![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
উত্তরঃ
আমরা জানি,
একাত্তরে বাংলার জনসংখ্যা = ৭.৫ কোটি,
পাক বাহিনী আত্মসমর্পণ করে = ৯২ হাজার,
মুক্তিযুদ্ধ হয়েছে = ২৬৬ দিন,
এবার একটু ক্যালকুলেটর নিয়ে বসি,
যদি,
শহীদের সংখ্যা ৩ লক্ষ,
তাহলে পাক বাহিনীর প্রতি সদস্য কে প্রতিদিন মারতে হবে = (৩ লক্ষ/ ৯২ হাজার) X ২৬৬ দিন = ৮৬৭.৩৯ জন কে।
যদি,
শহীদের সংখ্যা ৩০ লক্ষ,
তাহলে পাক বাহিনীর প্রতি সদস্য কে প্রতিদিন মারতে হবে = (৩০ লক্ষ/ ৯২ হাজার) X ২৬৬ দিন = ৮৬৭৩.৯ জন কে।
এবার একটু লক্ষ্য করুন
ওয়ার্ল্ড পপুলেশন ডাটা শিট অনুযায়ী প্রতিদিন আমাদের দেশে মানুষ মারা যায় = ৪১২১.৭ জন।
এবার আপনাকে একটা প্রশ্ন করি জনাব,
একাত্তরে পাক হানাদার বাহিনী বাংলাদেশে কি যুদ্ধ করতে এসেছিলো ? না কি হাডুডু খেলতে ?
এখন আমাদের দেশে আর যাই হোক যুদ্ধ হচ্ছে না, তবু প্রতিদিন চার হাজার মানুষ মারা যাচ্ছে
আর একাত্তরে পৃথিবীতে শ্রেষ্ঠ বলে দাবিদার পাক বাহিনী প্রতিদিন মাত্র ৮৬৭ করে মানুষ মারতো? ৮৬৭৩ ও...তো অনেক কম বলে মনে হচ্ছে।
সুতরাং সন্দেহাতীত ভাবে প্রমাণিত হল যে একাত্তরে যদি আসলেই কোন যুদ্ধ হয়ে থাকে, তাহলে সেখানে শহীদের সংখ্যা মোটেও তিন লাখ নয় বরং তিরিশ লাখেরও অনেক বেশী।
(প্রমাণিত)
ত্রুটি একঃ
একটা কথা, একটু ভেবেছেন;
আমরা অংক করার সময় যেসব পাক আর্মি এদেশে মারা গিয়েছিল তাদের হিসাব করি নাই,
ওরাও নিশ্চয়ই কিছু বাঙ্গালীদের নিশ্চিত ভাবে মারতে পেরেছিলো (তাহলে এটা তো নিশ্চিত সৈনিক সংখ্যা ৯২ হাজারের বেশী হওয়ার কথা)
ত্রুটি দুইঃ
আরেকটা কথা,
আমরা যে রাজাকার আলবদর কিংবা বিহারীদের হিসাবই করি নাই,
অথচ ওরা যে হাজার হাজার মানুষ মেরেছিলো সেই বিষয়ে তো সন্দেহ নাই।
এবার আপনারা বলেন ত্রুটি দুটি দূর করা হলে হিসাব তিন লাখের দিকে যায়
নাকি তিরিশ লাখের দিকে?
এই লেখাটা আমার জন্য একটা অপমান জনক লেখা, তবু লিখতে হচ্ছে কারণ এই দেশে এখনও অনেক মানুষ আছেন যারা
"......নয় মাসে তিরিশ লাখ মানুষ মারা অসম্ভব......"
"......থ্রি লাখ বলতে গিয়ে থ্রি মিলিয়ন বলে ফেলেছে......"
-নীতিতে
বিশ্বাস করে। এদের সামনে আপনি যতই প্রমাণ উপস্থাপন করেন। এরা অস্বীকার করবে।
তবে সত্য, তা তো সবসময়ই প্রতিষ্ঠিত।
"বাতাসের হিমে তিরিশ লক্ষ শহীদের করতল
জনপদ জুড়ে হাওয়ার কোরাসে আহ্বান অবিচল;
আমাদের বুকে রৌদ্র লিখেছে নিহতজনের নাম
গণহত্যার বিচার করবো, প্রতিজ্ঞা করলাম..."
জয় বাংলা... জয় বাংলা... জয় বাংলা...
