![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
কত নির্মম,কত নৃশংস!
একটা মানুষ আরেকটা মানুষকে পিটিয়ে মেরে ফেলতে পারে কি করে? তাও সামান্য চুরির দায়ে? চুরি যাউয়া জিনিসটা কি ছেলেটার জীবনের চেয়ে বেশি দামি ছিল?
আমাদের দেশে বিচার হচ্ছে, কঠোর শাস্তি ও হচ্ছে কিন্তু দৃষ্টান্ত মূলক শাস্তি হচ্ছে না।
সিলেটের আলোচিত সামিউল আলম রাজন হত্যার রায় হয়েছে । চারজন কে ফাঁসি দেউয়া হয়েছে। বাংলাদেশ দণ্ডবিধির সর্বচ্চ শাস্তি দেউয়া হয়েছে ঠিকি কিন্তু দৃষ্টান্ত স্থাপন হয় নি।
দৃষ্টান্ত যদি স্থাপন হতই তাহলে আজ সাগরকে পিটিয়ে হত্যা করা হত না।
মানুষ কত বর্বর হলে এমন হয়?
আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তারা কি কম বর্বর? আদিম ইন্দ্রিয় অনুভূতি যারা উপভোগ করেছে তারাও সমান অপরাদে ধিক্কার পাউয়ার যোগ্য বলে আম্মি মনে করি।
সাগর হত্যার যথাযত শাস্তিদাবি করছি
১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৮
মস্টার মাইন্ড বলেছেন: ধন্যবাদ। আমরা শুধু যান্ত্রিক হচ্ছি না হচ্ছি অমানুষ ও।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
বারিধারা বলেছেন: চুরির দায়ে অমানবিক কায়দায় কিশোর হত্যার খবর আমাদের কাছে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে, সামনে হয়তোবা এরকম খবর পত্রিকাতে আসার যোগ্য বলেই কেউ মনে করবেনা।
১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৭
মস্টার মাইন্ড বলেছেন: সামনে হবে কেন, এখনি তো এই অবস্থা। সব গুলো তো আমাদের কানেই আসে না।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
মলাসইলমুইনা বলেছেন: এই ব্যাপারগুলো নিয়ে যেরকম প্রতিক্রিয়া আসা উচিত ছিল সব জায়গায় সে ভাবে প্রতিক্রিয়াগুলো হয় নি বলেই আমার মনে হয়েছে সবসময় | আপনি সেটা নিয়ে লিখলেন দেখে ভালো লাগলো | আমরা খুবই যান্ত্রিক হয়ে যাচ্ছি দিনে দিনে | ছোট ছোটো বাচ্চাগুলোকে এরকম অত্যাচার করছে কিছু এডাল্ট মানুষ সত্যিই ভাবতে কষ্ট হয় !