![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশাল এই জগতটাতে আমি নগন্য । খুজি ফিরি সুন্দর একটি মানুষ, কিছু মানুষ............
তারিখঃ জুন ২৯, ২০১৩
বরাবর,
মাননীয় মন্ত্রী
শিক্ষা মন্ত্রনালয়
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
বিষয়ঃ গ্রামে গ্রামে চুমাচুমি স্কুল নির্মানের আবেদন প্রসঙ্গে।
মাধ্যমঃ মডু, সামহোয়ার ইন ব্লগ
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা সামহোয়ার ইন ব্লগের অনেক লুল প্রেমিক ব্লগারদের মাঝে একজন লুল প্রিয় ব্লগার, যা আপনি আমার ব্লগ পড়িলেই বুঝিতে পারিবেন।নিঃসন্দেহ আমার এই লুল প্রিয়তা জাতির লুল প্রিয়তাকে তরান্বিত করিবার স্বার্থ ছাড়া অন্য কিছু নহে। আমি অদ্য ভোর বেলা নিদ্রা হইতে উঠিয়া আমার প্রিয় লেপু খানা ওপেন করিয়া ফেবুতে লগইন হইয়াই একখানা স্কুলের নাম সম্বলিত সাইনবোর্ড দর্শণ করিলাম। যাহা আমি সহ সকল লুল প্রিয় ব্লগার ও ফেববুকারের লুল সত্তাকে পুনরায় জাগাইয়া তুলিয়াছে বলিয়া আমার বিশ্বাস। আপনার শিক্ষা মন্ত্রনালয়ের তালিকায় উক্ত স্কুলের নাম লিপিবদ্ধ থাকায় আপনিও নিঃশ্চয়ই উক্ত স্কুলের নাম অবগত রহিয়াছেন। যদি নাই থাকেন তাহলে উপরে আপলোডিত ছবি খানা আপনার চশমা সহিত চক্ষু দ্বারা দেখিয়া আবারও অবগত হইবার অনুরোধ করিতেছি।
আপনার অবগতির জন্য জানাইতেছি যে, উক্ত স্কুলের নাম চুমাচুমি সরকারী প্রাথমিক বিদ্যালয়। যাহা স্থাপিত হইয়াছে ১৯৬৬ সাথে কোন এক সময়। এবং উহার অবস্থান জুরাছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
মাননীয় মন্ত্রী, উক্ত চুমাচুমি নাম সম্বলিত সাইনবোর্ড দেখিয়া ফেবু ও ব্লগ পাড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে, যাহা নিশ্চয়ই আপনার সহকর্মী মন্ত্রী মহোদয় ইনু সাহেবের মাধ্যমে আপনি অবগত হইতেও পারেন। উক্ত স্কুলের ভর্তির জন্য কোথায় উক্ত স্কুলের ভর্তি ফরম পাওয়া যায়, ভর্তিতে কত টাকা লাগে, চুমাচুমি শিখার কারিকুলাম কি, অদ্যবদি চুমাচুমিতে স্কুলে সাফল্য কি ইত্যাদি সহ নানা প্রশ্নে উত্তর জানিবার জন্য ফেবু ও ব্লগার পাড়ার লম্বা সিরিয়াল লাগিয়া গিয়াছে।
মাননীয় মন্ত্রী, যেহেতু চুমাচুমি উহা একটি উত্তম কর্ম। সকল নর নারীই উক্ত কর্মে লিপ্ত হয় তাই উক্ত চুমাচুমি কর্মের দেশে ও বিদেশে চাহিদা ব্যাপক।আমেরিকা জিএসপি সুবিধা স্থাগিত করিলেও চুমাচুমি সাবিধা এখনো বাতিল করে নাই এবং চুমাচুমি সুবিধা স্থগিত করিতে পারিবেও না কখনো।ফলে দেশের পাশাপাশি বিদেশেও চুমাচুমি রপ্তানি করিবার সুযোগ রহিয়াছে। কিন্তু উপযুক্ত প্রশিক্ষনের অভাবে সকলে সুন্দর, আনন্দঘন, দীর্ঘস্থায়ী, প্রত্যাশিত চুমাচুমি করিতে পারেনা, ফলে চুমাচুমিতে ঘটে প্রচুর ব্যাঘাত। সম্ভব হচ্ছেনা দেশে বিদেশে রপ্তানী করা। তাই ফেবু , ব্লগপাড়া সহ শহরে গ্রামে গঞ্জে ছাড়াও বিদেশে চুমাচুমি একটি শিল্প হিসেবে রপ্তানী করিবার নিমিত্তে প্রত্যেক পাড়া, মহল্লায়, গ্রামে গঞ্জে একটি করে চুমাচুমি স্কুল প্রতিষ্ঠা করিবার বিনীত নিবেদন জানাচ্ছি। বিশেষ করিয়া, বিশেষ করে অতিশীঘ্র উক্ত চুমাচুমি প্রাথমিক বিদ্যালয়কে থেকে উন্নত করিয়া মাধ্যমিক স্কুল এন্ড কলেজ এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করিবার জোর দাবী জানাচ্ছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, জাতিকে চুমাচুমিতে অভিজ্ঞ করিবার লক্ষে, জাতির ভবিষ্যতকে চুমাচুমি ভবিষ্যতে রূপ দেয়ার লক্ষ্যে, সকল লুলপ্রেমিকদের এ আবেদন যথাসম্ভব দ্রুতসময়ের মধ্যে মন্জুর করিয়া নিতে আপনার মর্জি হয়।
নিবেদক
