![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমযান হল পানাহার থেকে বিরত থাকার মাস। মুসলিমগন দিনের বেলা সকল প্রকার পানাহার ও হারাম কাজ থেকে বিরত থাকার বিধান রয়েছে। তবে বাস্তবে দেখা যায়, সংযম করার পরিবর্তে আমাদের সকল দৃষ্টি থাকে অন্য দিকে। আহার থেকে বিরত থাকার মধ্য দিয়ে দরিদ্র মানুষের কষ্ট বুঝার একটা প্রক্রিয়া চালু রাখা হয়। কিন্তু বাকি এগার মাস থেকে সবচেয়ে বেশি খাওয়া দাওয়া হয় এই মাসেই। প্রতিটা হোটেল রেস্টুরেন্ট বিশেষ বিশেষ খাবার মেনু অফার করে। আর আমরাও খালি খাওয়াতেই নিমগ্ন থাকি। ভোর বেলা অতিরিক্ত ব্যাকআপসহ পেট ভরে খাই, কারন সারাদিন না খেয়ে থাকবো। আবার, ইফতারিতেও পেট ভরে খাইতে থাকি কারন সারাদিন খাই নাই। আবার রাতের ডিনার ও বাদ যায় না। আর বিশেষ বিশেষ রান্না তো আছেই। মুলত, দেখা গেছে অন্য মাসগুলোতে এতো খাবার কখনো খাওয়া হয় না। আর রেস্টুরেন্ট ব্যবসায়িরাও সারা বছরের ব্যবসায় এই মাসেই করেন।
পুরান ঢাকায় দেখা যায়, অনেকেই বছরের অন্যান্য সময়ে যে ব্যবসায়ই করেন, রোজার মাসে সব ছেড়ে ইফতার ব্যবসায় নামেন। চকবাজারে বিশেষ এক বাজারই বসে ইফতার এর জন্য। আর বড় বাপের পোলায় খায় তো আছেই।
তো আসলে আমাদের কী করা উচিত?
©somewhere in net ltd.