![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
মানুষ নাকি বিবর্তন কে ভয় পায়, ভয় পায় নতুন কোন আইডিয়াকে গ্রহন করতে। তবে নাকি নতুনের মাঝেই এগিয়ে যাওয়া লুকিয়ে থাকে? আমিও তেমনি এক নতুন আইডিয়া নিয়ে কাজ শুরু করলাম।
জানি না কতটা এগিয়ে যেতে পারবো বা সবাইকে পাশে পাবো। তবে আমি হাল ছাড়ব না।
আমার কনসেপ্ট টা বলার আগে কিছু কথা বলে নেই।
**আমাদের সংবিধান ধরেই নেয় যে বাংলাদেশের সকল নাগরিক বাংলাদেশের সকল আইন কানুন জেনে বসে আছে! কিন্তু বাস্তবতা তার উল্টো। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কোন পর্যায়েই আইন শিক্ষার ব্যাবস্থা রাখা হয় নি আমাদের শিক্ষা ব্যাবস্থায়। কিন্তু অজ্ঞতা বসত আইন না জেনে ভঙ্গ করলেও পেতে হয় শাস্তি বা আর্থিক জরিমানা।
**বাংলাদেশে প্রায় ১৪০০ আইন রয়েছে! যা একজন সাধারন মানুষের তো বটেই একজন আইনজীবীর ও মনে রাখা অসম্ভব!
**এছাড়াও, সামান্য বিষয় যা ঘরে বসে নিজে নিজে সমাধান করা যায় তা করতেও দারস্ত হতে হয় কোন আইনজীবীর নিকট। কিছু মানুষ আইনজীবীর চড়া ফি দিতে পারলেও বাংলাদেশের বেশির ভাগ মানুষ তা পারেন না। এর ফলে আইন সবার জন্য হলেও কিছু মানুষের ধরা ছোঁয়ার বাইরে রয়ে যায় সুবিচার।
তাই আমি আইনের ছাত্র হিসেবে সিদ্ধান্ত নিয়েছি, আইনের কিছু বিষয়, যা আমাদের সকলের নিত্যদিনের কাজে লাগে তা সহজ ভাষায় সাধারন মানুষের সামনে তুলে ধরব, যাতে তারা সামান্য হলেও আইনি সুবিধা সম্পর্কে সচেতন হতে পারে।
সেই উদ্যেশ্যকে সামনে রেখে আমি ও আমার বিজ্ঞ বন্ধুরা মিলে ইটিউব এর মাধ্যমে আইনের ছোট খাটো বিষয়কে সবার মাধ্যমে তুলে ধরার প্রয়াস করেছি। জানি না কতটা সফলতা পাবো, তবে চেষ্টা করে যাবো সাধারন মানুষ যেন কিছুটা হলেই আইনি সহায়তা পায়।
আমাদের চ্যানেল লিংকঃ Hasanul Haque Mridul
চাইলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। আর সকলের সাথে শেয়ার করলে তারা কিছুটা হলেও উপকৃত হবে বলে আশা করি।
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৬
মস্টার মাইন্ড বলেছেন: ধন্যবাদ। আপনার এইটুকু অনুপ্রেরণা আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে।
২| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৪৮
সিগন্যাস বলেছেন: আচ্ছা কাজ শুরু করুন । পরে দেখা যাবে কি হয়
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৭
মস্টার মাইন্ড বলেছেন: জ্বি শুরু করেছি, দেখা যাক কি হয়।
৩| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৫৪
রোকসানা লেইস বলেছেন: নিয়ম কানুনের ব্যাপারে বাংলাদেশের মানুষ খুবই অজ্ঞ ।
নিয়ম জানার কোন সুযোগ নেই।
আপনি জানানোর উদ্যোগ নিয়েছেন সার্থক হোন জনগনের কাছে পৌঁছান।
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৮
মস্টার মাইন্ড বলেছেন: আপনাদের ভালবাসা আমাকে আমার লক্ষ্যে অবশ্যই পৌঁছে দিবে।
৪| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২০
স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল জনাব।
আপনাদের উদ্যোগ ভাল লাগল।
সবার কাছে গ্রহণযোগ্যতা পায় সেই আশার কামনায়।
উপরওয়ালা কবুল করুক।
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৯
মস্টার মাইন্ড বলেছেন: শুভ সকাল। সকাল সকাল আপনার ভালবাসা মিশ্রিত শুভকামনাই আমার পাথেও হবে।
৫| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৭
খাঁজা বাবা বলেছেন: ভাল আইডিয়া
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২০
মস্টার মাইন্ড বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন যাতে পিছিয়ে আসতে না হয়।
৬| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৭
কল্পদ্রুম বলেছেন: আমার কাছে খুব ভালো লেগেছে আইডিয়াটা।চালিয়ে যান।চ্যানেলে সাবস্ক্রাইব করে আসলাম।অদ্ভুত আইনের ভিডিওটা মজা লেগেছে।অন্যগুলোও দেখবো সময় করে।
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২২
মস্টার মাইন্ড বলেছেন: ধন্যবাদ, সব সময় চেস্টা করব ভালো লাগা ও ভালোবাসার জায়গা টা সমুন্নত রাখার।
৭| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আপনার সাফল্য কামনা করছি।
৮| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪
আমি ব্লগার হইছি! বলেছেন: ভালো উদ্যোগ। শুভকামনা জানাই।
৯| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৯
মারিয়া ফেরদৌসী বলেছেন: ভালো উদ্যোগ। শুভকামনা রইলো।
১০| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৩
সনেট কবি বলেছেন: শুভ কামনা।
১১| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৫
রাকু হাসান বলেছেন: এটা খুব ভালো আইডিয়া , এমন চ্যালেন খুব একটা নেই,ভাল সাড়া পাবেন ,আশাকরি,মানুষের উপকারও হলো । শুভকামনা আপনার প্রতি ..। সাবক্রাইভ করে রাখলাম ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো উদ্যোগ। শুভ কামনা।