নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

একজন বঙ্গবীর যিনি জীবদ্দশাতেই মুক্তিযোদ্ধার সম্মানটাও হারালেন...

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৬

"শহীদ বুদ্ধিজীবীদের সবাই পাকিস্তানপন্থী সুবিধাভোগী ছিলেন। শুধু বেতন-ভাতার জন্য তারা পালিয়ে যাননি,

বরং ঢাকায় অবস্থান করেছেন এবং এ কারণেই তারা মৃত্যুবরণ করেছেন। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বেশি বাড়াবাড়ি করা হয়,

বাংলাদেশ স্বাধীন হবে এইটুকু বোঝার মত বুদ্ধি ওই বুদ্ধিজীবীদের ছিল না।



ডিসেম্বর মাসে দেশ স্বাধীন হবে- বাংলাদেশের ওই বুদ্ধিজীবীরা যদি এটা বুঝতে পারতেন, এটি যদি তাদের বুদ্ধিতে কুলাতো,

অতো বুদ্ধি যদি তাদের থাকতো, তাহলে তারা নভেম্বরের শেষদিকে ঢাকা থেকে পালাতেন। তারা মনে করেছেন,

এই দেশ স্বাধীন হবে না, আর হলেও কতদিনে হবে তার ঠিক নেই। আমরা আরো দু’চার বছর বেতন-টেতন ঠিকমতো নিয়ে

ঢাকা শহরে ঠিকই থাকতে পারবো।



যে মানুষগুলো পাকিস্তানের জন্য ডিসেম্বরের ১৩/১৪ তারিখ পর্যন্ত নিজেদের সমস্ত মেধা পাকিস্তানকে দান করেছেন,

তাদেরকে আমরা কি-যে সম্মান দিলাম!"



উপরের কথাগুলো বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি



কাদের সিদ্দিকির বর্তমান অবস্থান অবশ্যই স্বাধীনতা বিরোধীদের পক্ষে,

বঙ্গবীর খেতাব লাগিয়ে তিনি যথেচ্ছ মুক্তিযোদ্ধাদের হেয়, অপমান করে আসছেন।

এবার তার হাত থেকে বাঁচতে পারেনি শহীদ বুদ্ধিজীবীগণ পর্যন্ত!!



লিঙ্কঃ

১)http://www.weeklysonarbangla.net/news_details.php?newsid=10512

২)http://bangla.irib.ir/2010-04-21-08-29-09/2010-04-21-08-29-54/item/51612-শহীদ-বুদ্ধিজীবীরা-পাকিস্তানপন্থী-সুবিধাভোগী-ছিলেন-কাদের-সিদ্দিকী

৩)http://newspage24.com/2013/index.php?m=details&id=3610

৪)http://www.banglanewsonlinebd.com/index.php?option=com_content&view=category&id=62&layout=blog&Itemid=79

৫)http://alltimenews24.com/News/NewsDetail/2403



সবগুলো লিঙ্কে খবর একটাই শুধু যাচাই করার জন্য এতগুলো লিঙ্ক দেয়া ।



কাদের সিদ্দিকির বীরত্বের গল্প প্রথম জানতে পারি হুমায়ূন আহমেদ এর শ্রেষ্ঠ বই "জোছনা ও জননীর গল্প" বইয়ে।



...১৬ ডিসেম্বর জেনারেল আরোরা কাদের সিদ্দিকিকে পাকি জেনারেল নিয়াজীর সাথে পরিচয় করিয়ে দেন।

নিয়াজি কাদের সিদ্দিকির দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলে তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বলেন



"যারা নারী ও শিশুদের হত্যা করে, আমি তাদের সাথে করমর্দন করি না"



সেদিন থেকে এই মানুষটাকে আমি অসম্ভব শ্রদ্ধা করতাম, কিন্তু তিনি তার একাত্তরের সম্মান ধরে রাখতে পারেননি।

তার আসল চরিত্র জানতে স্পষ্ট ভাবে জানতে পারি হুমায়ূন আহমেদের "দেয়াল" পড়ে।



কাদের সিদ্দিকির মত মানুষদের জন্য শ্রেষ্ঠ কথাটা বলেছেন হুমায়ূন আজাদ স্যার



"একজন রাজাকার চিরদিনই রাজাকার কিন্তু একজন মুক্তিযোদ্ধা চিরদিন মুক্তিযোদ্ধা নয় "



এই পোস্টে যদি কেউ "ভুল কি বলেছেন" টাইপ কমেন্ট করেন লাথি মেয়ে ব্লক করা হবে কথা দিচ্ছি

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৭

মাজহারুল হুসাইন বলেছেন: হুমায়ূন আজাদ ষাড় !

২| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: ৭১ এ কাদের সিদ্দীকীকে নিয়ে আমরা যতটুকু গর্বিত ছিলাম, বর্তমানে আমরা তাকে নিয়ে তার চেয়েও লজ্জিত ..........

