নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

"ইনকিলাব, সংগ্রাম, আমার দেশ যা করতেসে ইউটিউবও তাই করসে, তবু আমার বঙ্গদেশে ইউটিউব বন্ধ আর ইনকিলাবের পিস ৩০ টাকা মাত্র- সত্যি জোকাই লামা, কি বিচিত্র এদেশ ......"

১৫ ই মে, ২০১৩ রাত ১:৪৮

কিছুদিন আগে আমার সেই বদের হাড্ডি ছাত্র, যে তার ইঁচড়ে পাকা কথাবার্তার কারনে কম বয়সেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে;আমারে জিগায়



ছাত্রঃ আইচ্ছা ভাইয়া আপনি তো গ্যানি মানুষ, কন দেহি বাংলাদেশে ইউটউব বন্ধ হইল কেন?



আমিঃ ইউ টিউব কোন জাতের জিনিস না এইটা শুধু উল্টা পাল্টা জিনিস ছড়ায়। পোলাপাইনের পড়ালেখার দফারফা,জীবনডা ধংস কইরা ছাড়ে।

শুধু তাই না আমাদের মহানবী (সঃ) কে নিয়ে অপমানজনক একটা ভিডিও "ইনোসেন্স অব মুসলিম" ইউটিউব থেকেই ছড়াইসিল, বুঝলা, এইটা থেকে দূরে থাকবা।



ইউটিউব বন্ধ করা বাকশাল সরকারের ৫ বছরে একমাত্র ভালো কাজ ......



ছাত্রঃ ভাইয়া আপনি খালি ত্যানা পেঁচান, সরাসরি উত্তর দিতে পারেন না, ইউটিউব পোলাপাইনের পড়ালেখা নষ্ট করে ? আপনি জানেন আমাদের এই বাংলাদেশের "সালমান খান" তার "খান একাডেমী" নামের ইউটিউব চ্যানেল দিয়া ৫০ লক্ষ দরিদ্র মানুষরে

শিক্ষা দিচ্ছে, আর ভাইয়া একটু বলেন মহানবী (সঃ) কে নিয়ে অপমানজনক যে ভিডিওটা ইউটিউবে ছিল, সেটাকি ইউটিউব নিজে বানাইসে ?



আমিঃ না ইউটিউব ভিডিও বানায় না,

মানুষ আপলোড করে, ফেসবুকের মত;এত কিছু বুঝ এইটা বুঝ না।

এই ভিডিও এক আমেরিকান বানাইছিল, শালা একটা হারামি .........



ছাত্রঃ ঐ শালা অবশ্যই হারামি, তার চেয়েও অধম। কিন্তু ভাইয়া ইউটিউব যদি ভিডিওটা নাই বানায় তাইলে ইউটিউব বন্ধ হইল কেন?



আমিঃ এইটা তুমি বুঝবা না, বুঝার বয়স হয় নাই, ইউটিউব ব্যাপারটা মানুষের মধ্যে ছড়াইতেছিল। ইউটিউব একটা গণ মাধ্যম, লাখ লাখ মানুষ ইউটিউব দ্যাখে......



ছাত্রঃ আমার দেশ, ইনকিলাব, নয়া দিগন্ত আর সংগ্রাম পত্রিকাও তো নাস্তিক ব্লগারদের লেখা সরাসরি প্রকাশ করেছিল। নবীজি (সঃ) কে অপমান করা হয় এমন জিনিস ছড়াইয়া মানুষকে পড়তে বাধ্য করছিল, তাহলে এই পত্রিকা গুলো নিষিদ্ধ হয় না কেন ?



আমিঃ ঐ শালা নাস্তিক ব্লগাররা কি লিখল, সেটা মানুষকে জানাতে হবে না ?

আর আমার দেশ তো বন্ধ হইসেই ......



ছাত্রঃ সেই কথা তো ইউটিউবের ক্ষেত্রেও খাটে, আর আমার দেশের অনলাইন ভার্সন তো কালকেই দেখলাম। আর বাকি গুলা ............ তাছাড়া .........



আমিঃ খালি ফালতু প্রশ্ন কর ক্যান ?? তুমি তো মিয়া নাস্তিক হইয়া যাইতাসো ...



আর আজকে কত তারিখ, আমার ব্যাতন কৈ ? আঙ্কেল বাসায় ?? ডাকো, আঙ্কেলের সাথে একটু কথা বলি ............

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৩ রাত ২:০১

অমৃত সুধা বলেছেন: ‘মহাসেন’র জন্য মহাপ্রস্তুতি !
http://dhakajournal.com/?p=7506

২| ১৫ ই মে, ২০১৩ রাত ২:২১

নিয়েল হিমু বলেছেন: বেতন পাওয়া গেছিল ?

৩| ১৫ ই মে, ২০১৩ রাত ২:২৫

এস আর সজল বলেছেন: ইনকিলাব ৩০ টাকা!!! কোন আবাল কিনে??? :|| :|| :||

৪| ১৫ ই মে, ২০১৩ রাত ২:২৬

পুংটা বলেছেন: কিন্তু ভাইয়া ইউটিউব যদি ভিডিওটা নাই বানায় তাইলে ইউটিউব বন্ধ হইল কেন? :| X((

৫| ১৫ ই মে, ২০১৩ রাত ২:৫৫

নাইট রিডার বলেছেন: নিয়েল হিমু বলেছেন: বেতন পাওয়া গেছিল ?

৬| ১৫ ই মে, ২০১৩ ভোর ৬:০৪

হাসান মাহবুব বলেছেন: হালারা কি ইউটিউব জীবনেও খুলবে না?

৭| ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:২১

চলতি নিয়ম বলেছেন: =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.