নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

মস্টার মাইন্ড

আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....

মস্টার মাইন্ড › বিস্তারিত পোস্টঃ

বিদেশ যাওয়ার আগে ৫ টি অতি গুরুত্বপুর্ন কাজ যা আপনাকে করতেই হবে [ভিডিও]

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০২




আইন বিষয়ে আর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুনঃ Hasanul Haque Mridul

বিদেশ যাবার আগের ৫টি কাজ

বিদেশ যাবার আগে ৫টি বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এই কাজগুলো সাধারণত কোন রিক্রুটিং এজেন্ট টাকার বিনিময়ে করে দেয়। এগুলো হলো : পাসপোর্ট,ভিসা এবং ওয়ার্ক পারমিট,টিকিট/প্লেনের টিকিট,মেডিকেল চেকআপ/স্বাস্থ্য পরীক্ষা,বিএমইটি(জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো)র ক্লিয়ারেন্স/ছাড়পত্র।

পাসপোর্ট :

পাসপোর্ট বা ভ্রমণ দলিল হল বিদেশে যাওয়ার ছাড়পত্র। দেশের সরকার এই ছাড়পত্র দিয়ে থাকে।বাংলাদেশের একজন মানুষের পাসপোর্ট দেয় বাংলাদেশের সরকার। এই পাসপোর্টের আবার নির্দিষ্ট সময় মেয়াদ আছে। পাসপোর্ট বাহকের ছবি,নাম,পিতার নাম,বয়স,ঠিকানা ইত্যাদি তথ্য দেওয়া থাকে।

ভিসা এবং ওয়ার্ক পারমিট :

একজন মানুষ যে দেশে যেতে চান সেই দেশের সরকারের অনুমতি কে ভিসা বলে। ভিসা সাধারণত পাসপোর্টের একটি পৃষ্ঠায় দেয়া হয়। চাকরির জন্য দেয়া ভিসায় সেই দেশে কাজ করার অনুমতি দেয়া থাকে। একে ওয়ার্ক পারমিট বলে। ভিসা ও ওয়ার্ক পারমিটের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। চাকরির জন্য বিদেশ যেতে চাইলে প্রথমেই নিশ্চিত হতে হবে ভিসায় কাজ করার অনুমতি আছে কি না?


টিকিট/প্লেনের টিকিট :


সাধারণত প্লেনে চড়ে বিদেশ যাওয়া হয়। বিদেশ যাবার আগে অবশ্যই প্লেনের টিকিট কিনতে হবে।

মেডিকেল চেকআপ/স্বাস্থ্য পরীক্ষা :

চাকরির জন্য বৈধভাবে বিদেশে যাওয়ার আগে সব বিদেশগামী ব্যক্তিকে মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হয়। মেডিকেল পরীক্ষায় অযোগ্য হলে ভিসা দেয়া হয় না। শ্রমিক গ্রহণকারী দেশের দূতাবাস নির্ধারিত কোন মেডিকেল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করে।

বিএমইটি(জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো)র ক্লিয়ারেন্স/ছাড়পত্র :

চাকরির জন্য বিদেশ যেতে হলে বিএমইটি (জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো)র ক্লিয়ারেন্স/ছাড়পত্র নিতে হয়। এই ছাড়পত্রের মাধ্যমে বাংলাদেশ সরকার রাষ্ট্রের পক্ষ থেকে একজন অভিবাসীর দায়ভার গ্রহণ করে।

সচরাচর জিজ্ঞাসা :

প্রশ্ন ১ : বিদেশ যাওয়ার আগে কিকি বিষয় নিশ্চিত করতে হয়?

উত্তর : বিদেশ যাওয়ার আগে পাসপোর্ট,ভিসা এবং ওয়ার্ক পারমিট,টিকিট/প্লেনের টিকিট,মেডিকেল চেকআপ/স্বাস্থ্য পরীক্ষা,বিএমইটি(জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো)র ক্লিয়ারেন্স/ছাড়পত্র পাওয়া নিশ্চিত করতে হয়।

প্রশ্ন ২ : ভিসা কি?

উত্তর : একজন মানুষ যে দেশে যেতে চান সেই দেশের সরকারের অনুমতি কে ভিসা বলে।

প্রশ্ন ৩ : ওয়ার্ক পারমিট কি?

উত্তর : চাকরির জন্য দেয়া ভিসায় সেই দেশে কাজ করার অনুমতি দেয়া থাকে। একে ওয়ার্ক পারমিট বলে।

তথ্যসূত্র :

বিদেশ গমনেচ্ছুক মহিলা অভিবাসী শ্রমিকদের জন্য ওরিয়েন্টেশন মডিউল
প্রণয়ন- বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন(বমসা)

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২১

পবিত্র হোসাইন বলেছেন: জরুরী বিষয় ।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৭

মস্টার মাইন্ড বলেছেন: জ্বি ধন্যবাদ। এই সাধারন বিষয় গুলো না জানার কারনে অনেকেই সমস্যার মুখে পরে।

২| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩২

খায়রুল আহসান বলেছেন: আশাকরি আপনার এ পোস্টটা অনেকের উপকারে আসবে।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৮

মস্টার মাইন্ড বলেছেন: একজন ভাই এর ও যদি উপকারে আসে তাহলে আমার পোস্ট সার্থক। ধন্যবাদ, সাথে থাকার জন্য।

৩| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: শ্রমিকদের জানতেই হবে।
তারা জানলে প্রতারনার স্বীকার কম হবে।

৪| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৪

মস্টার মাইন্ড বলেছেন: হ্যা তেমন টাই চাই...ধন্যবাদ

৫| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

মস্টার মাইন্ড বলেছেন: হ্যা তেমন টাই চাই...ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.