নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

" নারীবাদী বললে যদি আপনার খুব লাগে তাহলে না হয় 'মা'বাদী হলাম "

২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬

সাভার থেকে ঢাকা আসার পথে আমারা যারা মিরপুরবাসী তাদের একমাত্র অবলম্বন "তিতাস পরিবহণ"।

এই বাসের যাত্রীদের একটা বড় অংশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাই একটা জিনিস খুব ভাল করেই চোখে পড়ে

যে প্রচণ্ড ভিড়ের মাঝেও সাধারনত মেয়েদের দাঁড়িয়ে যেতে হয় না, কোন না কোন ছেলে ঠিকই সিটটা ছেড়ে দেয়।



এই সীট ছেড়ে দেয়ার চমৎকার কালচারটা কিন্তু আমাদের দেশে প্রবল ভাবে লক্ষ্য করা যায়,

কি শহর কি গ্রাম, অথচ আমাদের প্রতিবেশী দেশই কিন্তু এই ভদ্রতার লেশমাত্র নেই। আমরা কিন্তু বলি না

যে এটা মেয়েদের অধিকার, এটা আসলে ছেলেদের সম্মান একজন নারীর প্রতি তার মানে বাসে সীট ছেড়ে দেয়া কোন

আইন না, সবসময় প্রয়োজনও নেই এমনটা করার। তবু নিজের মায়ের কিংবা বোনের বয়সী একজনকে একটু সাহায্য করার

সুযোগ বাঙালী ছাড়ে না। এর কারণ আমাদের নৈতিকতা বোধ ব্যাপারটা মোটেও বই ভিত্তিক না, এই ভিত্তিটা আমাদের পরিবার।



আজ বাসে আসার সময় একটা ছোট ঘটনা লক্ষ্য করলাম। ঘটনার উৎস এক মধ্য বয়স্ক মহিলাকে নিয়ে,

না বাসের সীট খালিই ছিল শুধু মহিলা তার পাশের ভদ্রলোক সহযাত্রীকে জানালার পাশের সিটটাতে বসতে বলছিলেন।

এই নিয়ে কথা চলছিল হঠাৎ ভদ্রলোক বললেন



"আপনারা না সারাদিন খালি পুরুষ নারী সমান অধিকার বলে লাফালাফি করেন, আবার আলাদা সুযোগ চান কেন ?"



আমি বললাম

"ভাই নিজের মায়ের জন্য অধিকার চাইলে সেটাকে লাফালাফি বলবেন ??"



"খবরদার!! মা নিয়া একটা বাজে কথা বলবেন না......"



"ও আচ্ছা আপনার 'মা'ই শুধু 'মা' আর কারো 'মা'তো মা না "



মায়ের অধিকার আর নারীর অধিকার এই শব্দদুটির মধ্যে ফারাকটা কি ? নারী মানেই তো মা......

নিজের মায়ের ক্ষুদ্রাতিক্ষুদ্র অসম্মান তো আপনি মেনে নেন না আবার রাস্তাঘাটে অন্যের মা কে অপদস্থ করতে ছাড়েন না।

তাহলে কিসের মনুষ্যত্ব ?



আমার এক চাচা হঠাৎ একদিন আমাকে ডেকে বললেন

"তোমাদের শাহবাগের নাচানাচির খবর কি ?

ছেলে মেয়ে একসাথে লাফালাফি, কচলাকচলি করতে তো খুব ভালো লাগার কথা, তাই না ......"



আমি বিস্ময়ে হতবাক হলাম... আমার এই চাচার সাথে আমার খুবই শ্রদ্ধ্যার সম্পর্ক,

তার সাথে আমার বেশীর ভাগ কথাবার্তা হয় খুব ফরমাল না হয় এডুকেসনাল, উনি এধরণের বাজে মন্তব্য

সরাসরি আমার সামনে করতে পারেন আমি স্বপ্নেও ভাবতে পারি না।



অথচ ওনাকে আমি যতদূর চিনি মোটামুটি প্রগতিশীল চিন্তাধারার অধিকারী,

চাচার ছোট মেয়েটাকেও দুয়েকবার আমি শাহবাগে দেখেছিলাম...... এখনও ফেসবুকের কল্যানে মাঝে মাঝে

তার স্লোগান মুখর ছবি দেখি।

শুধু রাজনৈতিক ভিন্ন মতের কারণে এধরণের মন্তব্য।



আমি সেদিন কিছুই বললাম না, নিজের অযাচিত মতামত প্রতিষ্ঠিত করতে না পেরে এমন নোংরারাস্তা ধরেন যে নিজের পরিবারও

সেই মুখ থেকে বাচতে পারেন না।



যে সব মেয়েদের নিয়ে বাজে মন্তব্য করছেন তারা কি পাশের দেশ থেকে ভাড়া করে আনা ...... নিজের দেশের না...... নিজের মেয়ে না ????

নিজের না হলেও আশেপাশেরই হবে,



কথা বলার আগে একটু ভাবুন ...... সবাই আমার মত ছেড়ে কথা বলবে না।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৩

গরম কফি বলেছেন: সহমত

২| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৫

ব্লগার ইমরান বলেছেন: সুন্দর লেখা।
রাসুলে( সা:) - এর একটি হাদিস আছে এরকম : সম্মানিতরাই মহিলাদের সম্মান করে।
হাদিস পুরো মনে নেই, সোর্স -ও খেয়াল নেই, তবে এইরকমই ছিলো হাদিসটি।
সম্মান যদি নাই আসে তাহলেও ত এটলিস্ট মহিলারা আপনার থেকে শক্তিতে কম ন্যাচারালি। কম শক্তির জন্য হলেও ত একটু বীর পুরুষ (!) সাজা যায় নাকি ?

৩| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৩

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার লিখেছেন। সহমত +++

৪| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

জগ বলেছেন: আমার এক চাচা হঠাৎ একদিন আমাকে ডেকে বললেন
"তোমাদের শাহবাগের নাচানাচির খবর কি ?
ছেলে মেয়ে একসাথে লাফালাফি, কচলাকচলি করতে তো খুব ভালো লাগার কথা, তাই না ......"

আপনের চাচারে আমার সালাম জানায়েন, উনি অত্যন্ত উচিৎ কথা বলছে।

আর মায়ের ইমোশন ব্যবহার করে শাহবাগের লাকি আক্তারদের নর্তন-কুর্দন, লদকা-লদকি ইত্যাদি হালাল করার যেই দুর্গন্ধযুক্ত চেষ্টা আপনি করতেছেন তার উপরে জুতা এবং গদাম সহকারে মাইনাস। X(

৫| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

তারেক বলেছেন: হেঃ হেঃ জগ ভাই একেবারে ডলা মারছে।

৬| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

কাফের বলেছেন: পোষ্টে +++++

উপরে নোংড়া দুইটা ছাগল আইসা পরিবেশ নষ্ট কইরা দিল। X((

৭| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

হিসলা সিবা বলেছেন: চাচার মেয়ের কথাটা চাচারে জানাই নাই সম্মান কৈরা,
আর যে মায়ের ইমশোন ব্যাবহার করসি সেটা আমার মা আমার দেশের মা,
কোন পাকিমন পেয়ারুর না.........

পাকি জারজরা গদাম ছাড়া আর কিইবা দিতে পারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.