নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় সামান্যই

আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।

ময়ুরবাহন

আমার পরিচয় সামান্যই। কর্মসুত্রে ব্যাঙ্গালোরে থাকি। বাড়ী কলকাতায়। বাংলা ভাষা ও সংস্কৃতির টানে ব্লগে এসেছি।

ময়ুরবাহন › বিস্তারিত পোস্টঃ

আপনার কী হাতের লেখা সুন্দর? - আপনার বিশেষ সাহায্য চাই

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০

সুধী বন্ধুরা,



আমি একজন টাইপোগ্রাফার । একটা বাংলা ইুউনিকোড ফন্ট বানাতে চাই হাতের লেখা থেকে । নানা ধরনের ফন্ট হয় । কোনোটা আউটলাইন, কোনোটা বিদেশী লিপির (যেমন চীনা জাপানী রুশ আরবী) অনুকরন, তবে আমার পছন্দ হাতের লেখার ধরনের বাংলা ফন্ট । পুরুষ লেখা পেয়ে গেছি ২ টো (একটা আমার নিজের) । কিন্তু মহিলা বাংলা লিপি এখনো পাইনি । কোনো আপুর যদি বাংলা হাতের লেখা সুন্দর অথবা বৈশিষ্ট্যপূর্ণ হয় তবে মেহেরবানী করে আমাকে সাহায্য করবেন । খালি একটা সাদা কাগজে কালো কালি দিয়ে স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণ, সংখ্যা আর কিছু চিহ্ন লিখতে হবে । লেখার অক্ষরগুলির আকার সমান হতে হবে । আমার কাছে একটা পি ডি এফ আছে । তাতে লেখা আছে সব । লেখাটা মাত্র দশ মিনিটের কাজ । আমার ইমেল হল ayan_panipat@ইয়াহু ডট কম । অগ্রিম ধন্যবাদ |

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭

স্বপ্নসমুদ্র বলেছেন: বাংলা ফন্ট বানানোর এই আইডিয়াকে সাধুবাদ জানাই। আমার নিজের খুব ইচ্ছা ttf ফরমেটের এই ফাইল গুলো বানানোর এবং নিজের কিছু ফন্ট এড করা। এটা কিভাবে সম্ভব হবে আমাকে জানাতে পারেন কি? ইমেইল: [email protected]

০২ রা মে, ২০১৩ দুপুর ২:২২

ময়ুরবাহন বলেছেন: প্রথমে কোনো ভেক্টর সফ্টওয়ার দিয়ে গ্লিফগুলো আৃকতে হবে । তারপর কোনো ফন্ট এডিটিং সফ্টওয়ার দিয়ে ঐ গ্লিফগুলো দিয়ে ফন্ট বানাতে হবে । ইন্কস্কেপ হল ফ্রী ভেক্টর সফ্টওয়ার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.