![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশাল এই জগতটাতে আমি নগন্য । খুজি ফিরি সুন্দর একটি মানুষ, কিছু মানুষ............
এডখান দেখিয়া খালি চিন্তা লাগেঃ
১. মেয়েটা ঐখানে খাম্বাটার উপরে উঠলো কেমনে?
২. ঠিক মতো নামছে পারছে তো? নামার সময় হাতে পায়ে ব্যথা পায় নাই তো?
৩. বাতাস নাই কিন্তু সবকিছু উড়তেছে কেমনে?
৪. আহারে আমিও যদি এইরকম উড়াল দিতে পারতাম?
৫. ঠিকানা পাইলে বহুদূর চলে যাইতাম
৬. পাশ দিয়ে উড়ে যাওয়া পাখির সাথে পার্থক্য নাই, পাখি হইলে তো এই মনুষ্য পাখিটার ডানায় এসে কিছুক্ষন রেস্ট নিতাম
৭. ছবির বাম দিক থেকে ৪'' ডানে, ডান দিক থেকে ৫.৫'' বামে , উপর থেকে পৌনে ১'' নিচে আর নিচ থেকে ২'' উপরের স্থানের দিকে তাকালে একটু একটু শরম লাগে (স্কেল দিয়ে মেপে লন, আর কইতে পারমু না)
৮. ইশ! এক পা দিয়ে খাম্বাটার উপরে দাড়াইয়া কষ্ট করতেছে পরে গিয়ে মাথা ফাটে নাই তো?
৯. খাম্বটা পুরাই ধন্য, সারাদেশ উহাকে সহ খাম্বাকে দেখতেছে। খাম্বা হইলেও লাভ আছিলো
১০. খাম্বার উপরে দাড়িয়ে কুতকুত খেলার মজাই অন্যরকম।
১১. তালগাছ একপায়ে দাড়িয়ে, উকি মারে আকাশে .......... কবিতার শ্রেষ্ঠ উদাহরন।
আরে মিয়ারা আমার মতো আপনারাও যে চিন্তা করা শুরু করছেন.... একটু অফ যান। চোখ নিচে নামান।
এমনি এমনি কি আর গবেষনা করছি নাকি ?
যখনই রাস্তা দিয়ে চলি তখনই খালি এডটার প্রতি চোখ চলে যায়। ফ্লাইওভার নামাতে গিয়ে চোখে লাগে। কি করার আছে বলেন.......? চোখকে তো আর মানিয়ে রাখা যায় না। আর যেভাবে হাত বাড়িয়ে ডাকছে তাতে ...................................................
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫
হ্যাজাক বলেছেন: জিব্বা দেখাঈলে লোভ লাগবো
২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৮
মাঞ্জু বলেছেন: উত্তম গবেষোনা !!
মাইয়াটার প্যান্ট থেকে যে রশিটা বাইর হইয়া উড়তেছে ঐটার নাম কি ??
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫
হ্যাজাক বলেছেন: ঐটার নাম চলো বহুদূর............
৩| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
একজন আরমান বলেছেন:
ছবির বাম দিক থেকে ৪'' ডানে, ডান দিক থেকে ৫.৫'' বামে , উপর থেকে পৌনে ১'' নিচে আর নিচ থেকে ২'' উপরের স্থানের দিকে তাকালে একটু একটু শরম লাগে (স্কেল দিয়ে মেপে লন, আর কইতে পারমু না) :!> :!> :#> :#>
আচ্ছা প্যান্টের রশি বাতাসে সামনের দিকে উরতাছে, কিন্তু তার চুল তো পিছনের দিকে উরতাছে। ক্যামনে কি?
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯
হ্যাজাক বলেছেন: উহা আপনারে বহুদূর যাওয়ার নির্দেশ করতেছে। ...... ঐ মিয়া মানুষতো ভালা না আপনি...... মহিলা মানুষের প্যান্টের রশি ধরে টানানানি করতেছেন।।
৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
মামুinসামু বলেছেন: একজন আরমান বলেছেন '....আচ্ছা প্যান্টের রশি বাতাসে সামনের দিকে উরতাছে, কিন্তু তার চুল তো পিছনের দিকে উরতাছে। ক্যামনে কি?.....
.
.
.
.
আমার মনে হয় ঐডা রশি না...।
হ্যাভ এ ক্লোজার লুক।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩
হ্যাজাক বলেছেন: আরমান ভায়া একটা বলছে আপনি আবার তার কথার ব্যাখ্যা করছেন। পোলাডা উড়াল দেয় কেন?
৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২
একজন আরমান বলেছেন:
আমি আবার কি করলাম?
আমি তো শুধু কইছি আর কি। টান দেই নাই তো। হুদাই মিছা কতা কন কেন?
আর মামু অইডা তো দেহি সাইকেলের চেইনের লাহান দেহায়
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫
হ্যাজাক বলেছেন: টানাটানি অন্য জায়গায় । ব্লগে টানাটানি করলে মডুরা মাইন্ড করবো। তাও আবার রাত্রে বেলা টানাটানি।
৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১
মামুinসামু বলেছেন: দূরে যাইতে হইলে সাইকেলের চেইনের দিকেও খিয়াল রাখতে হইব . . . .
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৭
হ্যাজাক বলেছেন: চেইন পড়ে গেলে পুরাই তেলেসমতি কারবার লেগে যাবে।
৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২
মামুinসামু বলেছেন: তেলেসমতি তো আপনেই দেখানো শুরু করছেন। ভালা পোলাপানডির মাথায় আউলা লাগাইয়া দিছেন।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
হ্যাজাক বলেছেন: আমার কিছু দিনের অনুপস্থিতিতে সরকার বিজ্ঞাপন নীতিমালা করে তেলেসমতি বন্ধ করে দিছে। না হলে আরো কিছু তেলেসমতি দেখানোর খায়েস আছিলো। নতুন তেলেসমতি তৈরী হচ্ছে। কয়েকদিন ওয়েটান।
৮| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২০
একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন: চেইন পড়ে গেলে পুরাই তেলেসমতি কারবার লেগে যাবে।
কি হপে?
ঝাতি জানতে চায় !
; )
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
হ্যাজাক বলেছেন: আরমান পুলাডা একটু বেশী পাকনা, খালি চেইন নিয়া টানাটানি কর্তে চায়। চেইন নিয়া ব্লগের মতো উম্মুক্ত স্থানে টানাটানি কর্লে মেয়েটা লজ্জা পাবে, এতে মডুরা মাইন্ড খাইতে পারে।
৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:১০
টাইলুং বলেছেন: হ্যাজাক বাতিতে তো ভালোই দেখা যায়।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
হ্যাজাক বলেছেন: ভালো দেখা না গেলে হ্যাজাক জ্বালিয়ে লাভ কি?
১০| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: ছবির বাম দিক থেকে ৪'' ডানে, ডান দিক থেকে ৫.৫'' বামে , উপর থেকে পৌনে ১'' নিচে আর নিচ থেকে ২'' উপরের স্থানের দিকে তাকালে একটু একটু শরম লাগে (স্কেল দিয়ে মেপে লন, আর কইতে পারমু না) :`> :`> :``>> :``>>
আচ্ছা প্যান্টের রশি বাতাসে সামনের দিকে উরতাছে, কিন্তু তার চুল তো পিছনের দিকে উরতাছে। ক্যামনে কি? |
|
|
একজন আরমানে সহমত।
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯
হ্যাজাক বলেছেন: অন্যমানুষের সাথে একমত হলে লাভ নাই । নিজের কথা কন
১১| ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৩৬
বাগসবানি বলেছেন: দুষ্ট পোলাপানে দেখি ব্লগটা গিজগিজ করতেছে ।
১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪৮
হ্যাজাক বলেছেন: না রে ভাই , এভাবে বলতে হবে...........যাহ...... দুষ্টু
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২
লিংকন১১৫ বলেছেন: