নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

দীপকে আক্রমণ করা বুয়েটিয়ান মেজবাহ উদ্দিনের স্বীকারোক্তি মূলক জবানবন্দি "তাকে মারা আমার ঈমানি দায়িত্ব ছিল;'আমি রেগে গিয়ে মেরেছি, আমাকে ক্ষমা করে দেন’। ”

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭

দীপের কথা মনে আছে ? ঐযে বুয়টের ছেলেটা যেই ছেলেটা ফেসবুক থেকে বেরিয়ে এসেছিল। যে নিজের কাধে জামাতের বিষ্ঠা পরিষ্কার করার দায়িত্ব নিয়েছিল।

হ্যা তার নাম আরিফ রায়হান দীপ সে বুয়েটকে শিবিরেরর আস্তানা বানানোর প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাড়িয়েছিল। আমাদের মত না, সরাসরি সে বজ্রকন্ঠে

রুখে দাঁড়িয়েছিল জামাত-হেফাজতের এজেন্ডার বিরুদ্ধে।



বুয়েটের ইমাম হেফাজতে ইসলামের লংমার্চকারীদের জন্য খিচুড়ি রান্নার ব্যবস্থা করেছিল তখন দীপ রুখে দাড়িয়েছিল! দীপ বলেছিল

আমি শুকরের সাথে সহবাসের ফতোয়া অস্বীকার করি! দীপের একার আন্দোলনের ফলে বুয়েট প্রশাসন তালিবানী হেফাজতে ইসলামীকে

সাহায্য দানকারী ইমামকে বরখাস্ত করতে বাধ্য হয় আর তার কারণেই দীপের উপরে নেমে আসে নির্মম ছুরিকাঘাত



বিডি নিউজের জানায়

“ইমাম বরখাস্ত হওয়ার পর থেকেই বুয়েট শিক্ষার্থীদের ফেইসবুক গ্রুপ ‘বুয়েটিয়ান’ এ

কিছু শিক্ষার্থী দীপকে নিয়ে আজেবাজে লেখালেখি শুরু করে দেয়। দীপকে অপরিচিত মোবাইল নম্বর থেকে হত্যার হুমকিও দেয়া হয় বলে পলাশ

অভিযোগ করেন।

দীপের মাথায় ধারালো অস্ত্রের আঘাত করা হয়, যার একটি বাম চোখের ওপর পড়ায় তা হারানোর শঙ্কা দেখা দিয়েছে।

পিঠে এমনভাবে কোপানো হয়েছে যে ৫০টির বেশি সেলাই দিতে হয়েছে বলে জানান চিকিৎসক।"



দীপকে আক্রমণ করা বুয়েটিয়ান মেজবাহ উদ্দিন আজ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন যে কিনা বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র, এমএস রশিদ হলে থাকেন।

মেজবাহ বলেন, “হেফাজতে ইসলামীর লংমার্চের দিন খাবার দিয়ে সাহায্য করায় ক্যাম্পাসের এক ঈমামকে লাঞ্ছিত করে দীপ। তাই তাকে মারা আমার ঈমানি দায়িত্ব ছিল।

“আমি ফরিদাবাদের হুজুর মুফতি মাওলানা আবু সাঈদের অনুসারী। দুই-তিন বছর আগে তিনি বলেছিলেন, ইসলামের ওপর আঘাত হেনে কেউ কথা বলছে তার প্রতিবাদ করা মুসলমানদের ঈমানি দায়িত্ব।”

‘আমি রেগে গিয়ে মেরেছি, আমাকে ক্ষমা করে দেন’। ”



আমাদের এই তরুণদের তথাকথিত ইমানি দায়িত্ব পালনের চেষ্টাই আজও দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর শক্তি যোগায়, আজও অন্য ধর্মালম্বিদের উপাসনালয় ভেঙ্গে ফেলতে শক্তি যোগায়।

আজও দুর্বলের আর্তনাদে প্রকম্পিত হয় বাংলার আকাশ বাতাস।



এসব শুকর শাবকের কথা শুনলে ক্রোধে গা কেঁপে ওঠে বারবার, এই জারজদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বাংলায় জঙ্গিবাদের আস্ফালন বন্ধ করা যাবে না। সেই সাথে আজ

ছাগু নিরধনে বুয়েটের প্রগতিশীল শিক্ষার্থীদের এগিয়ে আসা উচিত।



আর দীপ তোমাকে সম্মান, হাজার শুকরের ভিড়ে তোমাদের সাহস করে রুখে দাঁড়ানোর ধৃষ্টতা দেখলে মাঝে মাঝে আবার বড় বেঁচে থাকতে ইচ্ছে করে,

কারণ জানি আমার সোনার বাংলা যে আসবেই, সেটা তোমার হাত ধরেই।



জয় বাংলা জয় জনতা

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

লাভ বাংলা বলেছেন: হেফাজতের জন্য রান্নার করার অপরাধে যদি এই হুজুর কে অপমান অ বরখাস্ত করে তাহলে অরে কুপানো ঠিক ই হয়েছে। অই কুপ খাওওার পুলা।
হেফাজত কি দাবি পুরনের জন্য সুইসাইড আক্রমন সুরু করেছে যে তারা তালেবান?

