![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
আমি ভালবেসেছিলাম, কোন রকম হিসেব কষি নি। শুধু ভাল বেসেছিলাম আর একটু ভালবাসা চেয়েছিলাম।
কিন্তু বামপন্তী ভালবাসাগুলো ছলনার ছন্দে ছন্দপতন হয়ে যখন ভূপতিত হয় তখন ভংগুর হৃদয়রের টুকরো গুলো একটু আশ্রয় চায়, প্রশ্রয় পেলে সূচনা হয় এক প্রেমের নতুন দিগন্তের আর অবহেলিত হলে সেই বামপন্থি ভালবাসার ভাঙ্গা টুকরোগুলো উগ্রপন্থি হয়ে শুষে নেয় জীবনামৃতের সবটুকু সুখ।
তার পরেও হয়ত তিলোত্তমার মনে জায়গা করে নিতে পারি নি। আমার স্বপ্ন গুলো প্রতিনিয়ত ভেঙ্গে যাচ্ছে। নিজেকে এক বিশাল সমুদ্রে ভেসে যাওয়া খড়কুটো মনে হচ্ছে। নিজেকে খুব বেশি অপ্রয়োজনীয় মনে হচ্ছে এই পৃথিবীতে।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১০:০৯
অন্তরা রহমান বলেছেন: হিসেব ছাড়াই ভালোবাসতে হয় আর কখনও ফিরত পাওয়ার আশা করতে নেই। পেলে সেটা বোনাস।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
রাজীব নুর বলেছেন: অন্ধকার ছাড়া,
বাকি সব মিথ্যা আবছায়া,
ঝাপসা কুয়াশা...