নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

মস্টার মাইন্ড

আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....

মস্টার মাইন্ড › বিস্তারিত পোস্টঃ

তিলোত্তমা তুমি আর কতকাল শুধু কল্পনা হয়ে রবে?

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১:২৮

আমার কলমের দাগে তিলোত্তমা বাস্তবতার চেয়ে জীবন্ত হয়ে উঠে। বাস্তবতা ঝাপশা, কুয়াশায় পরিপূর্ন। কিন্তু কল্পনা? কল্পনায় তিলোত্তমা অনেক বেশি বাস্তব, অনেক বেশি স্পস্ট। কল্পনা সব দুরূত্ব ঘুচিয়ে দেয় আমার আর ওর মাঝের।

শীতের রুক্ষতায় উষ্মতার চাদর হয়ে থাকে ও আমার। খালি পায়ে শিশির ভেজা কংক্রিটের রাস্তায় বহু দূর হেটে যাবার সংগি হয় ও।

বসন্তে শিমুল পলাশ বা কৃষ্ণচূড়ার সবটুকু রং মাখিয়ে রাঙ্গিয়ে দেয় ও আমাকে।

বসন্তের শেষে ঝড়াপাতার ওপর নুপুড় পায়ে হাটে ও আমার সাথে। ওর নুপুড়ের রিনিঝিনি আর ঝড়া পাতার মড়মড় ধ্বনি , দুয়ের মিশ্রনে যে স্বর্গীয় ধ্বনির সৃস্টি হয় তার চেয়ে মধুর শব্দ বোধয় আর দ্বিতীয়টি হয় না। আমি কান পেতে শুনি আর ভাবি এই উদ্দ্যেশ্যহীন পথিকের মত পাশাপাশি হেটে চলার যেন শেষ না হয় কখনো।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৩:৩১

নিশাচর ভবঘুরে বলেছেন: অনুভূতির এইসব ট্রেন চলুক

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ২:২১

মস্টার মাইন্ড বলেছেন: চলুক ঝিক ঝিক করে...... ধুঁকে ধুঁকে না মরলেই হয়...

২| ০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: আবেগ থাকা ভালো। তবে আবেগ দিয়ে দুনিয়া চলে না।

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ২:২০

মস্টার মাইন্ড বলেছেন: দুনিয়া চালানো আমার কর্ম নয়, ও তো রাজনীতিবিদদের কাজ, আমি তিলোত্তমার প্রেমিক আমি ভালবেসেই যাবো অনন্তকাল ধরে।

৩| ০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ১:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: অনুভবের সুন্দর প্রকাশ।

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ২:২২

মস্টার মাইন্ড বলেছেন: কিবোর্ড টিপে বোধয় অল্পই প্রকাশ করতে পেরেছি...

৪| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

অন্তরা রহমান বলেছেন: বাহ। চমৎকার।

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ২:২৩

মস্টার মাইন্ড বলেছেন: ধন্যবাদ প্রশংসা করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.