নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

গার্মেন্টসের সেই ছেলে দুটোকে, মাসের বেতন পুরোটা মোবাইলে ঢুকিয়েছে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছে "ফ্রি ফোন করুন"

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৪৪

লাশের মিছিল আর শ্রমিকের আর্তনাদে ভেজা আকাশ; আজ মহান মে দিবস



দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে অধিকার আদায়ের সংগ্রামে

১২৫ বছর আগে এই দিনেই বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা।

সৃষ্টি করেছিলেন এক অমর উপাখ্যান। পহেলা মে বিশ্বময় শ্রমজীবী মানুষের

সংহতি প্রকাশের দিন।



১৮৮৬ সালে আমোরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহীদদের

আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক আটঘন্টার কাজের দাবীতে

শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক

অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলীবর্ষণ শুরু করে।

ফলে প্রায় ১০-১২জন শ্রমিক ও পুলিশ নিহত হয়।



আজকের এই মে দিবসে সম্মান জানাই সেই উদ্ধারকর্মীদের যারা গত কয়েকদিনে

কোন ধরনের দক্ষতা ছাড়াই বাঁচিয়েছেন প্রায় শ'খানেক শ্রমিকের জীবন

সুড়ঙ্গ দিয়ে ঢুকে ... উপুর হয়ে...খুঁজে খুঁজে জীবিত মানুষ উদ্ধার করে নিয়ে আসাটা

যাদের নেশা হয়ে গেছে



বিশ্ববিদ্যালয়ের সেই ছেলেদের, যারা নিজের ক্ষুদ্র সঞ্চয়ের পুরোটা তুলে দিয়েছে

শ্রমিকদের জন্যে। লাইন ধরে রক্ত দিয়েছে, রাত জেগে কাজ করেছে, আহতদের

সেবা করেছে সাধ্যাতীত।



রাস্তার পাশের সেই ছেলে গুলোকে যারা পানির বোতল হাতে সাভারের রাস্তায় ঘুরে বেড়িয়েছে,

চাঁদা তুলে উদ্ধারকর্মীদের চাঁদা তুলে তরমুজ কিনে দিয়েছে।



গার্মেন্টসের সেই ছেলে দুটোকে, মাসের বেতন পুরোটা মোবাইলে ঢুকিয়েছে

প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছে "ফ্রি ফোন করুন"

আমার ফোনের চার্জ শেষ তাই ওদের কাছ থেকে ফোন করেছিলাম একবার,

বারবার বললাম ভাই আমার কাছ থেকে টাকা নেন, অন্যদের কাজে লাগবে

নিল না। হায় রে আমার দেশের মানুষ !!!



সেই পরিবার গুলোকে যারা ভুল লাশ দাফন করে জানতে পারার পর

সাহায্য পাওয়া ২০ হাজার টাকা ফেরত দিয়ে গিয়েছে।



প্রাইভেট মেডিকেলের প্রথম বর্ষের সেই ছেলেদের যারা রাত জেগে জেগে

ঘুমোতে ভুলে গেছে।



এত কিছু তাদের জন্য বলা যারা বলেন

"কিচ্ছু হবে না এই দেশ নিয়ে"



ভাই, কিছু হলে এই দেশেই হবে



"এই কাঁটাতার জঙ্গিবিমান এই পতাকা রাষ্ট্র নয়,

দেশ মানে বুক আকাশজোড়া ইচ্ছে হাজার সূর্যোদয়।

এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবাণল পোড়াক চোখ,

আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক।"



জয় বাংলা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.