![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
ছাত্রঃ
ভাইয়া আপনি নাকি ব্লগার ?
আমিঃ
এই টুকটাক লিখি ....
ছাত্রঃ
আপনার নামও কি পেপারে আসে ?
আমিঃ
(দীর্ঘশ্বাস) না রে ভাই আমরা হইলাম পুঁটি ব্লগার, আমাদের নাম
পেপারে আসে না। আসে রুই ব্লগার, কাতলা ব্লগারদের নাম। তবে একবার
ভুল করে চইলা আসছিল। বুঝোইতো তোমার মাস্টার আমি, জ্ঞানী গুণী মানুষ
তোমরা তো মিয়া পাত্তাই দিলা না .......
তা এত খবর নেয়ার কারণ কি ?
ছাত্রঃ
না ভাইয়া, আমার ফ্রেন্ড এক ব্লগারের সাথে তোলা ছবি ফেসবুকে দিসে
সেই ভাব।
আমিঃ
আমার সাথে ছবি তুলবা ? আসো আসো, আজকে শার্টটাও পুরান
যাই হোক, অটোগ্রাফ লাগবে ......
ছাত্রঃ
না ভাইয়া আপনি না, আপনার সাথে ছবি তুললে আপনাকে আমার ছোট ভাই মনে হবে
(ভাগ্যিস কাজের ছেলে বলে নাই)। আমি চাচ্ছিলাম কোন বিখ্যাত ব্লগারের সাথে ....
মানে .... আপানার তো ..... অনেক ...... পরিচিত টরিচিত ......
আমিঃ
বই বাইর কর শালা ..... (আইজকা খাইসি তোরে)
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৩ রাত ১০:২৯
নাইট রিডার বলেছেন: আপ্নার ছাত্রের ব্লগে আগ্রহ দেখে বোঝা যাচ্ছে সে এক সময় রুই কাতলা টাইপের ব্লগার হবে। তখন আপনি তার সাথে ছবি তুলে ফেবুতে আপলোড দিয়েন।