নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

মস্টার মাইন্ড

আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....

মস্টার মাইন্ড › বিস্তারিত পোস্টঃ

আজকের ডুডলে একজন মানুষের ছবি দেখা যাচ্ছে সাথে একটি বিল্ডিঙের ছবি

০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৫


আজকের ডুডলে একজন মানুষের ছবি দেখা যাচ্ছে সাথে একটি বিল্ডিঙের ছবি।

ক্লিক করতেই গুগল সার্চে নাম দেখালো ফজলুর রহমান খান !!

আমি তো অবাক তিনি বাংলাদেশি স্থপতি ও প্রকৌশলী। মনে প্রশ্ন আসলো কি করেছেন তিনি যে গুগল উনাকে ডুডল জায়গা করে দিলো ?

তিনি একজন বিখ্যাত স্থপতি ও পুরকৌশলী । তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইওলস টাওয়ার) এর নকশা প্রণয়ন করেন। তাঁকে বিংশ শতকের শ্রেষ্ঠ পুরকৌশলী বলা হয়।

শিকাগোর সিয়ার্স টাওয়ার তার অনন্য কীর্তি।
তিনি ১৯৭২ সনে 'ইঞ্জিনিয়ারিং নিউজ রেকর্ড'-এ ম্যান অব দি ইয়ার বিবেচিত হন[৫] এবং পাঁচবার স্থাপত্য শিল্পে সবচেয়ে বেশী অবদানকারী ব্যক্তিত্ব হিসেবে অভিহিত হবার গৌরব লাভ করেন (৬৫,৬৮,৭০,৭১,৭৯ সালে)৷ ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এর সদস্য নির্বাচিত হন।[৬] ১৯৭৪ সনে আমেরিকার 'নিউজ উইক' ম্যাগাজিন শিল্প ও স্থাপত্যের উপর প্রচ্ছদ কাহিনীতে তাঁকে মার্কিন স্থাপত্যের শীর্ষে অবস্থানকারী ব্যক্তি হিসেবে বর্ণনা করে ৷ স্থপতি ডঃ এফ, আর, খান আন্তর্জাতিক গগনচুম্বী ও নগরায়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ৷

তাঁর অন্যান্য অবদানের মধ্যে রয়েছে
> সিয়ার্স টাওয়ার (Sears Tower) এর নকশা প্রনয়ন করেন।
> জন হ্যানকক সেন্টার এর নকশা। (১০০ তলা)
> জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দর।
> হজ্ব টার্মিনালের ছাদ কাঠামো। (৫০,০০০ বর্গফুট)
> মক্কা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য নকশা।

১৯৯৮ সালে শিকাগো শহরের সিয়ার্স টাওয়ারের পাদদেশে অবস্থিত জ্যাকসন সড়ক পশ্চিম পার্শ্ব এবং ফ্রাঙ্কলিন সড়কের দক্ষিণ পার্শ্বের সংযোগস্থলটিকে নামকরণ করা হয় "ফজলুর আর. খান ওয়ে"।[৭]

গুণী এই মানুষটির জন্ম
এপ্রিল ৩, ১৯২৯, মাদারিপুর, বাংলাদেশ
মৃত্যু ২৭ শে মার্চ, ১৯৮২ জেদ্দা, সৌদি আরব। ( কবর শিকাগোতে)

স্বাধীনতার অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার উনাকে স্বাধীনতা পুরুস্কারে ভূষিত করেন।

আজ তার ৮৮ তম জন্মদিন, আল্লাহ উনাকে বেহেশত নসিব করুণ- আমিন ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২

সানজিদা আয়েশা শিফা বলেছেন: স্থপতি ডঃ এফ, আর, খান , আমাদের গর্ব। নিজের যোগ্যতা দিয়ে তিনি সাদাদের দেশে মাথা উঁচু করে বেঁচেছেন , আমাদেরও বেঁচে থাকার সুযোগ দিয়েছেন ।

লেখা ভাল হয়েছে। ভাল থাকুন নিরন্তর :)

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১০

মস্টার মাইন্ড বলেছেন: ধন্যবাদ। আপনিও ভাল থাকুন নির্বিচ্ছিন্ন ভাবে।

২| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৮

সানজিদা আয়েশা শিফা বলেছেন: স্থপতি ডঃ এফ, আর, খান , আমাদের গর্ব। নিজের যোগ্যতা দিয়ে তিনি সাদাদের দেশে মাথা উঁচু করে বেঁচেছেন , আমাদেরও মাথা উঁচু করার সুযোগ দিয়েছেন ।

লেখা ভাল হয়েছে। ভাল থাকুন নিরন্তর :)

৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১১

বর্ষন হোমস বলেছেন:
তিনি গর্ব করার মত একজন মানুষ।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১০

মস্টার মাইন্ড বলেছেন: আসলেই গর্ব। ধন্যবাদ।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

ধ্রুবক আলো বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ, একটা অনলাইন নিউজপেপারে খবরটা পড়লাম।
উনি সমগ্র বিশ্বের গর্ব।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১১

মস্টার মাইন্ড বলেছেন: হ্যা ধন্যবাদ।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

ভবঘুরের ঠিকানা বলেছেন: সানজিদা আয়েশা শিফা বলেছেন: স্থপতি ডঃ এফ, আর, খান , আমাদের গর্ব। নিজের যোগ্যতা দিয়ে তিনি সাদাদের দেশে মাথা উঁচু করে বেঁচেছেন , আমাদেরও মাথা উঁচু করার সুযোগ দিয়েছেন ।

পোষ্টের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.