নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

কুলাঙ্গার ফাকিস্তানি জেনারেল খাদিম হোসেন রাজা আর পঁচিশে মার্চ শহীদের সংখ্যা ১০ !

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৬

৭১রে অপারেশন সার্চ লাইটের দায়িত্বে থাকা কুলাঙ্গার মেজর জেনারেল (অব.) খাদিম হোসেন রাজার

একটা বই লিখেছেন A stranger in my own country, East Pakistan, 1969-1971

বইটা থেকে খানিকটা তুলে ধরব,



'‘২৬ মার্চের সকাল বেলা থেকে খবর আসা শুরু করল। ঢাকায় অপারেশন ভালোমতোই সমাধা হয়েছে।

পিলখানার পূর্ব পাকিস্তান রাইফেলস ও রাজারবাগের পুলিশের রিজার্ভ বাহিনীসহ উভয় দিকে ১০ জনের

হতাহতের মধ্যে দিয়ে নিরস্ত্র করা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলো থেকে যথেষ্ট বাধা এসেছিল,

ছাত্ররা রাইফেল ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। ফলে হতাহতের সংখ্যা কমানোর

জন্য সেনাবাহিনী রিকয়েললেস রাইফেল এবং পিটি ৭৬ বাহিনী ট্যাংকের সাহায্য নেয়। এভাবে ঢাকা শহরকে

নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং সকাল হতেই শহরে শান্তি ফিরে আসে।’'



কি মিথ্যাচার !!! পঁচিশে মার্চ মোটের ওপর ১০ জন মানুষ মারা যান !!!

আসলে এই ধরনের বই গুলো পড়লে বোঝা যায়, জামাত-শিবির বাঁশের কেল্লা

এত মিথ্যাচার কিভাবে করে, জিনিসটা তো এদের রক্তে ......



void(1);

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩

আল-মুনতাজার বলেছেন: পাকিস্তানীরা খারাপ,তবে এখন দেখছি শেখ আওয়ামী লীগ আর বেশী খারাপ।পাকিস্তানীদের চেয়ে শেখ আওয়ামীলীগ গনহত্যায় মোটেই পিছিয়ে নাই।খুন,গুম,লুটের জন্য আল্লাহর গজব পড়ুক শেখ আওয়ামীলীগের উপর।

২| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭

জিয়া চৌধুরী বলেছেন: এদের আদর্শই মিথ্যাচার।

৩| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২০

বোকা_ছেলে বলেছেন: আম্লীগ সত্যবাদী জয় বাংলা

৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫

মাগুর বলেছেন: আল-মুনতাজার কে বলছি, গণহত্যার সংজ্ঞা আগে জেনে আসুন। তারপর মন্তব্য করুন।

আল্লাহতায়ালা বলেছেন,“বলুন,সত্য এসে গেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে। আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্যই।”-(সুরা বনি ইসরাইল,আয়াত ৮১)

যদি আল্লাহকে বিন্দুমাত্র ভয় পান তাহলে সত্যের পথে চলুন, দলের লেজুড়বৃত্তি ছেড়ে মানুষ হতে শিখুন। আপনি পাকিস্থানীদের চেয়ে আওয়ামীলীগকে খারাপ বলবেনই। কারণ আপনার মতো মানুষেরা মওদুদী ব্রেইন ওয়াশের কারণে মানসিক ভাবে বিকলাঙ্গ হয়ে গেছেন। আওয়ামীলীগ যে খারাপ তাতে সন্দেহ নেই, কারণ এরা ক্ষমতার রাজনীতি করে। যেমন করে বিএনপি। কিন্তু তাই বলে পাকিস্থানীদের সাথে অন্য কারো তুলনা চলে না। সাহস থাকলে নিচের লেখাটি পড়ে আসুন:
[link|http://www.somewhereinblog.net/blog/faceofrubayet/29800203|মুক্তিযুদ্ধ ১৯৭১: বাঙালী নারীদের উপর পাকবাহিনীর নির্যাতন [ধারাবাহিক পোস্ট]]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.