![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
ক্রিটিকাল কর্পোরেট যুগের মানুষগুলো অতি দ্রুত সব বড় রকমের সাফল্যগুলো ধরতে চায়। দামি ফ্ল্যাট, দামি গাড়ি, সাপ্তাহিক ছুটির দিনে ফাইফ স্টারে ডিনার এসবি তাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে দিনকে দিন।
নিজেদের প্রাপ্তির ঝুড়ি একের পর এক ভরাট করা এদের কাছে এক নেশার মত হয়ে উঠেছে। অন্য কাউকে দেবার মত সময় বা ইচ্ছা কোনটাই এদের নেই।
আমার কাছে এদের মন হয় পন্যসর্বস্ব পৃথিবীর সফল কারিগর এরাই!
সম্পর্কগুলোও এখন হিসেব কষে হয়। হিসেবের পাল্লায় তুলে মাপা হয় মনের অনুভূতি গুলো। পাল্লায় লভ্যাংশের পরিমাণের ওপর নির্ভর করেই গড়ে উঠছে বিয়ে নামক কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের পাতায় নারীর মূল্যমান নির্ধারন করা হয় দেনমোহর দিয়ে। যার দেনমহোর যত বেশি সেই নারীর মূল্য তত বেশি।
এখন বউ মানে শুধু বউ নয়,সার্বক্ষনিক দেনা পাওনার হিসেব মেটানোর এক সামাজিক বৈধ নারী।
প্রেম গুলোও হচ্ছে ক্যালকুলাস এর চেয়ে জটিল অংক মিলিয়ে। এগুচ্ছ কদমে প্রেম থাকে না, প্রেম বিনিময় হয় ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের সক্ষমতার ওপর ভিত্তি করে। প্রেম মানেই যেন উত্তাল যৌবনের ক্ষুধা মেটানো, শরীরে শরীর মেলানো!
অদ্ভুত এক বাইরে থেকে আধুনিক ভেতরে প্রাগৈতিহাসিকের থেকে প্রাগৈতিহাসিক সমাজ ব্যাবস্থার মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠছি।
২০ শে আগস্ট, ২০১৯ রাত ২:৩১
মস্টার মাইন্ড বলেছেন: একদম সত্য... রোবটের অত্যাধুনিক সংস্করণ মানুষ।
২| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ২:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার পোষ্টে একটি ছবি সংযুক্ত করবেন তাতে আপনার পোষ্ট সবার নজরে আসবে।
ভালো লিখেছেন। কথা সত্যি।।
২০ শে আগস্ট, ২০১৯ রাত ২:২৮
মস্টার মাইন্ড বলেছেন: ধন্যবাদ পরবর্তীতে চেষ্টা করব
৩| ১৯ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর সত্য কথা। শিরোনাম ঠিক করিয়েন
২০ শে আগস্ট, ২০১৯ রাত ২:২৯
মস্টার মাইন্ড বলেছেন: ধন্যবাদ+ধন্যবাদ ☺️
৪| ১৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: কিছুই বুঝলাম না।
আপনার মূল্য বক্তব্য কি?
২০ শে আগস্ট, ২০১৯ রাত ২:৩০
মস্টার মাইন্ড বলেছেন: মানুষ ইদানিং অনুভূতি গুলোর মূল্য ভুলে যাচ্ছে, সব কিছুর মূল্যমান নির্ধারন করছে টাকার অংকে, এটাই আমার মূল বক্তব্য।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৯ রাত ২:৫৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: সত্য। দিনদিন মানুষগুলো অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে।