![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
দেইল্লা চোরাকে "আল্লামা সাইদি সাব" না বলার অপরাধে দেশের এক ফেসবুক সুশীল
আমাকে আনফ্রেন্ড করলেন,
এবং ম্যাসেজ পাঠাইলো যে আমি মানুষ ভালো তবে মাথায় কিঞ্চিৎ প্রব্লেম আছে,
আমার মাথা ঠিক হইয়া গেলে আবারো আমাকে তিনি স্মরণ করবেন....
হাশরের ময়দানে তিনি আমার জন্য পাপের ভার বইতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেছেন।
আমি ওনার কাজটা আরও সহজ করে দিলাম, দেইল্ল্যা চোরার আমলনামা সহ ত্যানাকে
পাছায় লাথি মেরে বলক করলাম,
সেই আরাম লাগতাসে, বাথরুম ফেরত আরাম . . . . .
তবে ভদ্রলোকের কথা সত্য, হাশরের ময়দানে আমরা অবশ্যই ফেসবুকে কাজকর্মের জন্য জিজ্ঞাসিত হব,
সময় থাকতে সাবধান হইয়া যান, আমিও হই ... কিচ্ছু বলা যায় না ।
আর একটা কথা আপনাদের কারো কি
"আল্লামা সাইদি সাব" কে দেইল্ল্যা চোরা
"উদ্ধ্যাপক গুলাম আযম" কে গু ইত্যাদি বললে কষ্ট লাগছে ??
তাহলে আমাকে আনফ্রেন্ড কিংবা ব্লক করে অশেষ নেকি হাসিল করুন
এ সুযোগ সীমিত সময়ের জন্য ............
২| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:৩৮
হযবরল আমি বলেছেন: একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখেন-
১. সাঈদীর নামের পরিবর্তনের যে তিনটা ভার্ষন পাওয়া যায় -
ক) আবু নাঈম মোস্তফা দেলোয়ার
খ) দেলোয়ার হোসেন
গ) দেলোয়ার হোসেন সাঈদী
২. বয়সটাকেও এফিডেফিট করে পাল্টাইছে।
৩. উল্লেখ্যঃ সে নিজের বাপের নাম কখনো এফিডেফিট করে নাই।
এখন আসেন এনালাইসিসেঃ
১. এইখানে কোথাও শিকদার ছিল না বা সরানো হয় নাই।
২. বয়সের ক্ষেত্রে লুকাচুরি করছে।
৩. নিজের নাম নিয়া তার কনফিউশন থাকলেও বাপের নাম নিয়া তার কনফিউশন ছিল না দেখা যায়। রাজাকারের লিস্টের রাজাকার দেলু শিকদারের বাপের নাম আর সাঈদীর বাপের নাম আলাদা।
পরিশেষে বিশ্লেষণঃ
১. রাজাকার দেলু শিকদারের নামের "শিকদার" অংশটা কখনোই সাঈদীর নামের সাথে সংযুক্ত ছিল না।
২. দেলু শিকদার আর সাঈদীর বাপের নাম প্রথম থেকেই আলাদা।
এখন আমারে বলেই এই দুইজন এক ব্যক্তি হয় কেমনে? দেলু শিকদারের কুকর্মের দায়ভার সাঈদীর উপরে চাপান হইল কেন?
আমি যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে। যারা অন্যায় করেছে, অবশ্যই তাদের বিচার হোক। কিন্তু সেই বিচারের নাম নিয়া যারে ইচ্ছা তারেই যেকোনভাবে ফাসানোর বিপক্ষে আমি।
গোলাম আযম - নিজামীরে লইয়া ডাইরেক্ট ক্রসফায়ারে দিক বা ফাসি দিক, সমস্যা নাই। কেননা ওদের ব্যাপারে কোন কনফিউশন নাই। কিন্তু রাগ উঠলেই যারে তারে যুদ্ধাপরাধী বানায় দেওয়াটা এই বিচারপ্রক্রিয়াটাকেই প্রশ্নবিদ্ধ করতেছে।
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৪
হিসলা সিবা বলেছেন: কেপি পজেটিভ
৩| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সাঈদীর নামের পরিবর্তনের যে তিনটা ভার্ষন পাওয়া যায় - সেটা ৭২ এর পর।
মুল নাম ছিল দেলোয়ার শিকদার বা দেলু শিকদার
বাপের নামের টাইটেল সহ, ছোটকাল থেকে এই নামেই বড় হইছে। ৭২ এর পরে রাজাকারি নাম ঘোচাতে সে কয়েকবার নাম চেঞ্জ করে।
ক) আবু নাঈম মোস্তফা দেলোয়ার
খ) দেলোয়ার হোসেন
গ) দেলোয়ার হোসেন সাঈদী
. বয়সটাকেও এফিডেফিট করে পাল্টাইছে।
তাদের জমির CS রেকর্ডে বাপের নামে শিকদার টাইটেল আছে, পাপ বাপকেও ছাড়েনা!
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৩ রাত ১:৩৬
পিচ্চি পোলা বলেছেন: হা হা হা! আরাম লাগতাছে