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১২
হিসলা সিবা বলেছেন: দাদা, একটা বই লেখার চেষ্টায় আছি। সংকলন থলো ।
রাজাকার নিপাত যাক
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৮
লাতি বলেছেন:
এই সমস্ত ছবি প্রমাণ করে ১৯৭১ সালে কত মানুষ নিহত হয়েছিল । হিসাবের দরকার নেই।
বি,এন,পি সাবেক ও এলডিপির বর্তমান নেতা কর্নেল আলী আহম্মদ তার নিজ লেখায় লিখেছেন।
চট্টগ্রামের সীতাকুন্ডে পাহারের যুদ্ধে তার নিজ হাতে ৩০০ টির উপর ভারতীয় সেনা সদস্যের লাশ ভারতীয় হেলিকপ্টারে তুলেদিয়েছেন। আর বাংলাদেশী মুক্তিযোদ্ধার প্রকৃত সংখ্যা কত তা তিনি বলতে পারেনি, যেদিকে তাকাচেছ লাশ আর লাশ, সেই যুদ্ধে মুক্তিবাহিনি প্রথমে পিছু হটেছিল।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৬
খেয়া ঘাট বলেছেন: "বাতাসের হিমে তিরিশ লক্ষ শহীদের করতল
জনপদ জুড়ে হাওয়ার কোরাসে আহ্বান অবিচল;
আমাদের বুকে রৌদ্র লিখেছে নিহতজনের নাম
গণহত্যার বিচার করবো, প্রতিজ্ঞা করলাম..."
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৪
হিসলা সিবা বলেছেন: জয় বাংলা
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৯
পাউডার বলেছেন:
জামাতে পিছলামীর লোকেরা এগুনা শুনবে না।
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৩
হিসলা সিবা বলেছেন: tobuo
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
পৃথিবীর কোন দেশই তাদের যুদ্ধে নিহতদের নিয়ে সন্দেহ করে না।
চীনে দুর্বিক্ষে দেড় কোটি লোক মারা গেছিল।
সভিয়েট রাশীয়া ২য় মহাযুদ্ধে ২ কোটি লোক প্রান হারিয়েছিল।
কেউ গুনে দেখেনি, কমবেশী হতে পারে, এগুলো গৌরবের প্রতিক, তাই এনিয়ে কেউ প্রশ্ন করে না। এ নিয়ে কোন বিতর্কও নেই।
কারন সে সব দেশে রাজাকার নেই, রাজাকারদের মুত্রখোরও নেই।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১২
দেশপ্রেমিক পোলা বলেছেন: আপনার অংক বুঝি নাই, আমার হিসেবে এটা আসে।
যদি শহীদের সংখ্যা ৩ লক্ষ হয়,
তাহলে পাক বাহিনীর প্রতি সদস্য কে প্রতিদিন মারতে হবে = ৩ লক্ষ/ ৯২ হাজার/ ২৬৬ দিন = 0.01225890813 জন কে।
যদি শহীদের সংখ্যা ৩ লক্ষ হয়,
প্রতিদিন শহীদ হয় ৩০০,০০০/২৬৬=১,১২৮ জন।
যদি শহীদের সংখ্যা ৩০ লক্ষ হয়,
প্রতিদিন শহীদ হয় ৩০০০,০০০/২৬৬=১১,২৮০ জন।
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৩
মামুন রশিদ বলেছেন: একমাত্র জাশি ছাগু ছাড়া আর কেউ এই প্রশ্ন করে না । অবশ্য তাদের বাংলাদেশের স্বাধীনতায়ও বিশ্বাস ছিলনা ।
সুতরাং এটা নিয়ে কোন অংক করার দরকার নাই ।
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৪
অগ্নি সারথি বলেছেন: এটার জন্য অংক কষে প্রমান উপস্থাপন করার কোন দরকার নাই বাইজান।
বাংলাদেশের স্বাধীনতায় অবিশ্বাসি পাকি জারজ গুলোর বিশ্বাসের আমার কোন দরকার নাই।
৭১ রয়েছে আমার হৃদয়ে।
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
আমিনুর রহমান বলেছেন:
ছাগল গো আজাইরা এইসব বুঝাইয়া লাভ আছে কি? ছাগলের জন্য শুধুমাত্র কাঁঠাল পাতা
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৪
রাজীব দে সরকার বলেছেন:
আগেও বলেছি,
কিছু ছাগলকে আপনি এগুলো বলেও
বোঝাতে পারবেন না
জামায়াত শিবির রাজাকার নিপাত যাক