নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

ছাগু শব্দের উৎপত্তি , একটি গবেষণা মূলক পোষ্ট -

২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

আজকে আমার এক প্রাক্তন শিবির কর্মী বন্ধু ওয়ালে লিখল, কিছু নাস্তিক ব্লগার সমগ্র মুসলিম জাতিকে কটাক্ষ করার জন্য

ধর্ম প্রাণ মুসল্লিকে ছাগু বা ছাগ সম্প্রদায় বলে ।আর এই শব্দটি অনেকে না বুঝে বলে বেড়ায় ।ছাগু বললে কিছু যায় আসে না কারো।

তবে ছাগু শব্দটি ব্যবহার করা পাবলিকই হলো নাস্তিক ।

কেন ছাগু বলা হয়ঃ

১। মুসলমানরা নাকি ছাগলের মত দাড়ি রাখে [আসতাগফিরুল্লাহ ] ।

২। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ । এই দেশের অনেক মানুষ পান নামক একটি বিশেষ পাতা খায়।

হিন্দু মুসলমান সবাই খায় । তবে মুসলমান বেশি মুসলমান বেশি খায় । নাস্তিকরা বলে ছাগুরা কাঠাল পাতা খায়।



আমাদের অনেকেরই ব্লগ জিনিসটা সম্পর্কে কোন সম্পর্ক নাই, শুধু ফেসবুকেই যত লেখালিখি, মূলত বাংলা ব্লগে ছাগুদের উৎপত্তি হয় ২০০৫ সালের শেষের দিকে রাজাকার কামারুজ্জামানের ছেলে "ওয়ালী"কে দিয়ে ,



প্রথম প্রথম জামাতি ব্লগাররা মুক্তিযুদ্ধ প্রসঙ্গে না গিয়ে বিভিন্ন আহ্লাদী কথাবার্তার ফাঁকে ফাঁকে ডেনমার্কে

মহানবীর কার্টুনের মতো বিষয়গুলি গুঁজে দিতো। বিশ্বাসী-অবিশ্বাসী, ধর্ম-অধর্ম এইসব নিয়েই চলছিল প্রথম

সপ্তাহগুলি। মুক্তিযুদ্ধ নিয়ে পোস্ট আসতো। রাজাকারী পোস্টও আসতো। প্রতিবাদও হতো। এইসব কিছুর পাশাপাশি

আবার সাহিত্যচর্চাও চলছিল। ফেব্রুয়ারী মাসের ২য় সপ্তাহে শুরু হয় মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ। কামারুজ্জামানপুত্র ওয়ালীর

পরিচয় বেরিয়ে পড়ায় সে প্রতিরোধের মুখে পড়ে। মলি নামের ব্লগারটি তার প্রতিবাদে "মেরুদন্ডহীন মুক্তিযোদ্ধাদের প্রতি...." নামের পোস্টটা দেন।

তুমুল প্রতিবাদ হয়। তারপর থেকে ব্লগের যাবতীয় তর্কবিতর্কের কেন্দ্রে এসে পড়ে মুক্তিযুদ্ধ।



মেরুদন্ডহীন ''মুক্তিযোদ্ধা''দের প্রতি........

http://www.somewhereinblog.net/blog/moly/2257



"মানব" এর অমানবিক অসততা

Click This Link



অনেক তর্ক বিতর্ক চলে

সম্ভবত ব্লগার "মুখফোড়"এর নিচের পোষ্টে প্রথম ছাগু শব্দটা ব্যবহৃত হয়



কেন আমি ছাগুরাম প্রতিযোগিতায় অংশ নিলাম না

Click This Link



আরো বেশকিছু মুক্তিকামী ব্লগার যেমন অপ বাক, আড্ডাবাজ, হীরক লস্কর, অমি রহমান পিয়াল,

মাসুদা ভাট্টি, তীরন্দাজ, রাসেল, মুখফোড়, শোহেইল মতাহির চৌধুরী, হিমু, মঈন, হাসান, ধুসর গোধুলি,

অরূপ, স্বর:হীন, দীক্ষক দ্রাবীড়, কৌশিক, লাল মিয়া, সাধক শঙ্কু, হযবরল, মাশীদ, উৎস'র মতো কয়েকজন

