![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
ইন্ডিয়া সুপার পাওয়ার হতে চলছে, কথাটা এখন বাজারে খুব শোনা যায়।
শুধু হিন্দি সিরিয়াল, বলিউড আর মুকেশ খাম্বানি দিয়ে সুপার পাওয়ার হওয়া যায় না।
২০১০ সালের ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্টে বলেছে,
প্রায় ৪০ কোটির (৩২.৭%) অধিক ভারতীয় লোক আন্তর্জাতিক দরিদ্রসীমার নীচে বসবাস করে।
যাদের দৈনিক আয় সোয়া ১ ডলার থেকেও কম !!!
আর দুই ডলারের কম আয় করে ৮৪ কোটি লোক!!
হিন্দি সিরিয়াল কিংবা বলিউডের ঝকঝকে সিনেমার স্ক্রিনে এই নাঙ্গাভুখা ভারতীয়দের কখনো দেখানো হয় না!
এরা থাকে পর্দার অন্তরালে। অন্ধকার জগতে।
এ জাতির নিজস্ব একটা কালচার নাই, যতটুকু আছে সেটাও প্রায় পুরটাই বাঙালীদের থেকে ধার করা।
তাই যত নাচানাচি আর ফালাফালি করুক বাংলাদেশের আগে ইন্ডিয়া সুপার পাওয়ার হবার কারণ দেখি না ...
আর পরমাণু শক্তি ??
একশ কোটি মানুষের চৌরাশি কোটি একবেলা খায়, আবার পরমাণু শক্তি চো......য়
এত শক্তি থাকলে নিজের মানুষরে খাবার দিক ......
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫০
ভোরের সূর্য বলেছেন: ২০১০সালের রিপোর্ট দিলেন ২০১৩সালের শেষে!!!!!!! যুদ্ধ যখন করবেন তখন আপনার হাতে আধুনিক অস্ত্র থাকতে হবে। AK-47 এর যুগে আপনি কি ঢাল তরোয়াল দিয়ে যুদ্ধ করবেন?একসময় মালেশিয়া থেকে ছাত্ররা আমাদের দেশে পড়তে আসতো সেটা এখন বলে কি লাভ। আশাকরি বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি।