নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাম অজানা

helal islam

helal islam › বিস্তারিত পোস্টঃ

শিশু হত্যার বিচার চাই

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৩

ফেনীর জামায়াতী প্রতিষ্ঠান তানজীমুল উম্মায় ২৮ হাজার টাকা ইনভেষ্ট করে লাশের মুনাফা ভাগে পেল শিশু আরমানের পরিবার। গত ৯ আগষ্ট রবিবার উচ্চ শিক্ষার ধোকাবাজী প্রলোভনে পড়ে ২৮ হাজার টাকার প্রাথমিক খরচ দিয়ে ফেনীর ছাগলনাইয়া থানাস্থ কুহুমা শান্তির বাজারের ১৩ বছরের শিশু আরমানকে জামায়াতী প্রতিষ্ঠান তানজীমুল উম্মায় ভর্তি করায় তার পরিবার। ছেলেটি কওমী মাদ্রাসা থেকে আসায় এই জামায়াতীদের মনে স্বস্থিবোধ হয়নি। তাই মাত্র ৩ দিনের মাথায় ছাদ থেকে লাপ দেয়ার নাটক সাঝিয়ে শিশু আরমানকে খুন করে এই জামায়াতী হায়েনা চক্র। আজ মঙ্গলবার সকাল ৯টায় শিশুটি মারা গেছে বলে তার পরিবারকে জানায়।
আরমান হত্যার পরিকল্পিত হওয়ার পেছনে কিছু যোক্তিকতা:-
যদি মাদ্রাসাটি সত্যি জেলখানা হয় যে,সেখান থেকে কোন ছাত্র বের হতে পারবেনা,তবে ৭ তলা থেকে লাপ দিয়ে আত্নহত্যা করার জন্যে গেইট কেন খোলা থাকবে?
মাত্র তের বছরের বাচ্ছাটির আবার এত ব্যথা কিসের যে, সে আত্নহত্যা করবে?
যদি মা-বাবার মায়ায়/বাড়ি যাওয়ার জন্যে আত্নহত্যা করবে,তবেএর আগেতো এক-দুবার বাড়ীতে যাওয়ার কথাটি/ছুটি ছাওয়ার কথা কারো কছে ব্যক্ত করবে।
এই তানজীমুল উম্মাহর হায়েনাগুলি যদি তাকে খুন না করত,তবে তার মৃ্ত্যুর খবর সাথে সাথে তার পরিবারকে দেয়নি কেন?
মরা বাচ্ছাটিকে চট্টগ্রামে নিয়ে চিকিৎসার নাটক সাঝালো কেন?
সবশেষে মেম্বার৥ চেয়ারম্যানদের ঘুষ দিয়ে প্রশাসনের চোখ আড়ালের ষড়যন্ত্র কেন?

শিশু হত্যা বর্তমান বাংলাদেশের এক ভয়ংকর মহামারী। এতএব এর দায়ীদের কিছতেই ছাড় দেয়া যায়না।
তাই সরকার ও প্রশাসনের প্রতিআমাদের জোর দাবী যে, শিশু আরমান হত্যায় জড়িত জামায়াতী প্রতিষ্ঠান তানজীমুল উম্মাহ ফেনী শাখার নরপশু গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এবং ভবিষ্যতে মায়ের কোলের শিশু লাশে পরিনত হবার হাত থেকে বাচাতে এই খুনের আখড়া তানজীমূল উম্মাহর বিরুদ্ধে ব্যবস্থা নিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.