নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

তোমাকে একবার সম্পূর্ণ দেখব বলে ...........

২৪ শে মে, ২০১৩ রাত ৮:০৪

এর পর কেটে গেছে আরও অনেক দিন,

নতুন কুঁড়িতে ফুটেছে নতুন ফুল।

জানালার সচ্ছ কাঁচ বেয়ে তির্যক ভাবে

নেমে আসে সফেদ অরুণাভ

হাল্কা, ঠাণ্ডা, মিষ্টি একটা আলো।



আমি তোমাকে দেখিনা কত্ত দিন

তোমাকে দৃষ্টি ভরে দেখার অধিকারও ওরা কেড়ে নিল;

ওরা বলল আমি নাকি ভালবাসতে পারি না,

ওসব সেন্টিমেন্টাল ব্যাপার আমার জন্য না;

তাই তোমাকে ভালোবাসার অধিকারও নাকি আমার নেই।



ওরা কি জানে ?

কত দিন আমি তোমার নাম জপতে জপতে ঘুমিয়ে পড়েছি,

কত বেলা আমি খাইনি, কত রাত ঘুমোই নি,

কতদিন শুধু হেঁটেছি,

কত আরো কত কেঁদেছি;

ওরা কি কোনদিনও জানবে ?



আমি নিজেও কি জানতাম ?

কতটা তোমায় ভালবাসতাম,

এখনও বাসি,

শুধু তোমাকে একবার সম্পূর্ণ দেখব বলে

আমি কি কি করতে পারি তা কি ওরা জানে,

আমি নিজেও কি জানি ?



একটা ধারালো ছুরি নেমে আসছে গলার উপর,

আমার হাত দুটো উল্টো করে বেঁধে রেখেছে ওরা।

ফিনিক দিয়ে উত্তপ্ত রক্তধারা নেমে এলো সজোরে,

আমি অস্ফুট স্বরে উচ্চারণ করলাম "বিশ্বাসঘাতক" ............

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:১৬

বটবৃক্ষ~ বলেছেন: সুন্দর.....।

ওরা কারা?? জাতি জানতে চায়!! ;) B-) B-)

২৬ শে মে, ২০১৩ রাত ১২:৪৫

হিসলা সিবা বলেছেন: জাতি জানবে না,
আমার দুঃখ আমারই থাক।
জাতি এমনিতেও দুঃখে আছে,
আর দুঃখ বাড়িয়ে কি লাভ লাভ

২| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

২৬ শে মে, ২০১৩ রাত ১২:৪৫

হিসলা সিবা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.