৩| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬

প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: লোকটা ক্ষমতা আর অর্থের কাছে বিক্রি হয়ে গেলো! দুঃখজনক

৪| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০০

জাভেদ৫০ বলেছেন: বুড়া বয়সে মানুষের ভীম রতি হয়। কাদের সীদ্দিকীও এর ব্যতিক্রম না

৫| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৭

হু-কেয়ারস বলেছেন: '' এই পোস্টে যদি কেউ "ভুল কি বলেছেন" টাইপ কমেন্ট করেন লাথি মেয়ে ব্লক করা হবে কথা দিচ্ছি ''

কমেন্ট করার অপশন বন্ধ করে দেন ভাই, শুধু বলার জন্যে যদি বলেন এই অপশন না থাকাই বেটার। শোনার মানসিকতা না থাকলে বলার অধিকার কি থাকে ????

৬| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১২

অনুভব আন্জুম বলেছেন: আমি আরও একাধিক মুক্তিযোদ্ধাদের মুখে বুদ্ধিজীবিদের সম্পর্কে এমন মন্তব্য শুনেছি যারা মোটেও রাজনীতির সাথে যুক্ত না।যদি একাধিক মুক্তিযোদ্ধার মতামত এ ব্যাপারে একই হয়ে থাকে তাহলে ব্যাপারটা নিয়ে সন্দেহ থেকেই যায় (নিশ্চয়তা দিয়ে কিছু বলছি না কারণ আমার জন্ম '৭১এর অনেক পরে)

আর এই পোস্টে যদি কেউ "ভুল কি বলেছেন" টাইপ কমেন্ট করেন লাথি মেয়ে ব্লক করা হবে কথা দিচ্ছি কথাটা দিয়ে মনে হয় নিজের মতামতকেই প্রাধান্য দিলেন।কেউ ভিন্ন মত প্রকাশ করতে চাইলেই আপনি টা জানতে চান না।আপনি নিজে কতটা নিশ্চিত এ ব্যাপারে? প্রশ্ন রইলো।

৭| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৩

িটউব লাইট বলেছেন: দেশটাই স্বাধীন হয় নাই! শুধু শুধু কয়েক লক্ষ লোক প্রাণদিল আর ম-বোনেরা একটা ধর্ষণকারী জাতীর হাতে নির্যতিত হল।

৮| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫২

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: "কাদের সিদ্দিকির বীরত্বের গল্প প্রথম জানতে পারি হুমায়ূন আহমেদ এর শ্রেষ্ঠ বই "জোছনা ও জননীর গল্প" বইয়ে" এত কম জেনে কাদের সিদ্দিকি সম্পর্কে মন্তব্য করেন। স্ট্রেন্জ!!!

অবশ্য মুক্তিযোদ্ধা ১৪ ডিসেম্বর ব্রিগ্রেডের মত এখন যেভাবে নব্য মুক্তিযুদ্ধ চেতনার গরু ছাগল বাড়তে আছে, তাতে আমাদের চিন্তিত হবার কারণ আছে বলেই মনে হয়।

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৬

হিসলা সিবা বলেছেন: কাদের সিদ্দিকি সম্পকে কথা বলতে নব্য মুক্তিযুদ্ধ চেতনার গরু ছাগলদের
ঠিক কতটুকু জানতে হবে ??

৯| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৯

হিসলা সিবা বলেছেন: আমি যেমন "মুক্তিযুদ্ধ হয় নাই" টাইপের মনমানসিকতার মানুষদের সাথে কথা বলতে নারাজ
ঠিক তেমনি
যারা মনে করে
"শহীদ বুদ্ধিজীবীদের সবাই পাকিস্তানপন্থী সুবিধাভোগী ছিলেন। শুধু বেতন-ভাতার জন্য তারা পালিয়ে যাননি,"
তাদের সাথে কথা বলতেও নারাজ

১০| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২২

অচেনাসময় বলেছেন: শুধু শুধু মুজিব কোট না পড়ে জামাতে যোগ দিলেই পারে কাদের সিদ্দিকী

ভণিতা না করে সরাসরি বললেই হয় মুক্তিযোদ্ধই হয়নি ।

এই কাদের ৭১' এর কাদের না, সে হলো জামাতের টাকারকাছে বিক্রি কাদের ।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৬

হিসলা সিবা বলেছেন: ভাই দারুণ বলেছেন

১১| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৩

সেফানুয়েল বলেছেন: চিন্তা করতে আমার বিবেকও লজ্জা পায় যে কাদের সিদ্দিকি মুক্তিযোদ্ধা ছিলো। যদি যুদ্ধ করেই থাকে তাহলে নিজের হীন স্বার্থের জন্যই করেছে।

১২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৩

আমি ব্লগার হইছি! বলেছেন: কাদের সিদ্দিকীর মানসিক সুস্হতা নিয়েই তো এখন আমার সন্দেহ হচ্ছে। শুধু মাত্র টাকা পয়সা বা ক্ষমতার জন্যে মানুষ মনে হয় এত নীচে নামতে পারে না। উনার মাথা মনে হয় পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে।

