![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু তোমাকে – -হিদায়াতুল্লাহ বিপদের সময় বন্ধুকে তুমি- কর পরীক্ষা ! সুখের সময় দরদী সাজিলে- পাবেনা সমীক্ষা । জনৈক যদি গায়ে পড়ে- করে উপকার , অপার মহিমায় হয়ে যায়- বন্ধুত্তের কারবার । প্রতারণা কর যদি তুমি- কর আমার সাথে, বিনিময় অশ্রুআঁখি ও বন্ধুত্ত- পাবে আমার কাছে । সুখের পায়রা হয়না বন্ধু- শত্রু সে যে ভাই, মানিক জোড়ের মর্মার্থ বন্ধু- তুমি বুঝ নাই । কবিতা মাধ্যম তাইতো আমি- তোমাকে বলিতে চাই; যোগ্য মনে করিলে আমাকে- রাখিও কথাটি ভাই, কোমল হৃদয়ে দিওনা আঘাত- করিওনা শঠতা । হৃদয়ের ভাষা হৃদয়াঙ্গম কর, পাবে মমতা ।
মুসলমানদের প্রথম ক্বিবলায় মুসুল্লিদের উপর ইয়াহুদী হামলা
মুসলমানদের প্রথম ক্বিবলা বাইতুল মুক্বাদ্দাসে ফিলিস্তিনি মুসলিমদের ওপর হামলা চালিয়েছে ইয়াহুদিবাদী ইসরাইলী পুলিশ।
একটি উগ্র ইয়াহুদি গ্রুপকে মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় পবিত্র স্থানে অনুপ্রবেশের সময় বাধা দেয়ায় ইসরাইলী পুলিশ এই হামলা চালায়।
বুধবার ভোরে ফজরের নামাযের পর এ হামলার ঘটনা ঘটে।
পশ্চিম জেরুজালেম থেকে আলজাজিরার ইমতিয়াজ তৈয়ব বলেন, বুধবার ফজরের নামাজের সময় ইসরাইলি পুলিশ ফিলিস্তিনি মুসুল্লিদের আল-আকসা মসজিদে ঢুকতে দেয়নি। ওই সময় মসজিদে অনুপ্রবেশকারী উগ্র একটি ইহুদি গ্রুপকে পুলিশ ঘিরে রেখেছিল।
তৈয়ব বলেন, ইহুদি গ্রুপটিকে মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করার অনুমতি দেয়ায় প্রতিবাদ করে মুসলমানরা। এর পর এ ইহুদিবাদী ইসরাইলী পুলিশ হামলা চালায়, এতে সংঘর্ষ বেধে যায়।
ইসরাইলি পুলিশের মুখপাত্র লুবা সামরি বলেন, ফজরের নামাজের সময় মুখোশধারী বেশ কয়েকজন ফিলিস্তিনি পুলিশকে লক্ষ্য করে পাথর, ককটেল, আতশবাজি ছুঁড়ে মারলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ মসজিদে বিক্ষোভকারীদের ধাওয়া করে।
তিনি বলেন, পুলিশকে লক্ষ্য করে অন্তত একটি মলোটভ ককটেল নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত হয়নি।
তবে ফিলিস্তিনিদের কেউ আহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তৈয়ব বলেন, উগ্র ইহুদিরা ‘হাই জুইশ হলিডে’ (সুক্কত) উদযাপন করেছিল। তারা মনে করে, আল-আকসা মসজিদের স্থানটিতে প্রাচীনকালে তাদের মন্দির (টেম্পল মাউন্ট) ছিল।
ইসরাইলের পর্যটন মন্ত্রণালয় চলতি সপ্তাহের প্রথম দিকে মসজিদটির প্রবেশপথটি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। তবে ফিলিস্তিনি কর্মকর্তারা এই পবিত্র স্থানের মর্যাদা পরিবর্তনের একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
©somewhere in net ltd.