![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়াবতী, এ্যাই মায়াবতী, দেখ কি কান্ড! তোমাকে নিয়ে লিখতে বসলাম। অবশ্য তুমি না, তোমার ছায়া, মায়াবতী। আমার কল্পনাও যে এর সাথে মিশে যাচ্ছে.... ক্ষমা চেয়ে রাখলাম তোমার কাছে।
তুমি যে আমার কত বড় বন্ধু ছিলে মায়াবতী তা কি করে তোমাকে বোঝাই? বলতো?
তুমি তো বই পড়ে জান না, তোমার জানা স্বতঃস্ফূর্ত। তুমি তো আমার মত সমালোচক নও, মায়াবতী। তুমি নিজেকে ভালোবাসতে। হ্যাঁ, অবশ্য তুমি সবাইকে ভালোবাসতে। আমাকেও। তাইতো তোমার কাছ থেকে সরে এলাম! তুমি যে একই সাথে আমাকে স্নেহও করতে.... অবশ্য থাক..... তুমি সবাইকে ভালোবাসতে... কি আশ্চর্য সবাইও তোমাকে ভালোবাসত! আশ্চর্যের কিছু নেই, তাই না? তুমি আমার বন্ধুর মত ছিলে.... ছিলে না? তবু তোমার কাছ থেকে আমি সরে এলাম।
তুমি তোমার মা, বাবা,ভাই বোন, বন্ধু-বান্ধব সবাইকে ভালোবেসেছ, আমাকেও। কিন্তু ভুল তো ওখানেই করলে। আমি কি বিশ্বাস করি জানো মায়াবতী? আমি বিশ্বাস করি যুক্তিহীন সবকিছুই খুব ঠুনকো। তুমি এ কথা শুনে কষ্ট পেলে। আজব! অথচ কষ্টের কি ছিল এতে মায়াবতী? তুমি তো নদীর সেই স্রোতের মত, যে তার জাল বিস্তার করে রাখে পৃথিবীময়। তুমি তোমার গোটা জগতটাকে তোমার জালে আটকে ফেলেছ মায়াবতী। তুমি তোমার ভালবাসার মানুষদের গন্ডীবদ্ধ করে ফেলেছ। তারা তোমার মায়ায় পড়ে গোটা জগতকে ভুলে যায়, মায়াবতী।
আমিও তো পরনির্ভরশীল হয়ে পড়ছিলাম...ক্রমাগত। তাই তোমাকে ছেড়ে এলাম। খুব কষ্ট হল তবু তোমার মায়া থেকে এই আমি বেরিয়ে এলাম। আমি জানি মায়াবতী তুমি কষ্ট পাবে। কিন্তু এও জানি তোমার কোন কষ্টই বেশিদিন স্থায়ী হয় না। তোমার তো ভালবাসা বিলানোতেই স্বার্থকতা.... আমার পাওয়াতে। এই আমি যদি ভালবাসা পেয়েও হারাই তবে আমার কষ্টের যে অন্ত থাকবে না,মায়াবতী।
তুমি তোমার মায়াবী চোখ,স্নেহ,ভালবাসা, মধুর কথার জালে আর আমাকে আটকে ফেলতে চেয়ো না। বাইরে কি বিশাল পৃথিবী, মায়াবতী। তোমার ছায়ায় যাদের রেখেছ তারা তো ধন্য। তারা আর কিছু যে চায় না। কিন্তু আমি চাই। চাই জগতটাকে জানতে। আমার মত করে জানতে। তোমার আঁচলের ছায়ায় বসে থাকলে তা কি করে হবে বল? তাই বেরিয়ে এলাম। এই পৃথিবীর প্রখর রৌদ্রে, জ্বলন্ত সূর্যের নিচে।
তুমি থাক মায়াবতী। তুমি ভালো থাক। আমাকে আর পিছু ডেক না। ভালবাসা না পাওয়াও আমার সইবে। পেয়ে হারানো সইবে না। তার চেয়ে বরং তুমি তোমার ভালবাসায় তাদের ধন্য কর যারা তোমাকে ভালবাসে। আমি থাকব না মায়াবতী। কোন মায়া কোন মোহের জালে আটকে আমি আমার ক্ষুদ্র জীবনটাকে বৃথা হতে দেব না।
তবু আমার তোমার জন্য কষ্ট হচ্ছে.....
আরো কষ্ট হবার আগে তুমি যাও মায়াবতী.......
