নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

"বিভাংশু; এবার তুই পালা..."

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

"বিভাংশু; এবার তুই পালা..."

-আরিফ রহমান



হয়ত খুব প্রাণের বন্ধু ছিলাম আমরা,

সুখ দুঃখের অনেকটা সময় ছিলাম খুব কাছাকাছি,

কিন্তু ঐ যে তোর নামে 'মল্লিক' আমার 'মোহাম্মদ'।



তুই কি জানতিস না এই রাষ্ট্র প্রতিষ্ঠিত দ্বিজাতি তত্ত্বের ওপর ?

জানোয়ারের জন্য জাত প্রথা না থাকলেও মানুষের জাতিতত্ত্ব এখানে সু-প্রতিষ্ঠিত



তুই রক্ত দিয়েছিলি আমার 'মা'কে; আমি তোর 'মাসী' কে,



তখন কি জানতাম;

শুধু রক্তের রঙ এক হলেই মানুষ এক হয় না।



আমার দুঃখে তুই ছিলি; তোর সুখে ছিলাম আমি,



তখন কি জানতাম;

এই নষ্ট ক্ষয়িষ্ণু শহরে সুখ দুঃখ ভাগাভাগি করে নিলেই

মানুষ এক হয় না।



আমার ভালোবাসার গল্প শুনে তুই চোখের জলে বুক ভাসিয়েছিলি,

তোর ভলোবাসা নিয়ে আমি অযথাই নষ্ট করেছি দিস্তা কয়েক কাগজ।



বন্ধু শুধু আবেগ থাকলে, শুধু ভালোবাসা থাকলে

এই দেশে মানুষ হওয়া যায় না।



তুই না গিয়েছিলি দুর্বার সব মিছিলে,

গেয়েছিলি প্রাণ খুলে,

ভাঙা কণ্ঠে তুলেছিলি শ্লোগান,

রাত জেগে লিখেছিলি অপ্রতিরুদ্ধ সব পোস্টার...



কেন ?



তুই বলতি সবার কথা,

এই দেশ নাকি সবার;

সবাই মিলে নাকি দেশ বদলাবি...

তোর চোখে ছিলো স্বপ্ন

কি দুর্মর, দুর্বিনীত, অপ্রতিরুদ্ধ সব স্বপ্ন।



তুই কি জানিস,

তোর সেসব স্বপ্নের কথা শুনে

আজ এই দেশের সদ্য জন্ম নেয়া দুধের শিশুরাও

হেসে ফ্যালে...



তুই কি দেখছিস না



তোর সমস্ত স্বপ্নকে ব্যর্থ করে;

এই সমাজ, এই রাষ্ট্র, এই সংবিধান

আজ তোকেই অস্বীকার করছে ?



শুনলাম

তোর সেই মাসিও নাকি পালিয়েছে সীমান্তের ওপারে,



তার শরীরে বইছে আমার যতটুকু রক্ত

আজ তা ফিরিয়ে দিতে বল...



আর আমার ভাইয়ের বুক চিরে নিয়ে যা

তোর পাওনা লাল রঙা 'বি পজেটিভ'...



বিভাংশু, ভাই আমার; তুই এবার পালা



এই রাষ্ট্র তোকে চায় না,

এই সমাজ তোকে চায় না,

এই সংবিধান তোকে চায় না,



আমি জানি আমার সব কথা শুনে তুই সেই পুরনো কথাই বলবি;



এ দেশ তোর,



আর কত... কতবার...

তোর প্রিয়তমা ধর্ষিত হলে,

তোর ছোট বোন উলঙ্গ হলে,

তোর প্রতিমা চৌচির হলে,

তোর ঘরের পাশের খড়ের গাদায় আগুন লাগলে,

তোর মায়ের আঁচল সফেদ সাদা হলে...



এই রাষ্ট্র

এই সংবিধান

এই সমাজ

তোকে স্বীকার করবে ?



জানি এতকিছুর পরেও তুই যাবি না...

উত্তপ্ত রদ্দুরে উত্তাল রাজপথে তোর লাশ পড়ে থাকবে,

তবুও তুই যাবি না...



একটু বুঝতে চেষ্টা কর,

এ রাষ্ট্র প্রতিষ্ঠিত দ্বিজাতি তত্ত্বের ওপর;



পাগলামি করিস না বন্ধু,



বিভাংশু; এবার তুই পালা...

বিভাংশু; এবার তুই পালা...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

নীল সুমন বলেছেন: কি বলব? ভালো কবিতা? নাকি অন্য কিছু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.