নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

মস্টার মাইন্ড

আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....

মস্টার মাইন্ড › বিস্তারিত পোস্টঃ

শিক্ষার্থীর মৃত্যুর কথা শুনে এত অট্ট হাসি কেন দিল মন্ত্রী মশাই?

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের দিকে যাওয়ার পথে জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের জাবালে নূর পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব করুন আমার অধিকার ও আইন চ্যানেলটি

নিহতরা হলেন- শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের মানবিক শাখার দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম।

ঘটনার পর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে।

বিস্তারিতঃ এখানে ক্লিক করুন

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে যেখানেই অন্যায় দেখব, সেটা গাড়ী চালক হোক, রিকশা ওলার সাথে মারামারী হোক, পুলিশের ঘুষ খাওয়া হোক, মানুষে মানুষে মারামারি হোক সেখানেই চিৎকার করব.. ‘আমার কি ?’ বলে আর পেছন ফিরে মুখ গুটিয়ে চলে যাব না.. সম্ভব হলে অন্যায়কারীকে শাস্তিও দিব.. কারন দেশে শাস্তি দেয়ার কেউ নাই... আমিই আইন, আমিই শাষন..

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৭

মস্টার মাইন্ড বলেছেন: বাহ চমৎকার আইডিয়া .। সত্যি করলে কিছু একটা পরিবর্তন আসবেই।

২| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
মরণের কথায় হাসে যে
পাকি হায়েনার দোসর সে!

হায়েনার গালে
জুতা মার তালে তালে X(( X((

৩| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪

ক্স বলেছেন: একজন মুক্তিযোদ্ধাকে পাকি রাজাকার বলা নিতান্তই মূর্খতার লক্ষণ।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৮

মস্টার মাইন্ড বলেছেন: হা হা হা, মুক্তিযোদ্ধা কি সারাজীবন মুক্তিযোদ্ধা?

৪| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: শিক্ষার্থীদের লাশের উপর দাড়িয়ে এমন হাসি দেওয়া কোন মানুষের পক্ষে সম্ভব নয়। ইনাকে মানুষ ভাবতে পারছি না ।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

মস্টার মাইন্ড বলেছেন: উনি যা করেছেন তা বেয়াদবি।

৫| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০২

ক্স বলেছেন: হ্যাঁ, একজন মুক্তিযোদ্ধা সারাজীবনের জন্যই মুক্তিযোদ্ধা। অবশ্য একজন রাজাকার সারাজীবনের জন্য রাজাকার নয়, যদি সে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির কোন কাজে আসে, তবে সেও মুক্তিযোদ্ধা হয়ে যেতে পারে।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৪

মস্টার মাইন্ড বলেছেন: সহমত পোষণ করতে পারলাম না।

৬| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৬

ক্স বলেছেন: মুক্তিযোদ্ধা মায়া দেশের বারোটা তেরোটা বাজানোর পরেও মুক্তিযোদ্ধা রয়ে গেছে
কাদের সিদ্দিকী বীরোত্তম জামায়াতের টক শোতে নিয়মিত হাজিরা দেবার পরেও মুক্তিযোদ্ধা রয়ে গেছে
হামিদুল্লাহ খান বীরপ্রতীক জামায়াতের প্রোগ্রামে নিয়মিত হাজিরা দেবার পরেও মুক্তিযোদ্ধা হয়েই মারা গেছে।
গাজী এনামুল হল বীর বিক্রম নড়াইল জেলা জামায়াতের আমীর থাকা অবস্থায় মারা যাবার পরেও তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

রাজাকার খন্দকার মোশাররফ হোসেন এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকারের একজন পূর্ণ মন্ত্রী
রাজাকার শাহরিয়ার কবির এই সরকারের একজন ইপমর্টেন্ট থিঙ্ক ট্যাঙ্ক।
রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে যাবার ঘটনা গ্রামে গঞ্জে ছড়ানো ছিটানো অনেক আছে। এরা নিজেদেরকে খুব একটা লাইমলাইটে আনতে চায়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.