তুমি চলে যাও,
চলে যাও।
(যাকে মনে করে এই লেখা আশা করি সে কোনদিন এটা পড়বে না....... অথবা পড়লেও বুঝবে না। যদি বোঝে তবে মায়াবতীর কাছে আমি ক্ষমা প্রার্থনা করে রাখলাম।)
২| ৩০ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:৫০
মাহবুবা আখতার বলেছেন: ভালো আছি,মজনু (!)। আপনি ভালো? আমি আশা করি লোকটি/মেয়েটি লেখাটা পড়বে না।
৩| ৩০ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:৫৪
আন্ধার রাত বলেছেন: আমিই সেই মায়াবতী।
৪| ৩০ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:২৩
মিসকল বলেছেন: আমার কিন্তু মায়ার মধ্যেই বেঁচে আছি, একে কখনো ত্যাগ করা যায় না। যায় কি?
৫| ৩০ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:২০
সারওয়ারচৌধুরী বলেছেন: 'তুমি তোমার মায়াবী চোখ,স্নেহ,ভালবাসা, মধুর কথার জালে আর আমাকে আটকে ফেলতে চেয়ো না। বাইরে কি বিশাল পৃথিবী, মায়াবতী। তোমার ছায়ায় যাদের রেখেছ তারা তো ধন্য। তারা আর কিছু যে চায় না। কিন্তু আমি চাই। চাই জগতটাকে জানতে। আমার মত করে জানতে। তোমার আঁচলের ছায়ায় বসে থাকলে তা কি করে হবে বল? তাই বেরিয়ে এলাম। এই পৃথিবীর প্রখর রৌদ্রে, জ্বলন্ত সূর্যের নিচে।'
আমার মনের কথাগুলো বলে ফেললেন!
..............৫
৬| ৩০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:১৯
সন্ধ্যাবাতি বলেছেন: সবার গল্প একই রকম নাকি! মায়াবতী তো, নাকি মায়াবান? পজেসিভ ভালোবাসা... নিজের করে পেলে ভালো বেশি না খারাপ বেশি, সেই হিসাব আমার এখনও মিললো না!
৭| ৩০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:৩০
মৃন্ময় আহমেদ বলেছেন: কিছু পুরোনো গান
কিছু পুরোনো ছবির অ্যালবাম
এসবই আমার সাথী হয়ে রয়
কাকডাকা ভোরে যখন সূর্য ঢুকে ঘরে
কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়
আমার সত্ত্বা বড়ো আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয় মৃত্যুই কি শ্রেয় নয়
আমি রয়েছি তোমার অপেক্ষায়....
৮| ৩০ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫
বঙ্গাব্দ বলেছেন: মাহবুবা,মন কী বেশি খারাপ ? কয়েক দিন থেকেই খেয়াল করছি......................................
আগের সেই হাসিখুশি লেখা নিয়ে হাসিখুশি মাহবুবা ব্লগে ফিরে আসুক।
৯| ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ২:২০
মৈথুনানন্দ বলেছেন: এতদিন কোথায় ছিলে? আমার সন্দেহ হচ্ছে মাহবুবা তোমার ছদ্মনাম??
১০| ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ২:২২
মাহবুবা আখতার বলেছেন: আন্ধার রাত, তাহলে আপনার নিকটা চেঞ্জ করে মায়াবতী রাখুন!
মিসকল, জীবনের জন্য বেশি মায়া বোধহয় ভালো না...(ইদানিং দার্শনিক হয়ে যাচ্ছি....হি হি হি)
সারওয়ারচৌধুরী, ধন্যবাদ।
সন্ধ্যাবাতি, মায়াবতী, মায়াবতীই; মায়াবান না! হিসাব যত তাড়াতাড়ি মিলানো যায় ততই ভালো।
মৃন্ময় আহমেদ,সুন্দর লিখেছেন।
বঙ্গাব্দ, মাহবুবার মনটা মোটামুটি মাঝে মাঝেই খারাপ থাকে। খেয়াল করছেন,তাও কয়েকদিন থেকে-এজন্য ধন্যবাদ (কেউ আমাকে সহজে খেয়াল করে না তো....)। হাসিখুশির অপেক্ষায় থাকলে তো আর ফেরা নাও হতে পারে.....
সবাইকে ধন্যবাদ।
১১| ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ২:২৭
সারওয়ারচৌধুরী বলেছেন: @মাহবুবা+সন্ধ্যাবাতি, হিসাব না-মিলার মধ্যেও এক প্রকারের আনন্দ আছে!
১২| ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ২:২৮
মাহবুবা আখতার বলেছেন: মৈথুনানন্দ, কার সাথে কথা বলছেন? আমার সাথে? কনফিউজড করে দিলেন....
১৩| ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ২:২৯
মৃন্ময় আহমেদ বলেছেন: আমি শুধু লিখেছি কিন্তু ইহার সত্ত্ব আমার নাই। এইটা পেপার রাইমের 'নিকষ কালো' গানের কিছু অংশ।
১৪| ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ২:৩৩
মাহবুবা আখতার বলেছেন: সারওয়ারচৌধুরী, কি জানি..... হতেও পারে। আমার আবার রহস্য জিনিসটা খুব পছন্দ,কেবলমাত্র যদি তা সলভ করা যায়!
