![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি নহ নিভে যাওয়া আলো, নহ শিখা । ফেইসবুকে ঃ https://www.facebook.com/abmhayat.ullah
অনেকেই মেয়েদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত । কেউ ছুরি , কাচি কেউবা পিপার স্প্রে নিয়ে যাওয়ার আইডিয়া দিচ্ছেন । কেউ কেউ ভিডিও আপলোড করছেন ।
কেউ কি ভেবে দেখেছেন আলটিমেটলি এইসবের ভিক্টিম কারা হবে ?
বস্তুত নারীরাই ভিক্টিম হবে ।
পিপার স্প্রে মেয়েদের জন্য বৈধ করলে সেটা অটোমেটিকলি বখাটের হাতেও চলে যাবে । কিভাবে যাবে ; সেটার উত্তর হল এসিড যেভাবে বখাটেদের হাতে যায় । মনিটরিং এর অভাব এবং অব্যবস্থাপনাই সবচেয়ে বড় কারন ।
বখাটেদের হাতে গেলে তারা আরো পাশবিক কায়দায় মেয়েদের নির্যাতন করবে :-(
ছিনতাই- ডাকাতি বেড়ে যেতে পারে ।
নারী সন্ত্রাস, নারী ছিনতাইকারীরা রীতিমত লাইসেন্স পেয়ে যাবে :-(
প্রতিষেধক না করে প্রতিরোধ তৈরি করা আরো উত্তম ।
* বখাটেদের প্রমান সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে ।
* সমাজে একঘরে করে রাখতে হবে ।
* আইন শৃঙ্খলা বাহিনীর একটা কুইক ডায়াল নম্বর লাগবে ।
* রাজনৈতিক দল বিবেচনায় আসামিদের ছাড় দেয়ার প্রবনতা বন্ধ করতে হবে ।
* সর্বোপুরি জনসচেতনতা তৈরি করতে হবে
* প্রপার যৌন শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে ।
২| ১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত। আবেগী সিদ্ধান্ত না নিয়ে আইনগত কঠোর সিদ্ধান্ত নেয়া হোক। যেভাবে এসিড সন্ত্রাস তুলনামুলকভাবে বন্ধ হইছে, কঠোর আইনের কারনে।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৫
তপ্ত সীসা বলেছেন: বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা।
জাগছে ভায়া, ইয়াবা খাইলে না জাইগা করবে কি? পরিস্থিতির আসলে উন্নতি নাই, নৈতিক আর সামাজিক মুল্যবোধ এই প্রজন্মের কাছে তামাশার বিষয়। এরা সানি লিওন জেনারেশন। সানি লিওন এদের কাছে সুপার স্টার।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৮
হাসান মাহবুব বলেছেন: ঠিকই বলেছেন।