নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমরান হোসেন হিমেল

Freelance tutorial maker and graphic designer

ইমরান হোসেন হিমেল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ফ্রিল্যান্সিং -এর বর্তমান অবস্থা নিয়ে কিছূ কথা

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২১

একটা সময় ছিলো যখন ফ্রিল্যান্সিংকে পোশাক শিল্পের পর বাংলাদেশের দ্বিতিয় স্থানে চিন্তা করা হতো। কিন্তু এখন আর তা হয় না পূর্বের সেই ভাবনাটি এখন আমাদের জন্যে অনেক দূরবর্তি পথ। তার কারণ ইন্ডিয়া বাংলাদেশের না জেনে না বুঝে বিড করা, ভালো ইংরেজি না জানা, একই সাথে কাজের দক্ষতার অভাবের কারণে। আমাদের সর্ম্পকে বায়ারদের অনেক নেগেটিভ ধারনা তৈরী হয়েছে একই সাথে যদি কোন বায়ারের সল্প রেটে কাজ করাতে হয় সে হোক 0.50$ এর, বায়াররা নিশ্চিত থাকেন যে এটা বাংলাদেশী ফ্রিল্যান্সারকে দিয়েই করানো সম্ভব। আমাদের এই ঘন্ডি থেকে বের হয়ে আসতে হবে। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ প্লিজ মার্কেট নষ্ট করবেন না, আমাদের সুনাম ক্ষু্ন্ন করবেন না। হুট করেই ফ্রিল্যান্সার হওয়া চিন্ত ভাবনা না করে দীর্ঘ সময় নিন, মার্কেট প্লেস দেখুন, নতুনরা যাঁরা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান, তারা কাজ শিখে বাংলাদেশে অফ লাইনে কাজ করে পাকাপক্ত অভিজ্ঞতা অর্জন করুন এবং তার পর অনলাইনে আসুন। তাছাড়া কাজ শেখার জন্যে অনলাইনে অনেক টিউটোরিয়াল রয়েছে ইউটিবে টিউটোরিয়াল গুলো দেখতে পারেন তবে আমার দেখা ভালো কোন বাংলা টিউটোয়াল পাইনি, যদিও দুই একটা থেকে থাকে সেগুলো অগুছানো এবং অনেক মুল্যবান বিষয় সেখানে নেই। অপনি যদি শখের বসত কাজ শিখতে চান তাহলে র্নিদ্বিদ্ধায় দেখতে পারেন এলোমেলো ভাবে হলেও কিছু শিখা যাবে। আর যদি প্রফেশনালি কাজ করতে চান শুদু কাজ করাই নয়, ফ্রিল্যান্সার হওয়া ও নয়, আপনি যদি একজন সফল ফটো এডিটর, এনিমেটর এবং ডিজাইনর হতে চান তাহলে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার মাথাতে শুরু থেকেই আপনি যা সেট করবেন তাই সেট হবে। আপনি যদি শিখেন একটি ডিজাইন কিভাবে করতে হয়, তাহলে পরবর্তীতে আপনি যখন ঐ ডিজাইনটি দেখে একটি ডিজাইন নিজে করতে যাবেন তখন সব ডিজাইন একই রকমের হবে, আপনি যদি চান ভিন্ন আইডিয়া দিয়ে ভিন্ন ডিজাইন করতে, তাহলে কাজটি ভালোভাবে সম্পূর্ণ করতে পারবেন না এবং কোয়ালিটি সম্পূর্ণ হবে না। তাই নির্দিষ্ট কয়েকটি ডিজাইন না শিখে পুরে সফটওয়্যারটির কাজ ভালোভাবে শিখুন যাতে নিজের ইচ্ছে মতো যে কোন কিছু আপনি ডিজাইন করতে পারেন। সো; না বুঝে মুখস্থ করার চেয়ে না করাই ভালো কারণ মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করে।
ইমরান হোসেন হিমেল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.