![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
কয়কদিন আগে হাসনাত আব্দুল হাই -এর লেখা জাগরণ মঞ্চ নিয়ে লেখা একটি গল্প
ব্যাপক আলোচিত সমালোচিত হয়েছিল ব্লগ আর ফেসবুক পাড়ায় তখন লিখেছিলাম
প্রথম আলো এই মুহূর্তে বাদ দিতে চাই,
কিন্তু প্রথম আলোর বিকল্প তো নাই।
তাই ভাবলাম জাফর ইকবাল স্যার যদি আলোতে লেখা ছেড়ে দেন, তাহলে আমিও ছাড়ব পড়া
আজকে স্যার বললেন
"হাসনাত আব্দুল হাই বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন, আমিও বাংলা একাডেমী পুরস্কার পেয়েছি।
কিন্তু হাসনাত আব্দুল হাই'র গল্পটি পড়ে আমি এতটাই মর্মাহত হয়েছি যে, আমি আমাকে দেয়া পুরস্কারটি ফেরত দিতে চাই।
কারন এমন একজন লোককে তারা এ পুরস্কার দিয়েছে! কাজেই এ পুরস্কার আমি রাখতে চাইনা।
ড জাফর ইকবাল স্যার আরও বললে্ন,
'হাসনাত আব্দুল হাই যে ভাষায় ক্ষমা চেয়েছেন, সেটিও খুবই আপত্তিকর।'
এমন বলিষ্ঠ প্রতিবাদ শুধু স্যারই করতে পারেন
আমি স্যারের অন্ধ ভক্ত দেখে অনেকে আপত্তি করেন, তাদের বলি
না বুঝে নকল করলে ভুল হতেই পারে, কিন্তু আপনার সামনে দেশের সেরা মানুষ থাকলে
অন্ধ অনুকরণ করলেও ক্ষতি হয় না।
২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯
আমিনুর রহমান বলেছেন:
আপনার সামনে দেশের সেরা মানুষ থাকলে
অন্ধ অনুকরণ করলেও ক্ষতি হয় না।
চমৎকার +++
৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৩
ভারসাম্য বলেছেন: বাংলা একাডেমী কী দোষ করল! হা.আ. হাই এর আগের লেখা হিসেব করে পুরস্কার দিয়েছিল বাংলা একাডেমী। আর তখনতো আজকের প্রতিবাদী চুশীলদের তাঁর বিরুদ্ধে কোন অভিযোগও ছিলনা।
যেই নিজেদের গায়ে একটু ঢিল পড়ল (আসলে ঢিলটা সরাসরি তাদের বিরুদ্ধে তেমন একটা ছিলওনা, কিছুটা বোকামী করেই তারা সেটা নিজেদের দিকে টেনে নিয়েছেন) অমনি সবার বেসামালের মত আচরণ শুরু। গল্পটির গ্রাউন্ডেই তার সমালোচনা করা যেত। প্রকাশক হিসেবে 'প্রথম আলো'র বিরুদ্ধে প্রতিবাদ করা যেত। এখনও যে কেউ চাইলে মানহানীর মামলা বা অন্য ধরণের আন্দোলনও করতে পারেন। কিন্তু সেসব না করে গল্পটা চটি গল্প, গল্পকার ৪৭ এ ভারত থেকে বাংলাদেশে এসেছেন এসব ফালতু সমালোচনার মানে হয়না।
দোষ করল 'প্রথম আলো' মাইর খায় 'বাংলা একাডেমী'!!!
৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৭
ম্যাভেরিক বলেছেন: খবরের লিঙ্ক দিতে পারবেন? ব্যাপারটি ছেলেমানুষি মনে হচ্ছে, যা উনার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। তার চেয়ে তিনি সরাসরি পুরস্কার প্রত্যাখান করবেন কিংবা হাসনাত আবদুল হাইয়ের পুরস্কার বাতিলের আহ্বান জানাবেন, বলেই ধারণা করা যায়।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৯
হিসলা সিবা বলেছেন: ভাই এ টি এন নিউজে নিজের চোখে দেখলাম
৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৭
হিসলা সিবা বলেছেন: সরিয়ে দিলাম
৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪২
মাহমুদুর রাহমান বলেছেন: ছাগল
দোষ করল 'প্রথম আলো' মাইর খায় 'বাংলা একাডেমী'!!!
৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১১
কাউন্টার হেজিমনি বলেছেন: কৃতজ্ঞতা স্যার,অনেক কৃতজ্ঞতা।এইরকম বোল্ড উচ্চারণ আমাদের দেশে কয় জন মানুষ করতে পারেন?তো স্যার,
১/হাই একজন বাংলাদেশি,আপনি কি একই যুক্তিতে আপনার বাংলাদেশি নাগরিকত্বও ছুঁড়ে দিতে চান?
২/হাই বাংলা ভাষায় কথা বলেন,আপনি কি একই যুক্তিতে বাংলা ভাষায় কথা বলা থামিয়ে দিতে চান?
৩/হাই বাংলা দেশের খাবার খান,আপনি কি একই যুক্তিতে ভাত মাছ খাওয়া থামিয়ে দিতে চান?
৪/হাই এর একটা শিক্ষাগত উচ্চ ডিগ্রি আছে,আপনি কি একই যুক্তিতে আপনার ডিগ্রি ছুঁড়ে ফেলে দিতে চান?
এবং,দ্য ভেরি থিং ইজ,
৫/হাই প্রথম আলোতে লিখেছেন,'প্রথম আলো'ই তার লেখা ছেপেছে...তো আপনি কি একই যুক্তিতে 'প্রথম আলো' ছেড়ে দিতে চান?
স্যার,আসলেই নাদান আমি...নাদানের যুক্তির উত্তরগুলো কি কখনও দেবেন?বোল্ডলি বলবেন?
৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫
নয়ামুখ বলেছেন: জাফর ইকবাল স্যার কবে বাংলা একাডেমি পুরষ্কার ফেরত দেবেন, জানেন কি ?
৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৬
পিয়ার আহসান বলেছেন: double standard ra puroshkar paile abar ferot dey naki!
১০| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২১
আমাদের ইয়াহু বলেছেন: ------------আপনার সামনে দেশের সেরা মানুষ ------------
যেদিন আসিফের সাথে ওর হাসি হাসি জামাই-শ্বশুর মার্কা ছবি দেখেছি, সেদিন থেকে আমার সামনে দেশের সবচাইতে খারাপ মানুষের একটি হলো এই লোক।
অবৈধ ভাবে প্রভাব খাটিয়ে শিক্ষক হইছে। এরকম শিক্ষক জাতির কলঙ্ক। আগে সেই অবৈধ পদ ছাড়তে বলেন।
উচিৎ কথা লিখলে, প্রথম আলো তুই রাজাকার, তুই রাজাকার।
১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৯
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮
আশিকুর রহমান ১ বলেছেন: হাসনাত আব্দুল হাই প্রথম আলুতে লেখে তাই জনাব জাফর ইকবাল সাহেব সেই পত্রিকায় লেখা বাদ দিবেন কিনা জাতি জানতে চায়?