![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
হুমায়ুন আজাদ,
তোমার মৃত্যু আমায় অপরাধী করে দেয়;
শুধু তুমি নেই বলেই সভ্য সমাজে আজ
আমি ও আমার মত ভণ্ড শব্দবেশ্যারা পায় কবির খেতাব।
রাষ্ট্র আমাদের দেয় পদ্ম ভূষণ, বিদেশী কাগজে ছাপায় আবর্জনা।
তুমি বেঁচে থাকলে কলমের খোঁচায় এফোঁড় ওফোঁড় করতে
আমার কবিতা লেখার দুঃসাহস।
থাকলে দেখে যেতে পারতে হাজার খানেক ব্লগার বারবার তোমার কথাই
ঘুরিয়ে ফিরিয়ে লিখছে।
"আমি পাকিস্তানকে ঘৃণা করি,
যখন তারা ফুল নিয়ে আসে তখনও......"
কিংবা
"শিশুরা কালসাপ চেনে কিন্তু বাঙালী জামাত চেনেনি......"
তবে হুমায়ুন, যদি তুমি আমাদের ছেড়ে চলে না যেতে
তাহলে হয়ত এবার সত্যিই জামাতকে বিদায় করতে পারতাম চিরতরে,
আফসোস বাঙালী আজাদ চেনেনি,
একশ বছর পরেও চিনবে না .........
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭
হাছন রাধা করিম বলেছেন: দয়াকরে জানিয়ে বাধিত করবেন যে কখন থেকে বাংলাদেশ নামক রাষ্ট্র পদ্ম ভুষণ উপাধি দেওয়া আরম্ভ করলো।