নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈঞ্চা

লাভ মি লিটিল লাভ মি লং....।

ধৈঞ্চা › বিস্তারিত পোস্টঃ

পাইরেটেড মুভির রিলিজ ভার্সণ যেসকল ফরমেটে পাওয়া যায় আসুন জেনে নেই তার ব্যাখ্যাB-)

২৯ শে মে, ২০১২ বিকাল ৩:০২

আমরা নেট থেকে যে সকল মুভি আমাই তার সবই পাইরেটেড ভার্সণ। ডাউনলোড সোর্স যাই হোক প্রত্যেকটা মুভির নামের শেষে রিলিজের বছর ও লেভেল উল্লেখ থাকে। এই লেভেল দেখে সহজেই মুভির ভিডিও কোয়ালিটি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যায়। যেমন:

The Dictator 2012 TS.XviD

War.Of.The.Dead.2011.DVDRip.XviD

খেয়াল করুন প্রথম মুভিটির নাম "The Dictator", রিলিজ বছর ২০১২, তারপরে যা আছে তা হলো (TS.XviD) রিলিজ লেভেল। দ্বিতীয় মুভির ক্ষেত্রেও DVDRip.XviD হলো War.Of.The.Dead মুভিটির রিলিজ লেভেল।

এ পোষ্টে আমি TS.XviD, DVDRip.XviD এগুলোর মিনিং ব্যাখ্যা করার চেষ্টা করব।



তাহলে প্রথম থেকেই শুরু করা যাক;

১.

টাইপ: Cam

লেভেল: CAMRip, CAM

এই ফরমেটের মুভি মোবাইল ফোন বা ওয়েবক্যাম রেকর্ডার ব্যবহার করে সরাসরি সিনেমা হল থেকে রেকর্ড করা হয়। প্রথম প্রিমিয়ার শো বা প্রিভিউর পর মুভিটি খুব দ্রুত এই ফরমেটে রিলিজ হয়। ভিডিও কোয়ালিটি খুবই খারাপ তবে তা নির্ভর করে মোবাইল ফোন বা ওয়েবক্যাম ক্যামেরার কোয়ালিটির উপর। এই ফরমেটের সবচেয়ে বাজে দিক হলো এর সাউণ্ড কারণ তার সাউণ্ড ক্যামেরার মাইক্রোফোনে ধারণকৃত। যারা রেকর্ড করে তাদের নয়েজ, ব্যাকগ্রাউণ্ড সাউণ্ড ও হলের অন্যান্য শব্দও রেকর্ড হয়ে যায়, এমনকি ক্যামেরার সামনে যদি কোন দর্শক দাড়িয়ে যায় তাও মুভিতে দেখা যায়।



২.

টাইপ: Telesync

লেভেল: TS, TELESYNC, PDVD

খালি (Empty) সিনেমা হলে মুভিটি চালিয়ে প্রফেশনাল ক্যামেরাম্যান দ্বারা রেকর্ড করা হয়। প্রজেকশন বুথ থেকে ক্যামেরা পরিচালনা করা হয়, অডিও জ্যাক সরাসরি সাউণ্ড সিষ্টেমের সাথে সংযোগ দিয়ে সাউণ্ড রেকর্ড করা হয়। CAMRip থেকে সামান্য উন্নতমানের শব্দ ও ভিডিও পাওয়া যায়। PDVD হলো PreDVD, যা এই ফরমেটের হলিউড বা ইণ্ডিয়ান মুভিকে DVD-তে রেকর্ড করা হয়। PDVD-কে অনেকে DVDRip মনে করে ভুল করে থাকে।



৩.

টাইপ: Workprint

লেভেল: WP, WORKPRINT

এটা হলো মুভিটির অসমাপ্ত ভার্সণ যা সরাসরি ষ্টুডিও থেকে তৈরী করা হয়। মুভিটি অসমাপ্ত থাকায় কিছু কিছু ফিচার মিসিং থাকে। কিছু কিছু ভার্সণে অবশ্য টাইম ইনডেক্স মার্কার ও ওয়াটার মার্ক থাকে যা ফাইনাল রিলিজে দেখতে পাওয়া যায়। ভিডিও কোয়ালিটি CAMRip ও TS থেকে কিছুটা ভাল।



৪.

টাইপ: Telecine

লেভেল: TC, TELECINE

মুভিটি হলে রিলিজ হওয়ার পর হল থেকে এক ধরনের মেশিনের মাধ্যমে রিল ফরমেট থেকে ডিজিটাল ফরমেটে কনভার্ট করা হয়। এটাকে টেলিসিন মেশিন বলে। খুব একটা প্রচলিত ফরমেট নয় কারণ টেলিসিন মেশিনের দাম খুব বেশী এবং মুভিটির Size (GB/MB) অনেক বেশী হয়। টেলিসিনের মান DVDRip-এর কাছাকাছি কারণ একই পদ্দতিতে ডিজিটাইলেশন করে DVD তৈরী করা হয়। তবে টেলিসিনের উৎস রিল হওয়াতে ভিডিওর রেজুলেশন ততটা ভাল হয় না।



৫.

