নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

রাজাকার মীর কাসেমের উত্তরসুরী হেফাজতে ইসলাম জামাতেরই অঙ্গ সংগঠন , লাইন বাই লাইন এভিডেন্স এবং রেফারেন্স সহ . . .

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

"হেফাজতে ইসলাম" নাকি যুদ্ধাপরাধীদের বিচার চায়, তাদের একমাত্র সমস্যা নাকি নাস্তিকরা . .

লক্ষ্য করুণ, বন্ধুরা একটু লক্ষ্য করুণ

যুদ্ধাপরাধীদের পুনর্বাসনে প্রচুর টাকা ঢালা একটি এনজিও হচ্ছে রাবেতা আল ইসলামী যার কান্ট্রি হেড ছিল জামাত নেতা রাজাকার মীর কাসেম আলী,

রাবেতার অঙ্গ সংগঠন মাসিক আল-হক্ব পত্রিকা, এই পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক এবং রাবেতা আলমে আল ইসলামীর বর্তমান বাংলাদেশ ব্যুরো প্রধান

"আল্লামা সুলতান যওক নদভী"।

আর এই "আল্লামা সুলতান যওক নদভী" হচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমীর

এবার বুঝেন, কি বিচারই না তারা চান ! ! !



প্রত্যেকটা লাইনের একাধিক রেফারেন্স দেয়া হল, যার প্রায় সবগুলো জামাত সমর্থিত পত্রিকার লিংক নিজের চোখে পরখ করে নিন দয়া করে



**

পয়েন্ট নাম্বার একঃ “মীর কাসেম রাবেতা আল ইসলামীর কান্ট্রি হেড”



*

"..... ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি হয় মীর কাশেম আলী।

এরপর রোহিঙ্গা পুনর্বাসনের নামে “রাবেতা আল ইসলামী” গড়ে তুলে। কক্সবাজারে এই রাবেতার মাধ্যমে কোটি কোটি টাকা আসে। “রাবেতা আল ইসলামী”র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পদে ছিল কাসেম আলী। কক্সবাজারে রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সাহায্যের নামে আনা এই টাকায় রাবেতা হাসপাতালও করা হয়েছে। যেখানে ইসলামী জঙ্গিসহ রোহিঙ্গা ইসলামী জঙ্গীদের প্রশিক্ষণ দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। রোহিঙ্গা জঙ্গিদেরকে দেশে প্রশিক্ষণ ও বিদেশে পাঠিয়েও প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে মীর কাসেম আলী সহায়তা করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। আর এই রাবেতার মাধ্যমে আসা কোটি কোটি টাকা দিয়ে জঙ্গিবাদে অর্থ সহায়তা এবং জামাতে ইসলামীকে অর্থনৈতিকভাবে শক্ত ভিতের ওপর দাঁড় করানোর জন্য মীর কাসেম আলী মুখ্য ভূমিকা পালন করেছে এমন তথ্য রয়েছে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছেও। ....."

তথ্যসূত্র :

মুক্তিযুদ্ধ কোষ/৩য় খন্ড (সম্পাদক : ড.মুনতাসীর মামুন)



*

"..... সৌদি ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর অর্থনৈতিক সাহায্যপুষ্ট ‘রাবেতা আল ইসলামী’ নামে একটি এনজিও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পদ লাভ করেন এই জামাত নেতা রাজাকার মীর কাসেম আলী। ......."

তথ্যসূত্র :

http://www.amarblog.com/mamun311/posts/150639



*

এছাড়া গণ জাগরণ মঞ্চ থেকে "True History Of Liberation War 1971" এবং "স্লোগান’৭১"এর পক্ষ থেকে বিলিকৃত লিফলেটে “রাবেতা আল ইসলামী” এর অঙ্গ সংগঠন

"রাবেতা-তাওহিদ ট্রাস্ট" কে জামায়াত ও শিবিরের সদস্য দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করে বর্জনের আহ্বান জানিনো হয়েছে





**

পয়েন্ট নাম্বার দুইঃ “রাবেতা আল ইসলামী এনজিও'র বিনিয়োগের একটা পত্রিকা মাসিক আল-হক্ব“



