![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিসিএস প্রস্তুতিতে কয়েকজন মিলে গ্রুপ-স্টাডি করা নিখুঁত প্রস্তুতি গ্রহণের জন্য যেমন সহায়ক ভূমিকা পালন করে, তেমনি পরীক্ষার্থীর প্রস্তুতির বারটা বাজিয়ে দিতে পারে।
গ্রুপ-স্টাডির ৩টি জাদুকরী উপকারিতাঃ
কঠিন শৃঙ্খলা ও সঠিক পরিকল্পনা করে গ্রুপ-স্টাডি করলে যে ৩টি ক্ষেত্রে পরীক্ষার্থীর বিস্ময়কর উন্নতি লক্ষ্য করা যায় তা হলোঃ
১। তথ্য বিভ্রাটের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যায়ঃ
বাজারের সকল ধরণের বিসিএস প্রস্তুতি সহায়ক বইগুলোতেই অজস্র ভুল ও অসম্পূর্ন তথ্য পরিবেশন করা হয়। এই ধরণের তথ্য-বিভ্রান্তি ঘটে থাকে প্রকাশনী গুলোর দ্রুত সময়ে অধিক মুনাফা লাভের তাড়না জনিত কারণে ।
বেশীরভাগ বিসিএস বই প্রকাশনী গুলোরই যোগ্য ও দক্ষ সম্পাদনা পর্ষদ নেই। তাই নিন্ম মানের স্টাফ দিয়ে তথ্য সংকলনের কাজটি হয়ে থাকে। পরীক্ষার্থীরা সপ্তাহে কয়েকদিন গ্রুপে প্রস্তুতি নিলে এই ভুল তথ্যগুলো শুধরানো যায়। ফলে শুদ্ধ উত্তরের জন্য প্রাপ্ত নম্বর বেড়ে যায়। তবে এর জন্য অন্তত দুইটি প্রকাশনীর বই পড়তে হবে। গণিত, বিজ্ঞান ও ইংরেজির জন্য মাধ্যমিকের টেক্সট বইয়ের তথ্যকে প্রাধান্য দিতে হবে। জেনারেল নলেজের তথ্যের জন্য ইন্টারনেটে সরকারি ওয়েবসাইট ও সংস্থাগুলোর নিজস্ব ওয়েবসাইটে দেওয়া তথ্য ও পরিসংখ্যানের সাহায্য নিতে হবে।
২। নিজে পড়ার চেয়ে অন্য জনের কাছ থেকে শুনলে তথ্য দীর্ঘদিন মনে থাকে। গ্রুপ-স্টাডির ফলে ব্যয়কৃত সময়ের কার্যকর আউট-কাম বেশী হয়। ফলে অল্প পাঠে বেশী লাভ হয়।
৩। গ্রুপ-স্টাডি প্রস্তুতিতে গতি সঞ্চার করে এবং পরীক্ষার্থীর পাঠের একঘেয়েমী দূর করে মোটিভেটর হিসেবে কাজ করে।
গ্রুপ-স্টাডির ২টি ভয়ংকর দিকঃ
১। সময়ের অপচয় বৃদ্ধি পায়ঃ
গ্রুপ-মেম্বাররা সিরিয়াস না হলে ও হোম-টাস্ক ওরিয়েন্টেড পাঠ পরিকল্পনা না থাকলে গ্রুপ-স্টাডি সেলফ-স্টাডির চেয়ে বেশী সময়ের অপচয় করে।
২। গ্রুপে খুব ভালো মডারেটর না থাকলে এবং গ্রুপে কোন বাঁচাল- অলস মেম্বার থাকলে প্রস্তুতির চেয়ে আড্ডাই বেশী হয়। ফলে প্রস্তুতির মুল্যবান সময় নষ্ট হয় এবং তা উপকারের চেয়ে ক্ষতি করে ৩ গুন বেশী।
গ্রুপে খুব ভালো একজন গ্রুপ-লিডার থাকা জরুরি। গ্রুপ-মেম্বাররা নিজেদের স্বার্থেই গ্রুপ লিডারের শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা মেনে চলতে হবে। তাহলেই গ্রুপ-স্টাডি থেকে প্রত্যাশিত জাদুকরী সুফল লাভ করা যাবে।
আপনাদের প্রস্তুতি সাফল্যমণ্ডিত হউক। ধন্যবাদ।
নিচের লিঙ্কে ক্লিক করে আরও যা পড়তে পারেনঃ
• বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতির ১০টি এক্সক্লুসিভ এবং কার্যকর টিপস
২| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: আমি গ্রুপ স্টাডির পক্ষে । সঠিক ভাবে ওটা করতে সাফল্য সুনিশ্চিত । কয়েক জনের চিন্তা ভাবানা কৌশলের সমন্বয় দারুন কার্য করি হতে পারে । একা সেটা কোন ভাবেই সম্ভব নয় । আর কথা আছেনা ইউনিটি ইজ স্ট্রেংথ ।
২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩২
মো. জাহিদ হাসান বলেছেন: Yes, unity is needed. Thank you.
৩| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি আর আমার ফ্রেন্ডরা ক্লাস, হাটাচলা, লাঞ্চ, ডিনার, পড়ার টাইম, সারাদিন গ্রুপ স্টাডি করি।
২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৪
মো. জাহিদ হাসান বলেছেন: Good! Carry on.
৪| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ১০:১৯
হামিদ আহসান বলেছেন: গ্রুপ স্টাডি সত্যিই খুব কার্যকর .....
৫| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৬
মো. জাহিদ হাসান বলেছেন: Thanks! Yes, there is no short-cut way of success.
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪০
মশিকুর বলেছেন:


কঠোর পরিশ্রম আর রেগুলারিটি ম্যানটেন না করতে পারলে বিসিএসের নাম উচ্চারন করা আর সময় নষ্ট করা একই কথা। আপনি ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই বলেন না কেন এটাই আসলে শেষকথা।
তথ্য বিভ্রাট আসলে নতুনদের জন্য। যারা অন্তত একবার পরিক্ষা দিয়ে ফেলেছেন তাদের তথ্য বিভ্রাট সাধারনত ঘটে না। তারপরও বিভ্রান্তিকর সমস্যার সমাধান নেটে পাওয়া যায়। ১০ মিনিট সময় নিয়ে গুগল করলেই সঠিক তথ্য বের করে নিতে পারে যে কেউ। আর তানা করতে পারলে তার ক্যাডার হওয়ার যোগ্যতা কতটুকু তাও আসলে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার।
বাকি ২ টা উপকারিতা ওকে। কিন্তু বেশির ভাগের জন্য গ্রুপ স্টাডি না... কারন আপনার ২ টা ভয়ঙ্কর দিক
ঘুরে ফিরে কথা একটাই< কঠোর পরিশ্রম আর রেগুলার স্টাডি
শুভকামনা।