীয় গল্পটার দেবতাদেরকে মার্ক্সের ক্যাপিটাল বইটা গিফট হিসাবে পাঠানো যেতে পারে!
১৯ শে মে, ২০১৭ সকাল ৯:৪৮
হাতুড়ে লেখক বলেছেন: দেবতারা সন্তুষ্ট হবে না মনে হয় এতে
৭| ১৮ ই মে, ২০১৭ রাত ৯:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়েছিলাম ভাই আগেই উপরেরটা। দুটি গল্পই ভালো লাগলো আজ। অনেককিছু বুঝার আছে গল্প দুটিতে।
শুভকামনা রইল আপনার জন্য
১৯ শে মে, ২০১৭ সকাল ৯:৪৯
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।
৮| ১৯ শে মে, ২০১৭ রাত ৩:১৯
ইমরান নিলয় বলেছেন: শেষেরটাতো ভালোই লিখসেন।
১৯ শে মে, ২০১৭ সকাল ৯:৪৯
হাতুড়ে লেখক বলেছেন: আচ্ছা
৯| ১৯ শে মে, ২০১৭ ভোর ৪:০১
উম্মে সায়মা বলেছেন: মধ্যাহ্ন খুব সুন্দর হয়েছে
১৯ শে মে, ২০১৭ সকাল ৯:৪৯
হাতুড়ে লেখক বলেছেন: রাত সুন্দর না?
১০| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৫:০০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার প্রশ্ন, মানলাম স্বর্গের দেবতাগণ ছিঃ ছিঃ করে উঠিছিল, তুমি তখন কোথায় ছিল? তুমি পারতে আস্ত একটা আস্ক্রিম তার হাতে দিয়ে দেবতাগণকে বলতে, আমি তার ভাই, তোমাদের মত দেবতা নয়।
২০ শে মে, ২০১৭ সকাল ৯:৩৮
হাতুড়ে লেখক বলেছেন: আচ্ছা।
১১| ২০ শে মে, ২০১৭ রাত ১২:২৯
উম্মে সায়মা বলেছেন: রাতও ভালো। কিন্তু.......
২০ শে মে, ২০১৭ সকাল ৯:৩৯
হাতুড়ে লেখক বলেছেন: কিন্তু কিতা?
১২| ২০ শে মে, ২০১৭ সকাল ১০:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুটোই ভাল।
২০ শে মে, ২০১৭ সকাল ১০:৪৯
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই দাদু।
১৩| ২০ শে মে, ২০১৭ সকাল ১০:৪৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন।
ধন্যবাদ ভাই হাতুড়ে লেখক।
২০ শে মে, ২০১৭ সকাল ১০:৫০
হাতুড়ে লেখক বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ আবুহেনা ভাই। শুভ কামনা সতত।
১৪| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
ঢাকাবাসী বলেছেন: দারুণ লিখেছেন তো! খুব মজা পেলুম। ভাল থাকবেন।
২১ শে মে, ২০১৭ সকাল ১১:২৬
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী। আপনিও ভাল থাকবেন সতত।
১৫| ২১ শে মে, ২০১৭ রাত ১:৩৫
মানবী বলেছেন: বরাবরের মতো ঝরঝরে সুন্দর লেখা!
তবে প্রথম গল্প নিয়ে ক্ষীণ সন্দেহ এটা হাতুড়ে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা কিনা!!!
ধন্যবাদ ভাইয়া।
২১ শে মে, ২০১৭ সকাল ১১:২৮
হাতুড়ে লেখক বলেছেন: বরাবরের মতো ঝরঝরে সুন্দর লেখা!
আন্তরিক ভালবাসা জানবেন আপু।
তবে প্রথম গল্প নিয়ে ক্ষীণ সন্দেহ এটা হাতুড়ে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা কিনা!!!
হলে হতে পারে নাহলে বলবো কেন?
শুভ কামনা আপু। ভাল থাকুন, ভাল রাখুন।
১৬| ২১ শে মে, ২০১৭ বিকাল ৪:৪০
রানা আমান বলেছেন: দ্বিতীয় গল্পটা খুব বেশীরকম ভালো হয়েছে ।
২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ দিয়ে আর বড় করবো রানা আমান
১৭| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০০
শায়মা বলেছেন: আইসক্রিমওয়ালাকে আবার ডেকে আনো।
২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
হাতুড়ে লেখক বলেছেন: তুমি আনো আপু
২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
হাতুড়ে লেখক বলেছেন: আমি আইলসা।
১৮| ২২ শে মে, ২০১৭ রাত ৩:১৯
উম্মে সায়মা বলেছেন: কিন্তু শাসন বেশি কড়া হয়ে গেল....সেটাই বলছিলাম আর কি।
০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১০:২৬
হাতুড়ে লেখক বলেছেন: বাপকে বলে হবে শাসন কমিয়ে দিতে হবে।
১৯| ২২ শে মে, ২০১৭ ভোর ৫:১৬
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লিখেছেন , পাঠে মুগ্ধ
০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১০:২৬
হাতুড়ে লেখক বলেছেন: আন্তরিক ভালবাসা ডঃ এম এ আলী ভাই।
২০| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১:১৯
হাসান মাহবুব বলেছেন: দ্বিতীয় গল্পটা বেশ ভালো লাগলো।
০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১০:২৭
হাতুড়ে লেখক বলেছেন:
২১| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতায় বাক্রুদ্ধ!
+++++
০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১০:২৭
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ ভৃগুদা।
২২| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:৩২
নাগরিক কবি বলেছেন: ভাবতাছি লেখালুখা ছাইড়া দিমু, গান গামু। প্রেমের গান। ও সখিনা... গেছো কিনা...... ভুইল্লা আমারে.......
০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১০:২৭
হাতুড়ে লেখক বলেছেন: দেন দেন দেন। আমিও ছাইড়া দিছি।
২৩| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:৪৯
বর্ষন হোমস বলেছেন:
পোলার বাপে তো পুরাই ঝাক্কাস।ডিরেক্ট ছক্কা মেড়ে দিলো।
০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১০:২৮
হাতুড়ে লেখক বলেছেন: ইনডাইরেক্ট ছক্কা মারার সিস্টেম আছে নাকি?
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৭ দুপুর ২:৪৪
মেটাফেজ বলেছেন: মানুষের মরা নিয়াও রসিকতা। রাম রাম।