*

এবার লক্ষ্য করুণ

মাসিক আল হক্বের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক,দারুল মা’আরিফ আল ইসলামিয়ার মহাপরিচালক ও রাবেতা আলমে আল ইসলামীর বাংলাদেশ ব্যুরো প্রধান আল্লামা সুলতান যওক নদভী



সুত্রঃ

*দৈনিক ইনকিলাবঃ "http://www.dailyinqilab.com/details_news.php?id=92422&& page_id= 5"

*দৈনিক নয়া দিগন্তঃ "http://www.dailynayadiganta.com/new/?p=122600"

*সাপ্তাহিক সোনার বাংলাঃ "http://www.weeklysonarbangla.net/news_details.php?newsid=8506"





**

পয়েন্ট নাম্বার তিনঃ “মাসিক আল-হক্বের সম্পাদক এবং রাবেতা আলমে আল ইসলামীর বাংলাদেশ ব্যুরোর বর্তমান প্রধানই হেফাজতে ইসলামের নায়েবে আমীর”



*

এই আল্লামা সুলতান যওক নদভী হচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমীর



সুত্রঃ

*দৈনিক সংগ্রামঃ "http://www.dailysangram.com/news_details.php?news_id=110214"

*দৈনিক নয়া দিগন্তঃ Click This Link





এবার আপনারাই বলেন রাজাকার মীর কাসেমের উত্তরসুরী হেফাজতে ইসলাম কি জামাতের অঙ্গ কি না ?

আরেকটি মুখোশ খুলে গেল, জামাত শিবিরকে চিনুন রুখে দাঁড়ান

জয় বাংলা

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: পলিটিকাল ইস্যু নিয়ে আমার কিছু বলার নেই। তবে শোনা কথা জাছাই না করে প্রচার করা মিথ্যার শামিল। তাই যারা পরবেন বা কমেন্ট করবেন তারা জাচাই করে প্রচার করবেন।


আর ইসলামের ওপর চলার জন্য আমি 'আলেমদের কাছে গিয়ে জানতে ও তা মানতে চেষ্টা করি। তাও সবার করা উচিত।

২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১

এম. মাসুদ আলম. বলেছেন: thanks.

৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫

গেস্টাপো বলেছেন: রাজাকারের খয়ের উদ্দিনের নারী ইমরান কি তাইলে?
রাজাকারের নাতীর লগে বিয়া দিল কেন মাইয়ার?
B-)) B-))

৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৯

এম এম হোসাইন বলেছেন: হেফাজতে ইসলাম কে জামাতে ইসলামীর সাথে এক করে দেখা বোধ হয় ঠিক হবে না। কারন হেফাজতে ইসলাম হচ্ছে কওমীমাদ্রাসার আলেমদের সংগঠন । এদের সাথে আছে চরমোনাই পীর । জামায়াতে ইসলামীর সাথে এদের আকিদাগত মতবিরোধ অনেক পুরোনো।



তাই না জেনে কেও অপপ্রচার চালাবেন না এটাই সবার কাম্য।

৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১

রেক্স_মিজান বলেছেন: আপনার একটি লেখায় বলেছেন

"সারা পৃথিবী ব্যাপী কমপক্ষে ৩২ টা ফতোয়া রয়েছে মউদুদির বক্তব্য কে হারাম ঘোষনা করে
প্রখ্যাত মুফাসসিরে কোরআন "আল্লামা আশরাফ আলী থানভি" (আমাদের দেশের maximum কোরআনের অনুবাদক)
কিংবা দেওবন্দের "মাওলানা আব্দুল করিম দরিয়াবন্দি" (তাবলীগের আমির ছিলেন) পর্যন্ত তার সমালোচনা করেছেন
মাওলানা আব্দুল করিম দরিয়াবন্দি তার ফতোয়ায় বলেছেন
"মউদুদির অনুসারীদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না।"

Click This Link

আপনার লেখা পড়ে একটু সার্চ করে দেখলাম। দেওবন্দেরই অনুসারী হচ্ছেন আহমদ শফী এবং সুলতান যওক নদভী (ভারতের নদওয়াতুল উলুম থেকে পাস করা যারা তাদের নামের সাথে নদভী লিখে থাকেন, এবং এটি একটি দেওবন্দ মুবমেন্ট এর প্রতিষ্টান Click This Link)