২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১২

ম্যালকম এক্স বলেছেন: দীপ নিজেইতো একটা ছাত্রলীগের ক্যাডার।। ছাত্রলীগের কয়েকটা কুত্তার বাচ্চা মরলে সেটা আমাদের আমজনতার জন্যও উপকারী।।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

লাভ বাংলা বলেছেন: দুনিয়া বরই আজব ১/১১ তে অ বিভিন্ন সময়ে আওওামিলিগ ও বি অ্যান পি। হাজার হাজার মানুস খুন করলে, ছাত্রলিগ ধর্ষণের সেঞ্ছুরি করলে। তারা ভাল থাকে আর হেফাজত শান্তি পূর্ণ কর্মসূচি করলে তালেবান, আজব লাগে

৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

লাভ বাংলা বলেছেন: ম্যালকম এক্স
এর সাথে ১০০% একমত দ্বীপের মত দুই একটা কুকুর মরলে দেশের উন্নতি হবে

৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

সাইবার অভিযত্রী বলেছেন: শান্তিপূর্ন ভাবে, সরকারের অনুমতি নিয়ে, নবী অবমাননার প্রতিবাদ করা কি পাপ ?

৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: দীপ মতো ছাত্রলীগের কুত্তার বাচ্চার মত কুত্তার বাচ্চারা একই সুরে কথা বলবে এতে আর আশ্চর্য হওয়ার কি আছে।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯

অবুঝ পাঠক বলেছেন: হহসাক াঝাসম কজডগসকজ কসসকসগসলা

৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

পূরান পাগল বলেছেন: Imam sab to BCL er chamchami na kore birat onnay kore falaise.

৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

সত্য কথা বলি বলেছেন: আসেন, আমরা সবাই ছাত্রলীগের জন্য খিচুরি রান্না করি। কারণ, তারা কোপাকুপি করে ক্ষুধার্ত হয়ে আসলে তাদেরকে খাওয়ানো দেশপ্রেমের অপরিহার্য দাবী !

১০| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: এইখানে কমেন্টারদের কথা শুনে যা বুঝলাম তাতে মনে হচ্ছে সামনে আরো দীপ কোপ খাবে।

১১| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

বাকরুদ্ধ আমি বলেছেন: লাভ বাংলা বলেছেন: হেফাজতের জন্য রান্নার করার
অপরাধে যদি এই হুজুর কে অপমান অ বরখাস্ত
করে তাহলে অরে কুপানো ঠিক ই হয়েছে। অই কুপ
খাওওার পুলা। হেফাজত কি দাবি পুরনের জন্য
সুইসাইড আক্রমন সুরু করেছে যে তারা তালেবান?

১২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

মাহিরাহি বলেছেন: এটা আসলেই লজ্জার ব্যপার বুয়েটের মত একটা বিশ্বমানের প্রতিষ্ঠানও রাজনৈতিক দলগুলোর সস্তা দলাদলি থেকে নিজেকে আড়াল করে রাখতে পারেনি। শান্তিতে পড়াশুনা করার জায়গা আর বাকী রইল কই?

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২২

মদন বলেছেন: দীপ চরমপন্থা অবলম্বন করেছে, ফলে আরেক চরমপন্থীর হাতে কোপ খেয়েছে, সমস্যা কোথায়???

১৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

নাজ_সাদাত বলেছেন: দীপ নামক ছেলেটি যে ভাবে শুধু মুসলিম হওয়ার কারনে যখন একজনকে নিপীড়ন করে লাঞ্ছিত করে তখন শঙ্কিত হতেই হয়। বাংলাদেশে না জানি আবার একটা গুজরাট হয়। দীপের মত মানবতার শত্রুর পক্ষে মাঠে নামা দায়িত্ববান নাগরিকদের মত ব্লগাররা হয়ত বাংলাদেশটাকে মুসলিমদের বধ্যভূমি করার শপথ নরেন্দ্র মোদীর কাছে নিয়েছে। কিন্তু যে এই অন্যায়ের প্রতিবাদ করেছে তার পতিক্রিয়া ও বাড়াবাড়ি রকম হয়েছে। উচিত ছিল দীপকে আইনের আওতায় আনার পক্রিয়া করা। বাংলাদেশে মুসলিমদের শান্তিতে থাকতে দেওয়ার দাবিতে পথে নামতে পারত সেই ছাত্রটি। জানিনা বাস্তব অবস্থা কি। হতে পারে দীপেদের অত্যাচার এতটাই লাগাম ছাড়া হয়ে গেছে যে তা সহ্যের সীমা অতিক্রম করেছে।

১৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

টিভি পাগলা বলেছেন: নর্থ সাউথের পর বুয়েট, এই উগ্রপন্হীদের রুখতে হবে


হেফাজতের সমাবেশে জামায়াতের ইন্ধন ছিলো, এটা সবাই জানে। তবে মাদ্রাসায় পড়ুয়া অনেকেই আছে, যারা চরমোনাই কিংবা অন্যান্য এক্সট্রীম পীরের মুরিদ, যারা আবার জামায়াতের রাজনীতিতে বিশ্বাসী নয়। তারা দেশে তালেবানী শাসন কায়েম করতে চায়।

বুয়েটের প্রতি হলে প্রচুর তাবলীগ আছে, এই ছেলেটাকে দেখে তাবলীগ করে বলে মনে হচ্ছে। টিপিক্যাল জামায়াত শিবির করা ছেলেদের ৫%ও পাঞ্জাবী পড়ে না এখন। তাবলীগ যারা করে, তারা জামায়াত শিবিরের রাজনীতিতে বিশ্বাসী নয়। জামায়াত এবং তাবলীগের চিন্তাধারা ১৮০ বিপরীতে। কিন্তু আবার এটাও ঠিক যে, তাবলীগ জামায়াত যারা করে, তাদের মাঝে আমি এখনও পর্যন্ত কাউকে উগ্রপন্হী দেখি নাই। তাবলীগ করা কাউকে আমি উচ্চস্বরে চিৎকার করতে শুনি নাই।

ছেলেটা যা বলেছে, তাতে মনে হচ্ছে, সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত নয়। অনেকটা হিজবুত তাহরীরের মতো মনে হচ্ছে।'' থাবা বাবা'' হত্যাকান্ডে নর্থ সাউথের যে কয়জন ধরা পড়েছে, তারাও বলেছে, তারা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত নয়।

লক্ষ্য করুন, জামায়াতের কোন নেতা, কর্মী কখনো কোন ঘটনার দায় স্বীকার করে নাই এখনো পর্যন্ত।

এদের মাথা চরমভাবে ওয়াশ হয়ে গেছে। যেসব পীর তাদের এভাবে দিক্ষা দিয়েছে, তাদের গ্রেফতার করা হোক।

১৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

নীলতিমি বলেছেন: বটমলাইন: ওহে ছাত্রলীগ, অন্যরে কোপাইলে নিজেরও কোপ খাইতে হয় /:)

১৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

নাজ_সাদাত বলেছেন: মুসলিম বিদ্বেষীরা দেখি দীপের সমর্থনে উলঙ্গ হয়ে নেমে পড়েছে। তা দীপ কেন মুসলিম মানুষটির উপর অকথ্য অত্যাচার করেছিল সেটা বলবেন?? নাকি সেটা আপনাদের মুসলিম হত্যার বিশ্বব্যাপী কুকাজের অঙ্গ??

১৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪২

মুহসিন বলেছেন: হেফাজত, শাহবাগ ও জনগণ

দেশের অধিকাংশ লোকই মূলতঃ দলনিরপেক্ষ। কখনো তাই আওয়ামী বামপন্থীরা বেশী ভোট পায়, কখনো বিএনপি-ডান বা ইসলামী দলগুলো।

আগামী নির্বাচনে দেখা যাক, কোনদিকে মানুষ প্রাধান্য দিবে।

কিন্তু তার আগেই দুইদলেরই জোর প্রচেষ্টা তাদের পাল্লা ভারী করার।
এইজন্য আওয়ামী বামপন্থীরা অনেকটা প্রকাশ্যেই শাহবাগের গণজাগরণমঞ্চকে সমর্থন দিচ্ছে এবং বিএনপি, জাতীয় পার্টি, জামাত ও অন্য ইসলামী-ডানপন্থী দলগুলো সমর্থন দিচ্ছে হেফাজতে ইসলামকে।

আর এভাবেই শাহবাগের গণজাগরণমঞ্চ বনাম হেফাজতে ইসলাম বিরোধিতা আস্তে আস্তে গাঢ় আকার ধারণ করছে।

নির্বাচনের বছরে এসে আর কত কিছু যে জনগণকে দেখতে হবে কে জানে! আর বেশীর ভাগ ক্ষেত্রে তাদের নীরব দর্শক হয়ে থাকা ছাড়া কিই বা করার আছে!!

১৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫০

দিশার বলেছেন: এই মেজবা রে ঠিক মত ডিম থেরাপি দেয়া হোক, বা সাকা সয়েদির সাথে এক সেল যে রাখা হোক, ভাসেলীন এর কৌটা ছাড়া .

২০| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯

আহমাদ-২০০৫ বলেছেন: লাভ বাংলা বলেছেন: হেফাজতের জন্য রান্নার করার অপরাধে যদি এই হুজুর কে অপমান অ বরখাস্ত করে তাহলে অরে কুপানো ঠিক ই হয়েছে। অই কুপ খাওওার পুলা।
হেফাজত কি দাবি পুরনের জন্য সুইসাইড আক্রমন সুরু করেছে যে তারা তালেবান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.