১৫| ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ২:৩৫
মাহবুবা আখতার বলেছেন: মৃন্ময় আহমেদ, যারই হোক। কয়েক মুহূর্তের জন্য ওটার সত্ত্ব আপনার!
১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৬
মৈথুনানন্দ বলেছেন: আমি বলতে চেয়েছি এরকম আবেগ-ঋদ্ধ লেখা আমার বেশ লাগে। এতদিনকার পুরোনো অভ্যাস যাবে কোথায়। আর বলেছি তুমি এতদিন কোথায় ঘাপ্টি মেরে ছিলে বোনটি! আরো আগে শুরু করতে পারতে মাবুমণি...।
১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৫১
সারওয়ারচৌধুরী বলেছেন: @মাহবুবা, সলভ হোক না হোক, রহস্যের ভেতরে ডুবে থাকতে আমার ভালো লাগে। রহস্যময়তা খুব গুরুত্বপূর্ণও। দেখেন না আল্লাহ নিজেকে রহস্যাবৃত করে রেখেছেন।
১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৫৪
সুমি বলেছেন: অদৃশ্য কোন টানে সে পড়বে এই লেখা------
পাঁচ
১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১৯
কালপুরুষ বলেছেন: মাহবুবা,
এখন বাংলাদেশ সময় রাত ১:২২। এতো রাতে এতো বড় লেখা মনোযোগ দিয়ে পড়তে পারবো না। কালকে পড়বো, তারপর মন্তব্য করবো। দুঃখিত।
২০| ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৫
মাহবুবা আখতার বলেছেন: মৈথুনানন্দ, আমাকে রীতিমত লজ্জায় ফেলে দিলেন! লেখালেখি আমার ততটা ভালো লাগে না.... আর আলসেমীও লাগে। তবে এত প্রশংসা করলে....
সুমি, চিন্তায় ফেলে দিলেন... সত্যিই পড়বে?
কালপুরুষ, যখন খুশি পড়েন। তাও তো পড়বেন!! পড়বেন না বললে অবশ্য দুঃখ পেতাম (হা হা হা)
২১| ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৭
কালপুরুষ বলেছেন: "তবু আমার তোমার জন্য কষ্ট হচ্ছে.....
আরো কষ্ট হবার আগে তুমি যাও মায়াবতী....
তুমি চলে যাও,
চলে যাও"।
এমন করে বলছো কেন, "যাও"-
আমি গেলে একা একা কষ্ট নিজেই পাও।
তবু তুমি বলবে আমায়, "যাও"?
গেলাম না হয় তোমায় ছেড়ে- দূরে আরো বহু দূরে;
লিখবে নাতো চিঠিতে আবার, "মনটা আমার খুবই খারাপ,
তোমার জন্য যাচ্ছি আমি পুড়ে"।
আমার জন্য কষ্ট তোমার হতেই পারে,
কষ্টটা কী একা তোমার? জানতে ইচ্ছে করে।
মায়াবতীর পাষাণ হৃদয়, কষ্ট কী আর ধরে?
মন নেই তবু দু'চোখে তার অশ্রু কেন ঝরে?
মায়াবতী'র পক্ষ থেকে মন্তব্য।
২২| ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৮
মাহবুবা আখতার বলেছেন: বাপ রে! কালপুরুষ, মায়াবতী অবশ্যই আমাকে ছাড়াও বেশ ভালোই থাকবে। এটা নিশ্চিৎ। তবে আপনার কবিতাটা ভালো হয়েছে।
২৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪০
মায়াজাল বলেছেন: মাহবুবা আমি লেখাটি দেখলাম।জানি না তুমি এটি কোন মায়া কে নিয়ে লিখেছো।কিন্তু তোমার এই মায়াবতীর সাথে আমি মায়ার কোথায় যেন একটা মিল পেলাম...আমাকে নিয়া লিখো নাইতো?হি হি হি...ভালো লেগেছে তোমার লিখাটি...৫
২৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪২
আরণ্যক যাযাবর বলেছেন: যেইখানেই দেখিবে মেয়ে নিক
সেখানেই পাইবে তুমি তাহাকে।
২৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:২৭
মাহবুবা আখতার বলেছেন: মায়াজাল, ধরুন আপনাকে নিয়েই লেখা!
আরণ্যক যাযাবর, লেখার সাথে অসঙ্গতিশীল মন্তব্য করেছেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:৪৪
মজনু বলেছেন: সাবধানি ব্লগিং! আপনি ভালো আছেন? আশাকরি আপনার লোক লেখাটি পড়বে। ভালো থাকুন।