নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের বিরানী বনাম হেফাজিতের তিন কোটি ৬০ লাখ টাকার বাস ভাড়া। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

এখন কেউ কথা বলেনা কেন ?

যখন আমরা দিনের পর দিন রাতের পর রাত শাহবাগে বসে থাকতাম তখন সবাই বলত

শাহবাগে সবাই যায় বিরানির লোভে, কিরে আরিফ কত করে দিচ্ছে ?



গত তিন মাস ধরে টুকটাক দু'একটা টিউশনী করে যে যৎসামান্য টাকা পাই তার পুরটাই ঢেলে এসেছি

শাহবাগ, একটা টাকাও ঘরে তুলতে পারি নাই, জীবনে প্রথম বন্ধু-বান্ধবদের কাছ থেকে ধার করে চলতে হয়েছিল

মনে পড়ে লিফলেট ছাপাতে গিয়ে প্রেসের মালিক প্রায় আটশ লিফলেট ফ্রিতে ছাপিয়ে দিয়েছিল,

বলেছিল ভাই আমি তো যেতে পারছি না, আপনাদের সাথে অংশগ্রহন করলাম

সারাদিন শ্লোগান দিয়ে এক কাপ চা কিনে খাইতে পারি নাই,

জুতার ফিতা ছিঁড়ে গিয়েছিল ঠিক করতে পারি নাই

এরপরের যারা বলেছিলেন কত করে দেয় শুধু চুপ করে হেসেছি



কাল হেফাজতের লং মার্চ,

যাদের নেতাদের সবাই একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল

এক হাজার বাস, ৭০০ মাইক্রোবাস ও কার নিয়ে ঢাকায় লংমার্চে যোগ দেবে এই রাজাকারের দল,

এর মধ্যে শুধু এক হাজার বাসের আসা-যাওয়ার ভাড়াই আসবে তিন কোটি ৬০ লাখ টাকা।

বিরানির খরচ বাদ, এখন সবাই চুপ কেন ?

বলেন এবার টাকা কে দেবে ? আজ যারা শাহবাগ কে গাল দিয়ে হেফাজতের হাত ধরেছেন তারা কি একবার

ভাববেন ?



হেফাজত যে জামাতেরই অঙ্গ সংগঠন তার প্রমাণ পাবেন আমার লেখায়



এইখানেঃhttp://www.facebook.com/Arif1415/posts/553429474679804?comment_id=6283570¬if_t=comment_mention



জামাত যে ইসলাম বিরোধী সংগঠন তার প্রমাণ পাবেন আমার লেখায়



এইখানেঃhttp://www.facebook.com/SWar2013/posts/129050410607564



এইখানেঃhttp://www.facebook.com/permalink.php?id=119096491602956&story_fbid=129050833940855



জয় বাংলা

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০

তামজীদ বলেছেন: কি বলবে সব ধর্মচোরের দল? এখন এই তিন কোটি ৬০ লাখ টাকা হয়ে গেছে গরিব মাদরাসা ছাত্রদের টাকা। কত দিনে ৩ কোটি টাকা চাঁদা উঠে আমরা কি তা জানি না???

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

দখিনা বাতাস বলেছেন: ভাইরে, আপনের মত আমারো কাহিনী। আমরা সব বন্দুরা যারা চাকরি বাকরি করি, সবাই মিল্লা টাকা তুলছি, তারপরে ভার্সিটির ডিপার্টমন্টের ছোট ভাইগো ঐটাকা দিয়া কইছি, যারা কস্ট করে রাত্রে থাকে শুধু তাদের খাবার দাবারের জন্য এইগুলা খরছ করবা।

এক বন্দু, ব্যান্কে চাকরি করে, তার মা নিজে খাবার টিফিন ক্যারিয়ারে সাজাইয়া দিয়া কইছে নিয়া যাইতে শাহবাগ।

এখন দেখি সবাই কয়, এই খাবার বলে আওয়ামীলীগ দিসে। শাহবাগএ গিয়া বিচার চাওয়া আমগোরে খালেদা জিয়া থেকে শুরু করে ২ পয়সার অমানুষের বাচ্চা রাজাকার, সবাই আমগোরে আওয়ামীলীগ/নাস্তিক বানাইয়া দিসে।



যামুটা কই কনতো>

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

সোজা আঙ্গুল বলেছেন: আহালে কত গাত্র জ্বালা !!!!!!!!!!!!!!!!

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: লংমার্চবাদীরা হইতে মুঞ্চায় ... পুরা টাকাই টাকা। :|

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

আহলান বলেছেন: ভালো তো .... বিরানি একাই খাইবেন?

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: এপ্রিল মাসে মার্চ মার্চ কইরা আমার ধর্মানুভুতিতে আঘাত দিছে ওরা। এর বিচার চাই।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: বলেছেন: এপ্রিল মাসে মার্চ মার্চ কইরা আমার মাসানুভুতিতে আঘাত দিছে ওরা। এর বিচার চাই।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

পৃথিবী আমারে চাই না বলেছেন:
সব টাকা কি তাইলে ইমরান সাব একাই মারছে?

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২২

ফ্রিঞ্জ বলেছেন: শাহবাগে গেসিলাম ২ দিন। বিরানী পাইনাই। একজন একটা বিস্কুটের অর্ধেক দিসিলো।
আমার ভাগের বিরানী কই? জবাব চাই!

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

রামন বলেছেন:
হেফাজতি যে জামাতেরই বি টিম এই সত্যটি রাজাকার ও শিবির ছাড়া সকলেই বিশ্বাস করবে।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

মৃন্ময় বলেছেন: ভাইরে হেফাজতি হইতে মুন্চায়.....
টাকাই টাকা...... :P

১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫

ৃেৃি১৩ বলেছেন: কিছু ব্লগার যে ইসলামের নামে কটুক্তি করেছে, এটা অস্বিকার করার কোন অবকাশ নাই। হেফাজতে ইসলাম এদের বিচার চেয়ে লং-মার্চ করলে শাহবাগ কেন বাধা দিচ্ছে এটাই মাথায় ঢুকছে না! আমার জানা মতে এরা একবারও বলেনি শাহবাগের আন্দোলন বন্ধ হোক, যুদ্ধাপরাধির বিচার বাতিল করতে হবে। তবে কেন এদের বিরুদ্ধে অবস্হান? শাহবাগ শুধু শাহবাগে থাকলেই আন্দোলন সফল হবে? সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে না? এরকম স্পষ্ট কটুক্তিকারিদের পক্ষে অবস্হান নিলে আন্দলোন কখনই সফল হবে না বরং প্রশ্নবিদ্ধ হবে! শাহবাগের আন্দোলন এত দূর্বল কিভাবে হল যে ঐ কটুক্তিকারিদের ছাড়া চলবে না? শনিবারের হরতাল শাহবাগকে শাহবাগে জনপ্রিয় করবে,সারা দেশে করবে বিতর্কিত!

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০০

ফাহীম দেওয়ান বলেছেন: ধর্মের মুখোশে এই লোক গুলা যে দেশের কি সর্বনাশ ডেকে আনছেন আল্লাহ্‌ তায়ালাই জানেন।

আল্লাহ্‌ তায়ালা তাদের হেদায়েত দিন।

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১

দানবিক রাক্ষস বলেছেন: কি আর বলব ভাই, লালনের কথা মনে পড়ে গেলো " এসব দেখি কানার হাট বাজার "

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.