![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
মান্না দের মৃত্যু সংবাদ হজম করা আমার জন্য খুব সহজ কাজ না।
আচ্ছা আমি মান্না দে কে কখন থেকে চিনি ?
সম্ভবত ছোট বেলা থেকে, ছোট বেলা বললে ভুল হবে। আমার বাবা মান্না দের খুব বড় ভক্ত ছিলেন,
খুব সম্ভবত আমি আমার মায়ের গর্ভে থেকেই এই সুরের সাথে পরিচিত... তাই আমার ক্ষেত্রে অন্ধ ভক্ত
কথাটা খাটে না। আমি ওনার জন্ম ভক্ত।
"যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়,
তবুও তুমি আমার
যদি নায়াগ্রা জলপ্রপাত একদিন সাহারের কাছে চলেও যায়
তবুও তুমি আমার।
যদি প্রশান্ত মহাসাগরে একফোটা জল আর নাও থাকে
যদি গঙ্গা-ভলগা-হোয়াংহো নিজেদের শুকিয়েও রাখে
যদি ভিসুভিয়াস-ফুজিয়ামা একদিন জ্বলতে জ্বলতে জ্বলেও যায়
তবুও তুমি আমার।"
অথবা,
“ক’ফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে?
পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কী করে এখানে তুমি আসবে?
কটা রাত কাটিয়েছো জেগে?
স্বপ্নের মিথ্যে আবেগে?
.........
কী সুখ জলাঞ্জলি দিয়েছো,
যে তুমি সুখের সাগরে ভাসবে?”
আমার ছোট বোনের প্রিয় গান "ছোট বোন",
"মার স্নেহ কাকে বলে জানি না বাবার মমতা কি বুঝতে না বুঝতেই
এ বিরাট পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার আর কেউ নেই
সে আমার ছোট বোন
বড় আদরের ছোট বোন,
......
তার গান থেমে গেছে নেই শ্রোতা আর
আমি একা বসে আছি স্মৃতি নিয়ে তার
আনন্দ নিয়ে গেছে ওরা সকলে
দুঃখটা হোক আজ শুধুই আমার..."
"ও রানী সাহেবা" গানটার কথা কি করে ভুলে যাই ?
দুঃখ আমাকে দুঃখী করেনি,করেছে রাজার রাজা
ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাঁজ ঘরে রাজা সাজবো না আর
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা।
.........
তাই মখমলে ঢাকা রুপোর থালায়
আসরের মাঝে পাঠালে আমায় একটি গোলাপ তাজা..."
হয়ত তোমারই জন্য হয়েছি প্রেমেতে বন্য, গানটার কথা মনে আছে আপনাদের ?
"হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়ায়ে
যদি কখনো এ প্রান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই।।
আমি যে নিজেই মত্ত
জানি না তোমার শর্ত
যদি বা ঘটে অনর্থ
তবুও তোমারে চাই।
আমি যে দুরন্ত দু’চোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই ।।
তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ
রেখোনা মনের দ্বন্দ
সব ছেড়ে চলো যাই।"
অথবা
"আমি কোন পথে যে চলি
কোন কথা যে বলি
তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই
মনের চোরাগলি..."
চাঁদের গান ভুলি কি করে ?
"চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি
কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি..."
বিরহি প্রমের গানের জন্য বাংলা গানে মান্না দে ছাড়া আর কোন নাম কি কখনও হতে পারে ?
"আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম
জানিনা কোন ভুলে তোমার আঁচলে জড়ালাম
আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলাম
কেন যে তোমার বুকেrর দীর্ঘশ্বাস ছড়ালাম
সকলেই অঝর ধারার বৃষ্টি কি আর হয়
কেউ কেউ আগুন হয়েই সারাজীবন রয়
আমি অনেক দূরের ফাগুন হয়েই বেশ ছিলাম
কেন যে কাছে এসে তোমার মনে ছড়ালাম..."
কিংবা
"ও কেন এত সুন্দরী হলো ।।
অমনি করে ফিরে তাকালো ।।
দেখে তো আমি মুগ্ধ হবোই
আমি তো মানুষ
ও কেন এত সুন্দরী হলো
সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে
ঝড় উঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে ।।
ও কেন তখন উড়িয়ে আচল ।।
খোলা চুলে বাইরে এলো
দেখে তো আমি মুগ্ধ হবোই
আমি তো মানুষ
ও কেন এত সুন্দরী হলো..."
অথবা
"সুন্দরীগো দোহাই দোহাই
মান করোনা
আজ নিশিথে কাছে থাকো
না বলো না
অনেক শিখা পুড়ে তবে
এমন প্রদীপ জ্বলে
অনেক কথার মরণ হলে
হৃদয় কথা বলে
না না
চন্দ্রহারে কাজলধোঁয়া
জল ফেলোনা
একেই তো এই জীবন ভরে
কাজের বোঝাই জমে
আজ পৃথিবীর ভালোবাসার
সময় গেছে কমে
একটু ফাগুন আগুন দিয়ে
না জ্বেলোনা
সুন্দরীগো ......"
এরপর
"সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয়, কেউ হয়না।
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
কপালে সবার নাকি সুখ সয় না।।
সবাই তো সুখী হতে চায়
আশায় আশায় তবু এই আমি থাকি,
যদি আসে কোনোদিন সেই সুখপাখি ।।
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না।।
সবাই তো সুখী হতে চায়
ভালোবেসে সুখী হতে বলো কে না চায়?
রাধা সুখী হয়েছিল সেই শ্যাম রায়। ।
আমিও রাধার মতো ভালোবেসে যাবো,
হয় কিছু পাবো নয় সবই হারাবো
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না..."
আমার খুব প্রিয় আরেকটা গান
"তুমি একজনই শুধু বন্ধু আমার
শত্রুও তুমি একজন
তাই তোমাকেই ভালো লাগে
তোমাকেই ভালো লাগে
তুমি আমার পূর্ণিমা রাত
তুমি চন্দ্রগ্রহণ
তাই তোমাকেই ভালো লাগে
তোমাকেই ভালো লাগে
ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে
তেমনি আবার ও হাত ধরেই ফিরে আসি আমি জীবনে ।।
যে নয়ন জ্বালে দারুন আগুন
বৃষ্টিও দেয় সে নয়ন
তাই তোমাকেই ভালো লাগে
তোমাকেই ভালো লাগে
তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি
এই মনে হয় সব হারিয়ে শূণ্য আমায় করেছি ।।
যে সাপের মণি দেয় গো আলো
সেই যে করে দংশন
তাই তোমাকেই ভালো লাগে
তোমাকেই ভালো লাগে
তুমি একজনই শুধু বন্ধু আমার
শত্রুও তুমি একজন
তাই তোমাকেই ভালো লাগে
তোমাকেই ভালো লাগে..."
শেষ করে দেই আজ মনটা বড় খারাপ থাকবে...
ভালো থাকুন গুরুজি,
অনন্ত অসীমের পথে যাত্রা হোক শুভ...
২| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫
স্বপনচারিণী বলেছেন: একসময় মান্নাদের ক্যাসেট কিনে গান শুনতাম। নেশা ধরে যেত। আজ তিনি নেই। কিন্তু তাঁর গান আমাদের হৃদয়ে বেঁচে রবে চিরিদিন। তাঁর আত্মা চির শান্তিতে থাকুক।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২১
ঢাকাবাসী বলেছেন: আমার প্রিয় শিল্পীদের একজন। তাঁর আত্মা শান্তি পাক।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই একজন বিখ্যাত গুনি শিল্পির অভাব বোধ করবে তার ভক্ত
কুল ।।