![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশাল এই জগতটাতে আমি নগন্য । খুজি ফিরি সুন্দর একটি মানুষ, কিছু মানুষ............
সব বলে দিয়েছে। আর কিছু বলার নাই। বছরের পর বছর চাপিয়ে রাখা কথাটি বলে দিলো সালমান। আর গোপন কিছু নাই।
হুম। গত রাতটি ছিলো এ সালমানের ঐতিহাসিক রাত। প্রথম ফোন রাত ১২.৩০ এ। নিয়মিত কথা শেষে বিদায়। বিদায় নিয়ে ইনবক্সে পাঠালো জীবন থেকে নেয়া একটি বেদনা আর ভালবাসার গল্প।
ইনবক্সে পাঠানোর দশ মিনিটের মাথায় তার মেসেজ।
একটু ফোন দিবে?
কল ব্যাক করতেই জেরার মুখোমুখি:
কি লিখছো এসব?
প্রথমে একটু বিব্রত হলেও আজ আর সালমান গোপন করলো না। বলতে শুরু দীর্ঘ ভালবাসার কথা। বছরের পর বছর চুপিচুপি ভালবাসার কথা। কখনো শুনলো তার কথা। সময় যেন আর শেষ হয় না।
স্বীকার করলো সালমান তার প্রতি নিজের দুর্বলতা।বছরের পর বছর ভালবাসার ঐতিহাসিক উপখ্যান। বলে গেলো সব। কোন কিছু গোপন রাখলো না। এতোদিন যে কথাটি বলার সাহস দেখায়নি সে কথাটিই বলে গেলো অবলিলায়।
শুনলো তারও ভালবাসার উপাখ্যান। সালমান জানতো সে ভালবাসে আরেকজনকে। কিন্তু তবুও ভালবেসে গিয়েছে একতরফা ভাবে। এ ভালবাসায় সে কখনো ক্লান্ত হয়নি। কখনো মুখে বলনি ........ ভালবাসি কিন্তু প্রতিটি কাজে বুঝিয়ে দিয়েছে কতটা ভালবাসে সে।
বলতে বলতে সময় গড়িয়ে গিয়েছে অনেক। টাকা ফুরিয়ে গিয়েছে সব। আর কার্ড রিচার্জ করে কথা বললো। একটানা ৩ ঘন্টা ৭ মিনিট ২৯ সেকেন্ড। শুনলো , শুনলো, বললো , বলালো সবকিছুই। কথা বলার রেকর্ড গড়লো এর মাধ্যমে। কথা শেষ করে যখন বিদায় নিলো তখন পাশের মসজিদের মুয়াজ্জিনের কন্ঠে ফজরের আযান ধ্বনিত হচ্ছে।
কিভাবে পার হয়ে গেলো বুঝতেও পারলো না। বলে গিয়েছে চুপি চুপি দীর্ঘ ভালবাসার উপখ্যান। কোন কিছু বাদ রাখেনি......ছোট ছোট ঘটনা, স্মৃতি চারণ, মারামারি, বৃষ্টিতে ভেজে, কিছুই বাদ পড়েনি। কবে, কিভাবে, কোথায়, সব কিছু বলে গিয়েছে, আর ওপ্রান্তের মানুষটি শুনে গিয়েছে.... কখনো আবার সে বলেছে সালামান শুনেছে.......... এতো আগে থেকে এতো কিছু হলো কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। যখন বুঝতে শুরু করেছি তখন ভাবতে শুরু করেছি ইত্যাদি।
নাহ !!!!!!!!!! আর কিছু বলার নাই। আর কিছু চাপিয়ে রাখার নাই। পরিবেশ , পারিপার্শ্বিকতা, পরিবারের কারণে এতোটি বছর যা বলা হয়নি তা সবটুকু বলা হয়ে গিয়েচে আর কিছু গোপন করার নাই.............. যা কিছু বলার ছিলো সবটুকু বলে দিয়েছে সালামান। যদি এ রাতটি না আসতো তাহলে বুকের ভেতরে জমানো ব্যথাগুলো আজীবন পীড়া দিয়ে যেতো । এখন সে ভারমুক্ত।
এ ভালবাসা হোক চিরন্তন।
বিঃদ্রঃ ছবি গুগল থেকে , আর স্কেচ করা ছবিটি গুগলের মাধ্যমে[link|http://www.somewhereinblog.net/blog/dolchut/29702981|[link|http://www.so" এক জীবনে কতোটা আর নষ্ট হবে, এক মানবী কতোটা আর কষ্ট দেবে। " খোলা চিঠি।mewhereinblog.net/blog/dolchut/29702981|] " এক জীবনে কতোটা আর নষ্ট হবে, এক মানবী কতোটা আর কষ্ট দেবে। " খোলা চিঠি। থেকে।.......... ধন্যবাদ দলছুট শুভ্রকে এবং স্কেচ কার তার প্রেমিকাকে।
৩০ শে মে, ২০১৩ রাত ১:৩০
হ্যাজাক বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা
২| ৩০ শে মে, ২০১৩ রাত ১:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: এ ভালবাসা হোক চিরন্তন।
৩০ শে মে, ২০১৩ রাত ১:৩০
হ্যাজাক বলেছেন: চিরন্তন ভালবাসার প্রতীক্ষায়
৩| ৩০ শে মে, ২০১৩ রাত ১:২৮
রুপম শাহরিয়ার বলেছেন: ভালো লাগল।
৩০ শে মে, ২০১৩ রাত ১:৩০
হ্যাজাক বলেছেন: ভালবাসায় ভাললাগা
৪| ৩০ শে মে, ২০১৩ সকাল ১১:১৩
দলছুট শুভ বলেছেন: স্ক্রেচ করা ছবিটা প্রকাশের পূর্বে অনুমতি নেওয়ার প্রয়োজন কি ছিল ???
ছবিটা আমার প্রেমিকার করা । এবং শুধু মাত্র আমার একটা ব্লগ পোস্ট এবং ফেইসবুকেই এই ছবিটা আছে। এমনকি আমার প্রেমিকার ফেইসবুকেও এই ছবি নেই।
ছবিটা সরিয়ে দিন অথবা ক্রেডিট দিয়ে দিন।
১। পোস্ট লিঙ্ক ঃ " এক জীবনে কতোটা আর নষ্ট হবে, এক মানবী কতোটা আর কষ্ট দেবে। " খোলা চিঠি।
২। ভেবেছিলাম ব্লগারদের মুক্তির আগে ব্লগে আর কমেন্ট করবো না কিংবা পোস্ট দিবো না।
আপনাদের এই অবস্থায় সেটা আর হয়ে উঠেনি।
৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৮
হ্যাজাক বলেছেন: ছবিটার জন্য ৯৫% ক্রেডিট আপনার প্রেমিকাকে, ৪% ক্রেডিট আপনাকে আর ১% ক্রেডিট গুগল মামাকে.......................
আপনার প্রেমিকাকে ঠিক মতো ভালবাসা দিয়েন। ধন্যবাদ।
৫| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো পড়ে।
৩০ শে মে, ২০১৩ দুপুর ১:০০
হ্যাজাক বলেছেন: ধন্যবাদ।
৬| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:৫৪
মায়াবতী নীলকন্ঠি বলেছেন: ভাল্লাগসে.....অনেককককককককককককক
৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪৭
হ্যাজাক বলেছেন: থ্যাংংংংংংংংংংংংকু
৭| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৪৫
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।
৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪৮
হ্যাজাক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ রাত ১:২২
বাংলার হাসান বলেছেন: পড়ে ভাল লাগল।