আল্লামা আহমদ শফী উনিও দেওবন্দি আলেম, http://en.wikipedia.org/wiki/Ahmad_Shafi


দেওবন্দিদের ফতোয়া ব্যাবহার করলেন, আবার আজ আপনি দেওবন্দ এবং জামাত এক করে দিলেন।

:/


৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০

গেস্টাপো বলেছেন: অনেক জায়গায় দেখছি কওমি মাদ্রাসা সংগঠনের সাথে জামাতেকে এক করে দেখছে শাহবাগীরা।কিন্তু জামায়াতে ইসলামীর সাথে এদের আকিদাগত মতবিরোধ অনেক পুরোনো।এরা জামাত তো করেই বা উল্টো এরা জামাত বিরোধী।তাই যারা এদেরকে জামাতের সাথে এক করে লিখছেন তারা মূলত এই আন্দোলনকেই ক্ষতিগ্রস্থ করছেন।সাধারন বাংলার মানুষ রাজাকার বিরোধী কিন্তু ইসলাম বিরোধী না।সবাইকে এ কথাটি বুঝতে হবে

৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: এম এম হোসাইন বলেছেন: হেফাজতে ইসলাম কে জামাতে ইসলামীর সাথে এক করে দেখা বোধ হয় ঠিক হবে না। কারন হেফাজতে ইসলাম হচ্ছে কওমীমাদ্রাসার আলেমদের সংগঠন । এদের সাথে আছে চরমোনাই পীর । জামায়াতে ইসলামীর সাথে এদের আকিদাগত মতবিরোধ অনেক পুরোনো।



তাই না জেনে কেও অপপ্রচার চালাবেন না এটাই সবার কাম্য।

৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

আশিকুর রহমান ১ বলেছেন: তা হেফাজতে ইসলাম যদি জামাতেরই অঙ্গ সংগঠন হইয়া থাকে তাইলে আপনাদের চেতনা উইড়া গেল কেন?? আপনারা না জামাত-শিবিররে যেখানে পাইবেন সেখানেই প্রতিরোধের ঘোষণা দিছিলেন?? আপনার কথা মতো যদি হেফাজতে ইসলামরে জামাতের অঙ্গ সংগঠন হিসেবে মাইনা নিই তাহলে তো দেখা যাইতাছে জমতিরাই আপনাদের প্রতিরোধ কইরা দিলো!! :( :(

৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: দেওবন্দের সাথে ম্ওদুদি সাহেবের ঝামেলা তার দলের শুরু লগ্ন থেকেই। তাকে দেওবন্দ থেকে চিঠিও দেয়া হয় এ ব্যাপারে।


মা ই যদি পেটের ছেলেকে না চেনে, কে চিনবে ????

১০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১

লালপতাকা বলেছেন: ধন্যবাদ

১১| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১২

নির্ণয় বলেছেন: ১৯৭১ এ জামাতের আল বদরের পর এবার ২০১৩ তে হেফাজতে ইসলামের আল বদর

১২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

আশফাক সুমন বলেছেন: রেক্স_মিজান বলেছেন: আপনার লেখা পড়ে একটু সার্চ করে দেখলাম। দেওবন্দেরই অনুসারী হচ্ছেন আহমদ শফী এবং সুলতান যওক নদভী (ভারতের নদওয়াতুল উলুম থেকে পাস করা যারা তাদের নামের সাথে নদভী লিখে থাকেন, এবং এটি একটি দেওবন্দ মুবমেন্ট এর প্রতিষ্টান Click This Link)

আল্লামা আহমদ শফী উনিও দেওবন্দি আলেম, http://en.wikipedia.org/wiki/Ahmad_Shafi


দেওবন্দিদের ফতোয়া ব্যাবহার করলেন, আবার আজ আপনি দেওবন্দ এবং জামাত এক করে দিলেন।
----- স হ মত ১০০ ভাগ ।

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪

হিসলা সিবা বলেছেন: দেওবন্দের ফতোয়া ব্যাবহার করলেই আমি দেওবন্দি ??
মজা পাইলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.