১৩| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৮

মামুন হতভাগা বলেছেন: আমি ব্লগার হইছি! বলেছেন: কাদের সিদ্দিকীর মানসিক সুস্হতা নিয়েই তো এখন আমার সন্দেহ হচ্ছে। শুধু মাত্র টাকা পয়সা বা ক্ষমতার জন্যে মানুষ মনে হয় এত নীচে নামতে পারে না। উনার মাথা মনে হয় পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে।

১৪| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৬

সাদ আরেফিন বলেছেন: ছাগুলিগের পোস্টে মুইতা দিয়া গেলাম , খেয়ে ফাকিস্তান চলে যা

১৫| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৭

হিসলা সিবা বলেছেন: "শহীদ বুদ্ধিজীবীদের সবাই পাকিস্তানপন্থী সুবিধাভোগী ছিলেন। শুধু বেতন-ভাতার জন্য তারা পালিয়ে যাননি,"

এই কথা যারা সমর্থন করে তারা পাকিস্তান যা

১৬| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:০২

তিক্তভাষী বলেছেন: কাদের সিদ্দিকীর এই কথার উচিত জবাব দেওয়া সম্ভব- যদি শহীদ বুদ্ধিজীবীরা ঐ সময়ে ঢাকায় থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মহতী উদ্দেশ্যে যে কাজগুলো করেছেন তার একটি বিবরণ দেয়া যায়।

১৭| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩০

এই আমি সেই আমি বলেছেন: কাদের সিদ্দকি হল জামাতের মিলিয়ন ডলার প্রজেক্টের মেঘা শিকার । তার বর্তমান কথা বার্তা দুইটি জিনিস প্রমাণ করে । প্রথমত হাসিনা কাদের সিদ্দিকির কন্ট্রাক্টারি বন্ধ করে তার পেটে লাথি মারছে আর দ্বিতীয়ত টাকা দেখলে কাঠের পুতলাও হা করে । আরও দেখুন যে বাঘায় নিয়াজির সাথে হাত মিলায় নাই সে আজ রাজাকারের সাথে গলা মিলায় ।

১৮| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৪

হাসিব০৭ বলেছেন: যেখানে হাসিনা রাজাকারদের সাথে হাত মিলাতে পারে শুধুমাত্র ক্ষমতার জন্য তাহলে কাদের সিদ্দিকি কে কেন রাজাকার বলছেন। আগে শেখ পরিবারের দিকে পারলে আঙ্গুল তোলেন তারপর না হয় চেলা পেলার দিকে

১৯| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০২

খেয়া ঘাট বলেছেন: একজন রাজাকার চিরদিনের জন্য রাজাকার আর একজন মুক্তিযোদ্ধা চিরদিনের জন্য মুক্তিযোদ্ধা।-- যে রাজাকারি করলো এর পর হাজার বার দেশপ্রেমিক হলেও তার সে দিনের রাজাকারিত্ব মুছা যাবেনা ।আবার যিনি মুক্তিযুদ্ধ করলেন এরপর অন্যদলের প্রতি আনুগত্য করলেন বলেই উনার মুক্তিযোদ্ধের কীর্তি মুছা যাবেনা।

বিভিন্ন বাহারি শব্দের ব্যবহার করে আলঙকরিক বাক্য তৈরী করলেই সেই বাক্যকে বেদবানী হিসাবে মেনে নিতে হবে তার কোনো মানে হয়না।

তাই গোলাম আযম চিরদিনের জন্য রাজাকার আর কাদের সিদ্দিকী চিরদিনের জন্য মুক্তিযোদ্ধা।

২০| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৮

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: এই কাদের ৭১' এর কাদের না, সে হলো জামাতের টাকার কাছে বিক্রি কাদের ।

২১| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৬

দখিনা বাতাস বলেছেন: নেত্রকোনার বিরিশিরি দুর্গাপুর, জারিয়া, শ্যামগন্জ- এই এলাকার লোকজন কাদের সিদ্দিকিরে চিনে চোর হিসাবে। আমিও ২০০৭ এ বিরিশিরি ঘুরতে গিয়া ৩টা সেতুর টাকা মাইরা ভাইগ্গা যাওয়া কাদের সিদ্দীকিরে এরপর থেকে, হাসিনা খালেদার মত আরেকটা চোর হিসাবেই চিনি।

২২| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩

হিসলা সিবা বলেছেন: কাদের সিদ্দিকি বুদ্ধিজীবীদের অপমান করসে এটা লেখার অপরাধে আমি রাজাকার ট্যাগ খাই
ভালোই তো......... =p~ !:#P :-&

২৩| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩১

পরিযায়ী বলেছেন: হাসিব০৭ বলেছেন: যেখানে হাসিনা রাজাকারদের সাথে হাত মিলাতে পারে শুধুমাত্র ক্ষমতার জন্য তাহলে কাদের সিদ্দিকি কে কেন রাজাকার বলছেন। আগে শেখ পরিবারের দিকে পারলে আঙ্গুল তোলেন তারপর না হয় চেলা পেলার দিকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.