![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর নিশ্চিতভাবে বাতিল ঘোষনা করেছে। কারন হিসেবে দেখিয়েছে নিরাপত্তা সংকট। বাংলাদেশে আসলে জঙ্গি হামলার স্বীকার হতে পারে। সে জন্য তারা বাংলাদেশে খেলতে আসবে না। অনেকে ঠাট্টা মশকারি করে বলেন যে, তারা বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে ভয় পাচ্ছে। পাকিস্তানকে বাংলাওয়াশ, ইন্ডিয়াকে নাকানি চুবানি, সাউথ আফ্রিকাকেও ঠুকে দিয়েছে। অস্ট্রেলিয়াও যদি এসে এরকম নাকানি চুবানি খায়, তাই আগে থেকেই সাধু সাবধান। এসব হলো খুড়া যুক্তি।
অস্ট্রেলিয়া তাদেরকে এমন এক যায়গায় নিয়ে গেছে যে, কোন দলকে ভয় পাবার কথা না। আর তারা বিশ্বের সব বড় দলের সাথেই খেলে। বাংলাদেশ সেই বড় দল হতে আরও সময়ের দাবি। তাদের একটা প্লেয়ার দাড়াইলেই জয় নিশ্চিত করার মতো যোগ্যতা আছে। আসলে এভাবে বললে তাদের সব দক্ষতা বলে শেষ করা যাবে না। বরং আরও অবমূল্যায়ন হবে।
তবে আসল কথা, যেই কারনে সফর বাতিল করছে সেটাও গ্রহনযোগ্য না। কারন, বাংলাদেশে আজ অবধি কোন জঙ্গি হামলা হয় নাই। ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা সবাই সফর করে গেলো নিরাপত্তা জনিত কোন সীমাবদ্ধতা ছিল না।
যা ই হোক। এ কথা ভাবলে অনেক লজ্জা লাগে যে, বাংলাদেশ নিরাপদ নয়। বাংলাদেশের সুনাম ও পরিচিতি ক্রমবর্ধমান ছিলো। এটা চরম লজ্জার বিষয় যে জঙ্গি হামলার আশংকায় বিদেশিরা আমাদের দেশে আসতে চাচ্ছে না।
ওরা কোথা থেকে তথ্য পাইলো, কে ই বা বলেছে যে বাংলাদেশে জঙ্গি হামলা হবে, আল্লাহ মালুম। তবে, আমাদের রাজনীতিবিদদের একটু সচেতন হওয়া দরকার ছিলো। প্রায়ই উনাদের বলতে শুনা গিয়েছে যে, বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে। তালেবানের আখড়া তৈরি হয়েছে। আইএস এর ঘাটি। ইত্যাদি। কি দরকার এসব কথা বলে দেশের ইমেইজ ডাউন করার। যদি হয়েও থাকে, তবে নিরবে অভিযান চালিয়ে দমন করা যায়। ভীনদেশিরা জানতে পারে এমন পন্থা পরিত্যাগ করলেই হয়। রাজনীতিবিদরাই পারেন আবার তাদের ধারনাকে ভুল প্রমান করতে। উনারা তো বড় বিজ্ঞ। দেশের কথা মাথায় রেখে এসব কথা থেকে বিরত থাকা ক্ষতিকর কিছু নয়।
০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১
হেদয়েত ইউ সাদী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৭
সরদার হারুন বলেছেন: সহ মত ......
+++++++++++++++++++