নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

শহীদ রুমি স্কোয়াডের কঠোর অবস্থান অনেক মানুষের আরামের আন্দোলনকে চ্যালেঞ্জ করে বসেছে ।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬

ছয় ফুটের কাছাকাছি উচ্চতার নিলয়'দা, আমি পাশে দাঁড়ালে টুল লাগে

বিজ্ঞান নিয়ে নিলয়'দার অসাধারণ বক্তৃতা যে শোনেনি তাকে কিছুতেই বোঝানো

যাবে না, সে কি শোনেনি !

আজাকের নিলয়'দা আমার চেনা নিলয়'দা না, আজকের নিলয়'দা

শাহবাগের প্রজন্ম চত্বরে "শহীদ রুমী স্কোয়াডের" আহবায়ক "সদাত হোসেন নিলয়"

যারা আজ নেমেছেন আমরণ অনশনে তাদের মুখপাত্র,

২৬শে মার্চ ছিল আল্টিমেটামের শেষ দিন, তবুও সরকারের পক্ষ থেকে কোন কথা নেই

আর জাগরণ মঞ্চ থেকেও এলো না কোন কঠোর আন্দোলনের ঘোষণা,

আরাম করে দাবী আদায় আর হোল না শহীদ রুমি স্কোয়াডের কঠোর অবস্থান অনেক মানুষের

আরামের আন্দোলনকে চ্যালেঞ্জ করে বসেছে ।



কত ব্যাস্ততা, একটু আগে প্রেস রিলিজ হোল, পাশে বসে আছেন ভাষা সৈনিক

"আব্দুল মতিন", একের পর এক সেলিব্রেটিরা আসছেন, তবুও দেখেই চিনে ফেললেন,

আরিফ তোমার নাম মনে আছেকিন্তু কোথায় যেন পড় ?, আমি বোকার মত জিজ্ঞাস করলাম

"ভাইয়া ভালো আছেন ?"

হঠাৎ বুঝতে পারলাম নিলয়'দা ভালো নাই, ৪৮ ঘণ্টায় মুখ অর্ধেক হয়ে গেছে, আরও দুই দিন এভাবে চললে

অনেক কিছুই হয়ে যেতে পারে, আজ ২ জন অসুস্থ হয়ে পড়েছেন,

তার উপর অনেক রকমের চাপ, অনেক অনেক মহল অনেক কথা বলছে,

রুমী স্কোয়াড হল অনেকটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর সংগঠন, সাথে সাথে তাদের আবার

বনের মোষ তাড়ানোর কাজে নিয়োজিত চৌকিদারদের মুখ থেকে শুনতে হচ্ছে

"কেন তোমরা মোষ তাড়াচ্ছ ?"



আর বাকি রইল ১৫জন, আচ্ছা এই লোক গুলার ঘর নাই ?

তাদের ঘরে মা নাই? একটু আগে ভাত খেয়ে উথলাম,গলা দিয়ে নামছে না।

এই লোক গুলো কি কোনদিনও আর ভাত খেতে পারবে ?

রাষ্ট্র কি একটুও সদয় হবে না ?



আরেকজন লোককে একটু ধন্যবাদ জানাতে চাই ডাক্তার Pinaki Bhattacharya,

অনবরত সেবা দিয়ে চলেছেন অনশন কারীদের

দাদা, আমি ফেসবুকের কোন মহারথি না, সাধারন মানুষ, আপনাকে অন্তর থেকে একটা স্যালুট

আমিও নামছি, ঘরে বসে থেকে গ্লানি সহ্য করা থেকে যুদ্ধ করে মরা শ্রেয়



মানবজন্মের নামে হবে কলঙ্ক হবে

এ রকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই,

উত্তরপুরুষে ভীরু কাপুরুষের উপমা হব

আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ

শুধু যদি নারীকে সাজাই.........! !

মন্তব্য ৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

s r jony বলেছেন: অনশন চলছে,
আমি আছি শাগাবাগে, শহীদ রুমি স্কয়াডের সাথে।
আপনি কি আছেন এখানে? আমার সাথে কথা বলবেন?

২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৬

হিসলা সিবা বলেছেন: জনি ভাই, আপনাকে অনেকদিন ধরে খুঁজছি,
আপনি আমাকে চিনেছেন তো ?

৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৮

হিসলা সিবা বলেছেন: কা্লকে সকালে আসছি, পারলে আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন

http://www.facebook.com/Arif1415?ref=tn_tnmn

৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২১

আমিনুর রহমান বলেছেন: কিন্তু আমাদের রুমিরা না খেয়ে থাকলেও মুখে দেশের জন্য ত্যাগ শিকার করার প্রশান্তি ছিলো।

৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:২১

s r jony বলেছেন: আমার ফেবু আমার ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো আপাতত ব্লক আছে,
আপনি আমাকে রিকু দেন, আমি একসেপ্ট করব

৬| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬

পাস্ট পারফেক্ট বলেছেন: অনশনের সাথে একমত না। একটা যৌক্তিক গণদাবি বাস্তবায়নের জন্যে কেন অনশন কইরা কষ্ট করে মরে যেতে হবে সেটা আমার বুঝে আস্তেছে না। প্রথম এবং একমাত্র যেটা করতে হইতো শাহবাগ থেকে আওয়ামীভূত তাড়ানো, তাইলেই আবার এই শাহবাগ চাঙ্গা হয়ে উঠবে, সরকার সর্ষে ফুল দেখবে, আপোষী মনভাব দূর করবে। শাহবাগ আন্দোলন এখন আওয়ামীলীগ ছিন্তাই করে নিয়া গেছে। এইসব আনশন টনশন কইরা লাভ হবে বলে মনে হয় না।

৭| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫

সানজানা আহমেদ সানা বলেছেন: কোনভাবেই যেন কোন রাজনৈতিক দল বা দালাল শ্রেনীর লোক যেন এই শহীদ রুমি স্কোয়াডের আশেপাশে আসতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে ।

জয় শহীদ রুমি স্কোয়াড , জয় বাংলাদেশ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.