![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
ঢাকা থেকে বাসায় আসার পথে সময় লেগেছে ১০ ঘন্টা! সাধারন অবস্থায় যেখানে ৪/৫ ঘন্টা সর্বচ্চ লাগে!
বিষয় এটা না বিষয়টা অন্য! আজ পাশের সিটে যদি কোন মেয়ে বসত নির্ঘাত গণপিটুনি দিয়ে বাস থেকে নামিয়েই দিত!!
খুলেই বলি।
বোরিং জার্নি ১০ ঘন্টার, বসে বসে সৈয়দ মুজতবা আলীর ''শবনম" উপন্যাস টা পড়ছিলাম! উফ কি এক অনবদ্য সৃস্টি এই ''শবনম''! এর প্রতিটা লাইনে তিলোত্তমার জন্য আমার যে ভালবাসার অনুভূতি তারই কাব্যিক প্রতিফলন হয়েছে! হারিয়ে গিয়েছিলাম উপন্যাসের লাইনের মাঝে কখন যে ঘুমিয়ে পরলাম টের পাই নি!
হঠাত করেই মনে হল তিলোত্তমা আমার সাথে যাচ্ছে! আমরা একসাথে! অন্য রকম এক ভাললাগা। আমি স্বপ্নের ভেতরেই ভাবছিলাম এটা যদি স্বপ্ন হয় তাহলে যেন এই স্বপ্নের শেষ না হয় কখনো!
আমি দেখলাম আমি বসে আছি আর তিলোত্তমা কিছু একটা খাচ্ছিল! হঠাত করেই ড্রাইভার মহাশয় খুব জোড়ে ব্রেক কষে দিলেন! সব তো পরে যাবে এমন অবস্থা, তিলোত্তমার ও তাই আমি ওকে ধরে ফেললাম, ফলে বেচারি বেচে গেল সামনের সিটের সাথে সংঘর্ষের হাত থেকে। ও ভয় পেয়েছে খুব তাই আমি ওকে জড়িয়ে ধরে রেখেছি!!!
হঠাত স্বশব্দে আবার বাস ব্রেক করেছে! এবার সত্যি সত্যি! ঝাকিতে আমার ঘুম ভেঙ্গে যায়!
ঘুম ভেঙ্গে নিজেকে যে অবস্থায় আবিষ্কার করলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না! দেখলাম আমি আমার পাশের সিটে বসা আংকেল কে জড়িয়ে ধরে আছি!! ঘুম ভেঙ্গে এই দেখে তো আম পুরো থ!! কি হল এইটা!!! কি একটা লজ্জার ব্যাপার!! আংকেল তো আমার দিকে হা করে তাকিয়ে আছে,আমিও আংকেলের দিকে! সারা রাস্তা একবার উনি আমাকে দেখেন আরেকবার আমি উনাকে দেখি! এভাবেই বাকি পথ খুব ধৈর্যের সাথে পাড়ি দিলাম!
দিতে দিতে ভাবলাম কোন ভাবে পাশের সিট টাতে কোন মেয়ে বসত তাহলে আমার কি অবস্থা হত!!! ভাবলেই আমার গা শিহরিত হয়ে হয়ে উঠে!!!
আল্লাহই জানে কখন কি করে ফেলি!! যদি কেলেংকারি হয়েই থাকে তাহলে অবশ্য - "আমি ঘুমে থাকি, আমার হুশ থাকে না" এই অমর লাইনটা বলে দেওয়া ছাড়া আর উপায় থাকবে না
২০ শে আগস্ট, ২০১৯ রাত ২:৩৩
মস্টার মাইন্ড বলেছেন: শিরোনামে হয়ত দেখতেন- বাসে যুবতির শ্লিলতাহানীর চেস্টা যুবকের!
২| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩১
অন্তরা রহমান বলেছেন: কপাল ভালো এদেশে এখনও সমপ্রেম ব্যাপারটা নিয়ে খুব একটা জানে না মানুষজন। তা না হলে পাশের সীটে মেয়ে থাকুক বা ছেলে, ধোলাইখালে যেতে হত ঠিক ঠিকই।
২০ শে আগস্ট, ২০১৯ রাত ২:৩৪
মস্টার মাইন্ড বলেছেন: যেভাবেই হোক বেচে তো ফিরেছি! এই অনেক , হা হা হা
৩| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৪
রাজীব নুর বলেছেন: হা হা হা আংকেলকে জড়িয়ে ধরে আছেন!!!!!!!!!
শবনম অসাধারন।
২০ শে আগস্ট, ২০১৯ রাত ২:৩৫
মস্টার মাইন্ড বলেছেন: আমি তো অবাক, আংকেল ও
৪| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ভাগ্য আপনার সহায় হয়েছে
২০ শে আগস্ট, ২০১৯ রাত ২:৩৫
মস্টার মাইন্ড বলেছেন: একদম ঠিক বলেছেন... নইলে যাতা হতে পারত।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪১
মাহের ইসলাম বলেছেন: পাশের সীটে মেয়ে থাকলে কি হতো?
চিন্তার বিষয়।