নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

"কানের কাছ দিয়ে যারা গুলি মিস করেছো তাদের উদ্দেশ্যে এক ৪.১ পাওয়া বড় ভাই........"

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০১

"কানের কাছ দিয়ে যারা গুলি মিস করেছো, তাদের বলছি........."



আমার খুব পছন্দের একজন বিজ্ঞানী টমাস আলভা এডিসন, এই লোকটা খুব ভালো ছাত্র ছিলেন বলে আমি কখনও শুনিনি। তবে এতটুকু হলফ করে বলতে পারি তার কাজের ওপর ডক্টরেরট করেছেন এমন মানুষ হাজার দশেক হবে।



শোনা যায় এই লোকটা পেটেন্টের সংখ্যা ছিল আড়াই হাজারের উপরে। আজকের স্ক্রু ড্রাইভার, টুথপেস্টের ক্যাপ থেকে শুরু করে রেডিও, টেলিভিশন, রেকর্ডার জেনারেটর......... এমন কিছু নাই যেটাতে এডিসন নাই।



সেই এডিসন একটা কথা বলেছিলেন, খুব দামী কথা;

"একটা কাগজ কক্ষনোই আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না......"



আজকে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো, অনেকেই ভালো করেছে। দুই একজন মিস করেছে কানের কাছ দিয়ে।



আজকে আমি যত কথাই বলি, এই ছেলে মেয়েগুলোর কাছে কথাগুলো হবে সান্ত্বনা। একটা সময় আমার জীবনেও সময়টা এসেছিল, তবু আমি একটা কথাই বলব আর একটা পরিসংখ্যান দেখাবো।



আজকে পাশের বাড়ির মেয়েটা এ প্লাস পেয়েছে, প্রাণের বন্ধু গোল্ডেন। এই সময়টা সাময়িক,

জীবনটা একটা এস এস সি কিংবা এইচ এস সি পরীক্ষার রেজাল্ট থেকে অনেক বড়।

দুই দিন খুব কাঁদো তারপর উঠে পড়ে লাগো............



তোমরা কি জানো দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে যতগুলো ছেলে মেয়ে ভর্তি হয় তাদের শতকরা ৪০% ও এ প্লাস নিয়ে ঢুকতে পারে না !

কথাটা আমার না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের রিপোর্ট !!



এই বাকি ৬০% ছেলে মেয়েরা কারা ?



দেখো এইবার আটান্ন হাজার ছেলে মেয়ে এ প্লাস পেয়েছে, দেশের সরকারী বিশ্ববিদ্যালয় গুলোর মোট সিট ৩০ হাজারের কম, আর পরিসংখ্যান বলছে জি পি এ ফাইভরা চান্স পায় কম,



এই সিট গুলো আসলে তোমাদের জন্যই।



কোন ভাবে যদি একটা পাবলিকে ভর্তি হয়ে যেতে পারো বিশ্বাস কর কেউ কোন দিনও তোমার রেজাল্ট জানতে চাইবে না। যেই টাকাটা দিয়ে আজকে আব্বু মিষ্টি কিনে আনার কথা তার দশ গুন টাকা দিয়ে এলাকাবাসীকে খাওয়াবে।



নিজের ওপর বিশ্বাস রাখো।



আজ যদি ভেঙ্গে পড়, আর কক্ষনো মাথা তুলে দাঁড়াতে পারবে না।

রেজাল্ট ? সেটা আবার কি,

একটা পরীক্ষা কি তোমার জীবনকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট ?

তুমি এই তুচ্ছ কাগজের কাছে হেরে যাবে ?



আজকেই এডমিশনের প্রস্ততি নেয়া শুরু কর জোরে শোরে, ভাবো তুমি যে কয়টা পয়েন্টের জন্য ফাইভ পাওনি পরীক্ষায় শুধু ততগুলো অবজেক্টিভ ঠিক হলেই হলো। ধরো তোমার রেজাল্ট যদি ৪.৫ হয় তাহলে তুমি মাত্র সাড়ে চার মার্ক পেছনে একজন জি পি এ ফাইভ থেকে।

পারবে না পাঁচটা অবজেক্টিভ ঠিক দাগিয়ে আসতে ?



একবার ভাবো এই দেশে যদি সরসরি রেজাল্টের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ছাত্র ভর্তি করাতো

তাহলে কি অবস্থা হতো ?



আল্লাহর ওয়াস্তে দেশের আনাচে কানাচে ঘুরে ঘুরে পরীক্ষা দাও, নতুন নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে।

হয়ত তুমি এত দূরে গিয়ে পড়বে না, তবুও পরীক্ষাটা দাও।



যদি আজকে হেরে যাও আর কোনও দিন ঘুরে দাঁড়াতে পারবে না,

আর যদি আজকে থেকে লেগে পড়...

সবাই আঙুল তুলে দেখাবে;

দেখ ঐ মেয়েটা/ঐ ছেলেটা ইন্টারে খারাপ করসিল আজকে পাবলিকে পড়ে...... আমরা শালার এ প্লাস পাইয়াও চান্স পাইলাম না।







"হাল ছেড়ো না বন্ধু......বরং কণ্ঠ ছাড়ো জোরে,

দেখা হবে তোমার আমার অন্য গানের ভোরে........."

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০৫

খেয়া ঘাট বলেছেন: "একটা কাগজ কক্ষনোই আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না......"দারুন।++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:১১

হিসলা সিবা বলেছেন: অনেক ধন্যবাদ

২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:১৯

খাটাস বলেছেন: ধরো তোমার রেজাল্ট যদি ৪.৫ হয় তাহলে তুমি মাত্র সাড়ে চার মার্ক পেছনে একজন জি পি এ ফাইভ থেকে।
পারবে না পাঁচটা অবজেক্টিভ ঠিক দাগিয়ে আসতে ?
"হাল ছেড়ো না বন্ধু......বরং কণ্ঠ ছাড়ো জোরে,
দেখা হবে তোমার আমার অন্য গানের ভোরে........."
জুনিয়র দের জন্য অনেক অনুপ্রেরনামুলক পোস্ট। সুন্দর পোস্ট টা ছোট ভাই বোন দের কাজে লাগুক- এই কামনা। আপনাকে ধন্যবাদ বাবা ভাই। :)
ভাল থাকবেন। ++++

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩

হিসলা সিবা বলেছেন: ধন্যবাদ

৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:২১

শান্তির দেবদূত বলেছেন: ইন্সপায়ারিং লেখা। আমি মনে প্রাণে বিশ্বাস করি, যে কোন মানুষ যে জীবনের যে কোন মূহুর্ত থেকে ঘুরে দাড়াতে পারে।

এসএসসি তে খারাপ করলেই কি জীবন শেষ? এইচএসসিতে খারাপ করলেই কি জীবন শেষ? অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলেই কি জীবন শেষ? মোটেও না। যেই মূহুর্ত থেকে কেউ ভাববে সে ঘুরে দাঁড়াবে; সেই মূহুর্ত থেকে সে অন্য মানুষ এবং সে আসলেই পারবে।

আপনার লেখা ভাল লেগেছে। শুভেচ্ছা।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

হিসলা সিবা বলেছেন: কোন মানুষ যে জীবনের যে কোন মূহুর্ত থেকে ঘুরে দাড়াতে পারে।

খুব সত্য কথা

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:১৪

পেন্সিল চোর বলেছেন: আপনার পোস্টের জন্য প্লাস থাকলো কিন্তু সারা দেশে এইভাবে এতো ছাত্র-ছাত্রী খারাপ করলো কিভাবে!!!

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৫৭

হিসলা সিবা বলেছেন: কি জানি ভাই, ছেলে মেয়েরা এখনও সৃজনশীলের জন্য প্রস্তুত না সম্ভবত

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:২৫

ম্যাডাম বলেছেন: "হাল ছেড়ো না বন্ধু......বরং কণ্ঠ ছাড়ো জোরে,
দেখা হবে তোমার আমার অন্য গানের ভোরে........."

পোস্ট টা স্টিকী করা হোক

প্লিজ
দেশে প্রচুর ভালো রেজাল্ট করা ছেলেমেয়ে আছে কটা সত্যিকারের পরিশ্রমি !

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৩৪

হিসলা সিবা বলেছেন: ধন্যবাদ

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:২৬

ম্যাডাম বলেছেন: পোস্ট টা স্টিকী করা হোক

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:২৬

ম্যাডাম বলেছেন: পোস্ট টা স্টিকী করা হোক পোস্ট টা স্টিকী করা হোক পোস্ট টা স্টিকী করা হোক পোস্ট টা স্টিকী করা হোক পোস্ট টা স্টিকী করা হোক পোস্ট টা স্টিকী করা হোক পোস্ট টা স্টিকী করা হোক পোস্ট টা স্টিকী করা হোক পোস্ট টা স্টিকী করা হোক পোস্ট টা স্টিকী করা হোক পোস্ট টা স্টিকী করা হোক পোস্ট টা স্টিকী করা হোক পোস্ট টা স্টিকী করা হোক পোস্ট টা স্টিকী করা হোক পোস্ট টা স্টিকী করা হোক পোস্ট টা স্টিকী করা হোক পোস্ট টা স্টিকী করা হোক পোস্ট টা স্টিকী করা হোক

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:১১

অর্থনীতিবিদ বলেছেন: অনেক কাজের পোস্ট। উৎসাহব্যঞ্জক, নির্দেশনামূলক আবার পরামর্শ প্রদানের বেলায়ও ষোলআনা। দারুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.