টাইপ: Pay-Per-View Rip

লেভেল: PPV, PPVRip

যে সকল নতুন মুভি DVD ফরমেটে রিলিজ হয়নি কিন্তু মান DVD-র সমতুল্য তাদের PPVRip বলা হয়। মুভি নির্মাতাদের সাথে হোটেল মালিকদের চুক্তির ভিত্তিতে খুবই অল্প সংখ্যক কপি রিলিজ করা হয় শুধুমাত্র হোটেল কাষ্টমারদের জন্য।



৬.

টাইপ: Screener

লেভেল: SCR, SCREENER, DVDSCR, BDSCR

এই ফরমেটটি DVDRip-এর ঠিক পূর্বাবস্থা, শুধুমাত্র মুভি রিভিউয়ার, সেন্সর বোর্ডের সদস্য ও নির্বাহী কমিটির সদস্যদের মুভিটি রিভিউর উদ্দেশ্যে এই ফরমেটে রিলিজ করা হয়। এটা হলো মুভির প্রমোশনাল কপি যা ষ্টুডিও থেকে সরাসরি রিলিজ হয় এবং অনেক সময় সাদা-কালোও হয়ে থাকে। পরবর্তীতে কোন এডিটিং / ফরমেটিংয়ের প্রয়োজন হলে এই ফরমেট দেখেইতার সিদ্ধান্ত নেওয়া হয়।



৭.

টাইপ: R5

লেভেল: R5, R5LINE

R5 হলো রিটেইল DVD ফরমেট যা শুধুমাত্র রিজিয়ন-৫ এর জন্য তৈরী করা হয়। ভারতীয় উপমহাদেশ, আফ্রিকা, উত্তর কোরিয়া, রাশিয়া এবং মঙ্গোলিয়ার সমন্বয়ে রিজিয়ন-৫ গঠিত। DVD থেকে ভিডিও কোয়ালিটি সামান্য পার্থক্য হয় কারণ টেলিসিন মেশিন দিয়ে ডিজিটাল করার পর কোন রকম অডিও ও ইমেজ প্রসেসিং ছাড়াই R5-এ রিলিজ করা হয়।



৮.

টাইপ: DVD-Rip

লেভেল: DVDRip

যে কোন মুভির ফাইনাল রিটেইল ভার্সণ হলো DVDRip. খুবই জনপ্রিয় ফরমেট, ভিডিও কোয়ারিটি খুব ভাল হওয়ায় রিলিজের পর পরই পূর্বের অন্যান্য ফরমেটগুলোকে রিপ্লেস করে। সাথে সাথে WS.DVDRip রিলিজ করা হয় যা Widescreen-এর জন্য উপযোগী।



৯.

টাইপ: DVD-R

লেভেল: DVDRip, DVD-Full, Full-Rip, ISO rip, lossless rip, untouched rip, DVD-5/DVD-9

ফাইনাল রিটেইল ভার্সণ যেখানে অরিজিনাল DVD-তে মুভিটির সম্পূর্ণ কপি অরিজিনাল অবস্থায় রিলিজ করা হয়। এই ফরমেটকে বেশ কয়েকটি নামে ডাকা হয়। DVD-Rrip-সাইজে অনেক বড় হয় যা সাধারণত ৪.৩৭ থেকে ৭.৯৫ গিগা পর্যন্ত হয়ে থাকে। Lossless rip অথবা untouched rip হলো খুবই রেষ্ট্রিকটেড, কোন পরিবর্তন ছাড়াই অবিকৃত অবস্থায় মুভিটি পাওয়া যায় যেখানে কোন ফিচারই বাদ দেওয়া হয় না বা এডিটিং করা হয় না। তবে সেন্সর বোর্ড থেকে বাদ পড়া অংশ এখানে থাকে না। কপিরাইট ওয়ার্নিং ও মুভি প্রিভিউ এই ভার্সণে বাদ দেওয়া হয়।



১০.

টাইপ: HDTV or DS Rip

লেভেল: TVRip, DSR, PDTV, HDTV, DVBRip, DTHRip

অরিজিনাল সোর্স থেকে TVRip ক্যাপচার করা হয় হাই-কোয়ালিটি এনালগ ক্যাপচার কার্ড দিয়ে। ডিজিটাল স্যাটেলাইট রিপ (DSR) নন-ষ্ট্যাণ্ডার্ড ডিজিটাল ক্যাপচার কার্ড দিয়ে স্যাটেলাইট সোর্স থেকে ক্যাপচার করা হয়। HDTV অথবা PDTV অথবা DTHRip (ডাইরেক্ট-টু-হোম)- HD-টিভির জন্য বিশেষ ভাবে Air transmissions-এর মাধ্যমে ক্যাপচার করা হয় যা DVDRip থেকেও উন্নত মানের ভিডিও নিশ্চিত করে। বর্তমানে এই ফরমেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।



১১.