লিখে চলতেন মুক্তির পক্ষে



একুশে মেয়ে মুখফোড় প্রথম লেখেন ছাগু কাব্য



(ছাগুরামের ভাষ্য রপ্ত করা দরিদ্র মুখফোড়ের জন্য দুঃসাধ্য। তবুও গরীবের এই সামান্য কোশেশ ...।)



ছাগুরাম জড়োসড়ো গোবেচারা নহে

যাহাই উচিত বলে মনে করে, কহে।

বুঝুক বা না বুঝুক, বক্তব্যে সে বীর

সঙ্গে হানে ঘনঘন রেফারেনসে তীর।

লক্ষবস্তু ভেদ নয়, বাণনিক্ষেপে পটু

মাঝে মাঝে ঘন ঘন ব্যা ব্যা করে কটু।

কাঁঠালপাতার তাপে আস্ফালিয়া ওঠে

এলিপসিসে পুষ্ট পত্রে অগি্নধারা ছোটে।

তিন বাহুতে পেশী ঝলকে, বুঝি দেবে মাইর!

শেষ মূহুর্তে সামলে বলে, যাজাকুল্লা খাইর।



ছিলো ছাগু নির্বিরোধী, পনসপূজারী

পাতা খেয়ে লতা খেয়ে ফূর্তি ছিলো ভারি।

লাদি ছাড়ে গুটি গুটি ধন্বন্তরী বড়ি ...

কবিরাজি পাতা খেয়ে বায়ু গেলো চড়ি।

হঠাৎ ক্ষেপিয়া শেষে ব্লগে হানে বাজ

ভিন্নমতাবলম্বীরে দেখে নোবো আজ।

জানি না বুঝি না তাতে কী হয়েছে, ধিক,

আমি যাহা বিশ্বাস করি, তাহা শুধু ঠিক।

না পারি বিতর্ক, তবু গলে আছে জোর

কুতর্কে আবদ্ধ হতে দ্্বিধা নেই মোর।

যুক্তির বদলে দেবো উদ্ধৃতি দুইচাইর,

আগে পিছে বলে নোবো, যাজাকুল্লা খাইর।



এমত বিশ্বাসে ছাগু নিত্য দ্্বন্দ্বে রত

সহজসরল লোকে গুঁতা খাইলো কত।

রাশি রাশি মন্তব্য বা গাদা গাদা ল্যাখা

ছাগুরাম চলে কভু সোজা কভু ব্যাঁকা।

বন্ধুসাথী জুটিয়াছে ছাগাপাঁঠী বহু

অপূর্ব বাহিনী তাহা, বর্ণনে কী কহুঁ?

ব্লগলাদ্যে বাংলাপাড়া বিপর্যস্ত প্রায়

ম্যা ম্যা শুনে লোকে কাঁদে, ছাগুরাম যায়।

ছাগুর দাপটে সবে অন্দরমহলে

চুপিসাড়ে বসি যতো কটূবাক্য বলে।

ছাগুদল হামলে চলে ভিতরবাইর

বলো সবে মহামন্ত্র, যাজাকুল্লা খাইর।



এই মোটামুটি ছাগু ইতিহাস ............

মন্তব্য ৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৮

বাগসবানি বলেছেন: ছাগু শব্দটি ব্যবহার করা পাবলিকই হলো নাস্তিক ।
-------------------------------------------------
ছাগু শব্দ ব্যবহারকারীদেরও ইহাতে কিছু যায় আসে না । =p~ =p~ =p~
এরা আর কিছু পারুক আর না পারুক বিনোদন ভালই দেয় ।

২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

বিডি আমিনুর বলেছেন: ভাল লাগলো আপনার ছাগু ইতিহাস যেনে । প্রথম পেলাচ আমি দিলাম ,
পরবর্তীতে হনু, ভাদা, পাদা, হাম্বা ইতিহাস নিয়ে লিখবেন আশা করি ।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

হিসলা সিবা বলেছেন: ইনশাল্লাহ

৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৮

মাগুর বলেছেন: ধন্যবাদ লেখক, ছাগু ইতিহাস নিয়ে সুন্দর লিখেছেন। B-)) এ বিষয়ে আমারো লেখার শখ অনেক দিনের :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.