![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
void(1);
কিংবদন্তি তুল্য একজন বিজ্ঞানী,
যিনি আর দশটা বাচ্চা থেকে তুলনামূলক দেরিতে কথা বলতে শিখেছিলেন
স্বাভাবিক ভাবেই তাঁর মা-বাবা খুব দুশ্চিন্তায় পড়ে যান।
তো, একদিন রাতে খাবার টেবিলে সবাই আছেন।
হঠাৎ ছেলেটা চিত্কার করে বলল, ‘এই স্যুপটা খুবই গরম।’
ছেলের মুখে প্রথম বুলি শুনে মা জিজ্ঞেস করলেন, ‘এর আগে কেন তুমি কোনো কথা বলোনি?’
জবাবে ছেলেটা বলল, ‘কারণ, এতদিন সবকিছু ঠিকঠাক ছিল!’
void(1);
সেই কিংবদন্তি বিজ্ঞানীর স্ত্রী গেছেন মাউন্ট উইলসন মানমন্দির পরিদর্শনে ।
সেখানকার বিশাল অপটিক্যাল টেলিস্কোপটি ছিল তখন পর্যন্ত পৃথিবীর বৃহত্তম।
এক জ্যোতির্বিদ তাঁকে জানালেন, এসব স্পর্শকাতর যন্ত্রপাতির প্রধান কাজ
মহাবিশ্বের বিস্তার, আকৃতি নির্ণয়।
সঙ্গে সঙ্গে মহিলা বলে উঠলেন,
‘ ও! আমার স্বামী তো পুরোনো একটা খামের পেছনেই এটা করে।'
আপেক্ষিকতা তত্ত্বের মত রহস্যময়তার মধ্যেই মৃত্যু ঘটে সেই কিংবদন্তি বিজ্ঞানীর ।
তাঁর মৃত্যুর সময় তিনি তাঁর মাতৃভাষা জার্মানে কিছু একটা বলে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তখন তাঁর পাশে থাকা আমেরিকান নার্স কথাটির বিন্দু বিসর্গও বুঝতে পারেনি।
মৃত্যুর আগে শেষ কী কথা তিনি বলে গেছেন, তা আমাদের জানা হবে না আর কোন দিন . . . . ।
void(1);
কিংবদন্তি তুল্য সেই বিজ্ঞানীর নাম আলবার্ট আইনস্টাইন
১৮৭৯ সালের আজকের এই দিনে জার্মানির উল্মে জন্মগ্রহন করেন এই কিংবদন্তি
আইনস্টাইন বলেছিলেন,
" আলোর চেয়ে বেশি গতিতে আর কেউ ছোটে না এই বিশ্ব ব্রহ্মান্ডে . . . . "
কিংবদন্তি তুল্য এই বিজ্ঞানীকে আজ জন্মদিনের শুভেচ্ছা ,
শুভ জন্মদিন কমরেড
void(1);
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৬
পড়শী বলেছেন: ভাল লাগল। বিখ্যাত ব্যক্তিদের ব্যক্তিগত জীবনী পড়তে ভালই লাগে। ++্