সকল ব্লগারবৃন্দের পক্ষ্য হইতে
হ্যাজাক
ব্লগার
সামহোয়ার ইন ব্লগ
(ইহা একটি হ্যাজাকের চুমাচুমি ও ফান পোষ্ট)
২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৫
হ্যাজাক বলেছেন: সুপারিশ করিবার জন্য আপনাকে ধন্যবাদ।
২| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৪২
ভিটামিন সি বলেছেন: এক্কেরে খ্রাপ না। আপনার উপরের পোষ্টে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে বর্ণনা দেয়া হয়েছে।
২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৮
হ্যাজাক বলেছেন: আপনেও যে সিরিয়ালে খাড়াইছে তা কিন্তু মন্ত্রী মহোদয় অবগত
৩| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৩
লিঙ্কনহুসাইন বলেছেন: সব গ্রামের স্কুলের নাম যদি চুমাচুমি নাম রাখতে হয় তাহলে আগে গ্রামের নাম চেঞ্জ করতে হবে । কারণ গ্রামের নামের অনুসারেই স্কুলের নাম করন করা হয় । তাই সব গ্রামের নাম তো আর চুমাচুমি রাখা সম্ভব নয় , তাই চুতমারানি নামেও কিছু গ্রামের নাম করণ করা যেতে পারে আর সেই নাম অনুসারে অই গ্রামের স্কুলেরন নাম হবে চুরমারানি সরকারি প্রাথমিক বিদ্যালয় । আর হ্যা চুতমারানি নিয়েও কিন্তু ফেইস বুকে অনেক আলোচনা হয়েছিল এবং হচ্ছে ।
২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫০
হ্যাজাক বলেছেন: ইহা একটি ফান পোস্ট ধরিলে সমস্যা সমাধান
৪| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: স্কুলটা যেহেতু রাঙামাটি - তাই গেস করছি এটা উপজাতিদের স্কুল । চুমাচুমি একটা উপজাতী শব্দ, উপজাতিদের ভাষায় চুমাচুমি শব্দের মানে হল "জ্ঞান সঞ্চ। সো স্কুলের নাম ঠিক ই আছে, এবং চমতকার একটা নাম। শধু আপনার আমার কাছে বেমানান লাগছে, কারণ আমরা উপজাতি না !
আমাদের সমস্যা হল আমরা একটা কিছু পাইলেই সেটা নিয়া লাফালাফি শুরু করি - অনেক সময় না বুঝে লাফালাফি করাটা অনেকটা সার্কাসের মত লাগে!
২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫১
হ্যাজাক বলেছেন: বিস্তারিত জানা আছে ।,,,,,,,,,,
৫| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:১০
মাসুম আহমদ ১৪ বলেছেন: * উপজাতিদের ভাষায় চুমাচুমি শব্দের মানে হল "জ্ঞান সঞ্চয়"
২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫২
হ্যাজাক বলেছেন: তাইতো সব জায়গা ছড়িয়ে দিতে আবেদন করেছি
৬| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৪
শ্রীঘর বলেছেন: পঞ্চগড়ের এক থানার নাম বোদা। জানেন কি ভাইয়া?
আবার এইটা জানেন কি যে তারা ওই নির্দিষ্ট অংগটিকে গুদ বলে।
আমাগো দেশে একটা কথা ব্যাপক প্রচলিত আছে একেক দেশের একেক বাইল রান্দে মুরগা হয় ডাইল
২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫২
হ্যাজাক বলেছেন: হুমমমমমমম।
৭| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪২
আই লাভ ইউ, ম্যান বলেছেন: টাস্কিত
২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫২
হ্যাজাক বলেছেন: ফানিত
৮| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৭
হেডস্যার বলেছেন:
মাসুম আহমদ ১৪ বলেছেন: * উপজাতিদের ভাষায় চুমাচুমি শব্দের মানে হল "জ্ঞান সঞ্চয়"
লেখক বলেছেন: তাইতো সব জায়গা ছড়িয়ে দিতে আবেদন করেছি
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪১
হ্যাজাক বলেছেন: স্যার আপনারে চুমাচুমি হাইস্কুলের হেডস্যার বানাবোর আবেদন করছি।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৪০
মাথাল বলেছেন: মুসাফিদা করে দেয়া হইল। আব্দারখানা বিবেচনা যোগ্য।
---মাথাল
২৯ জুন, ২০১৩