টাইপ: VODRip

লেভেল: VODRip, VODR

লেভেল থেকেই বুঝা যাচ্ছে এই ফরমেটের ভিডিও কোয়ালিটি কন্ট্রোল করা হয় Video-On-Demand (VOD) সার্ভিসের জন্য। ক্যাবল সার্ভিস ও স্যাটেলাইট টিভি সার্ভিসের জন্য এই ফরমেট শুধুমাত্র চাহিদার ভিত্তিতে রিলিজ করা হয়। অনলাইনে Video-On-Demand সার্ভিসের ভিত্তিতে কম্পিউটারে বিশেষ ধরনের এডিটিং সফটওয়্যার ব্যবহার করে ভিটিওটির অরজিনাল এড্রেস থেকে উচ্চ গতির ইন্টারনেট দিয়ে VODRip হিসাবে ডাউনলোড করা হয় যার ভিডিও কোয়ালিটি এক কথায় অসাধারণ।



১২.

টাইপ: BD/BR Rip

লেভেল: BDRip, BRRip, Blu-Ray / BluRay, BDR, BD5/BD9

সোর্স DVDRip-এর মতই তবে রেকর্ড করা হয় Blu-Ray ডিস্কে। অরজিনাল সোর্স থেকে ভাল এনকোডিং মেটেরিয়াল ব্যবহার করা হয় বলে ভিডিওর মান বহুগুন বেড়ে যায়। এই ফরমেটে ভিডিওর মান কাছাকাছি রেখে অনেকগুলো ভার্সণে রিলিজ হতে দেখা যায়।

যেমন m-720p যা 720p-এর কম্প্রেসড ভার্সণ, Size: ২-৩ গিগা। 720p যার Size: ৪-৭ গিগা (মূলত BDRip-এর জন্য সবচেয়ে কমন)

m-1080p যা 720p থেকে সামান্য বড়, Size: ৭-৮ গিগা এবং

1080p যার Size হয়ে থাকে ৮-৪০ গিগা এমনকি ক্ষেত্র বিশেষে ৬০ গিগা পর্যন্ত হতে পারে।

মন্তব্য ৩৩ টি রেটিং +২২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১২ বিকাল ৩:২৪

সাহিদ০৬ বলেছেন: েন ভাই মন্তব্য দিলাম

২৯ শে মে, ২০১২ বিকাল ৩:৪২

ধৈঞ্চা বলেছেন: ধন্যবাদ

২| ২৯ শে মে, ২০১২ বিকাল ৩:২৫

বাদ দেন বলেছেন: জ্ঞানের ধাক্কায় আর মন্তব্য করা যাইতেছে না

২৯ শে মে, ২০১২ বিকাল ৩:৩৮

ধৈঞ্চা বলেছেন:
চেষ্টা করেছি যেন খুব সহজ ভাবে লেখা যায়, কিছু কিছু কমন ইংরেজী শব্দের কোন পরিবর্তন না করে ইংরেজীতেই দিয়েছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ২৯ শে মে, ২০১২ বিকাল ৩:২৯

ডিগবাজি বলেছেন: ভাল কিছু জানলাম

২৯ শে মে, ২০১২ বিকাল ৩:৪৩

ধৈঞ্চা বলেছেন:
আপনাকে কিছু একটা জানাতে পেরে ভাল লাগল

৪| ২৯ শে মে, ২০১২ বিকাল ৩:৩৩

মোঃমোজাম হক বলেছেন: কাজের পোষ্ট তাই অনেক ধন্যবাদ।

আমি শুধু মন্তব্যই নয় একেবারে প্রিয়তে তুলে রাখলাম :)

২৯ শে মে, ২০১২ বিকাল ৩:৪৭

ধৈঞ্চা বলেছেন:
ব্লগে আমি পোষ্ট দেওয়ার থেকে মন্তব্যই করি বেশী। আমার পূর্বের পোষ্টগুলো সমসাময়িক ঘটনার উপর লেখা যা কারো প্রিয় তালিকায় স্থান পাওয়ার যোগ্য নয়।
আপনিই মনে হয় প্রথম ব্যক্তি যে আমার কোন পোষ্ট প্রিয়তে রাখলেন

অসংখ্য ধন্যবাদ

৫| ২৯ শে মে, ২০১২ বিকাল ৩:৩৬

দৌড়ের উপর বলেছেন: ধইঞ্চাকে ধন্যবাদ এত কষ্ট করে এত কিছুর বর্ণনা বেপক আকারে লেখার জন্য। আগেও কিছুটা জানতাম এখন আর ভালমত শিখতে পারলাম। পোস্টে...+++++

২৯ শে মে, ২০১২ বিকাল ৩:৪১

ধৈঞ্চা বলেছেন:
পোষ্টে পড়ার জন্য ধন্যবাদ
টেকনিক্যাল বিষয়গুলোকে যতটা পারি সহজ করে লেখার চেষ্টা করেছি।

৬| ২৯ শে মে, ২০১২ বিকাল ৩:৪১

লিংকন১১৫ বলেছেন: ধন্যবা


পিলাচ ++

২৯ শে মে, ২০১২ বিকাল ৩:৪৮

ধৈঞ্চা বলেছেন: মন্তব্যর জন্য আপনাকেও ধন্যবাদ

৭| ২৯ শে মে, ২০১২ বিকাল ৪:০৪

প্রশান্ত মন বলেছেন: ধইন্না......।।

২৯ শে মে, ২০১২ বিকাল ৪:০৯

ধৈঞ্চা বলেছেন: আপনার নিকটা সুন্দর, মন্তব্যের জন্য দন্যবাদ

৮| ২৯ শে মে, ২০১২ বিকাল ৪:০৯

েরজা , বলেছেন:
আমিও প্রিয়তে নিলাম ।

২৯ শে মে, ২০১২ বিকাল ৪:১৪

ধৈঞ্চা বলেছেন: ধন্যবাদ
রেজা ভাই আপনাদের উৎসাহ পেলে চেষ্টা করব ব্লগে কিছু কিছু টেকি পোষ্ট দিতে।
আমি অনেক কিছুর বিশেষ করে টেকনিক্যাল বিষয়গুলোর সমাধান ব্লগ থেকে পেয়ে থাকি। তাই নিজেও অন্যের জন্য কিছু করতে চেষ্টা করি।

৯| ২৯ শে মে, ২০১২ বিকাল ৫:০৩

ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: আগেই জানা পোস্ট এ প্লাস :)

২৯ শে মে, ২০১২ রাত ৮:২৩

ধৈঞ্চা বলেছেন: A+!!!!! ধন্যবাদ

১০| ২৯ শে মে, ২০১২ বিকাল ৫:৩০

নীরব দর্শক বলেছেন:
জানলাম

২৯ শে মে, ২০১২ রাত ৮:২২

ধৈঞ্চা বলেছেন: ধন্যবাদ

১১| ২৯ শে মে, ২০১২ বিকাল ৫:৩৬

শব্দহীন জোছনা বলেছেন:
সুন্দর পোস্ট...

আপাতত প্রিয়তে ...


++++++++++

২৯ শে মে, ২০১২ রাত ৮:২২

ধৈঞ্চা বলেছেন: প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ

১২| ২৯ শে মে, ২০১২ রাত ৮:২৪

জালিস মাহমুদ বলেছেন: ভালা পাইলাম !:#P !:#P !:#P

১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০২

ধৈঞ্চা বলেছেন: ধন্যবাদ

১৩| ২৯ শে মে, ২০১২ রাত ৮:৩৭

আমি তুমি আমরা বলেছেন: ভাল কিছু জানলাম

১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০১

ধৈঞ্চা বলেছেন:
আশা করি এখন যে কোন মুভি দেখার আগে ভিডিও কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা পাবেন।

১৪| ১২ ই জুন, ২০১২ দুপুর ১:২৪

chai বলেছেন: প্রিয়তে ... ++++

১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০০

ধৈঞ্চা বলেছেন: ধন্যবাদ

১৫| ১২ ই জুন, ২০১২ বিকাল ৫:৩৫

সবুজ ভীমরুল বলেছেন: বেশ তথ্য বহুল পোস্ট!!

+++++++

১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০০

ধৈঞ্চা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

১৬| ১২ ই জুন, ২০১২ রাত ৯:২০

ফ্রিঞ্জ বলেছেন: বেশিরভাগ জানতাম... নতুন কয়েকটা শিখলাম। এখন BRRIP ছাড়া নামাইনা তাই ppv telecine pdtv এগুলা কি জিনিস আগে জানার চেষ্টা করিনাই।
কম্পাইলেশন এর জন্য ধন্যবাদ। টেকি পোস্ট চালায়া যান।

১৭| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:১৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এখন ব্লুরে ছাড়া আর কথা নাই।

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:০০

ধৈঞ্চা বলেছেন: বাংলাদেশের নেট স্পিড দিয়া ব্লুরে নামানো আর ডিঙ্গি নৌকায় সাগর পাড়ি দেওয়া সমান কথা। তবে সরাসরি ব্লুরে কিনে বড় স্ক্রীনে দেখার মজাই অন্যরকম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.