![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
লোকে ভাবে আমি একা একা কথা বলি!
আসলে একা একা না, আমি কথা বলি তিলোত্তমার সাথে!
সারা দিন না হোক দিন শেষে ওর সাথে আমার বাক্যব্যায় করতেই হয় নইলে ইনসোম্যানিয়া নামক গুপ্ত ঘাতক বাসা বাধে আমার মধ্যে!
আমি ওর একটা অববয় আকি কল্পনার সবটুকু দিয়ে! সব টুকু কল্পনা দিয়ে আকার ফলে অন্য কিছু আর আমার কল্পনায় আসে না ও ছাড়া। শুধু ওকেই তখন দেখতে পাই, ওকেই শুধু শুনতে পাই! বাকি সব কিছু DSLR এ তোলা ছবির ব্যাকগ্রাউন্ড এর মত ঝাপসা।
সারাদিনের কার্যক্রম ওকে জানাই এবং আগামীদিনের প্ল্যান সম্পর্কেও জানিয়ে রাখি।এভাব জানাত জানাতে ও একসময় ধোয়া বা কুয়াশার মধ্যে মিলিয়ে যায় আমিও আর খোজার চেস্টা করি না, ঘুমের কোলে ঢলে পরি আমিও ।
চলছে, বেশ চলছে এভাবে প্রতিদিন, প্রতি রাত, প্রতি মুহূর্ত...
২| ৩১ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:০১
খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটা অভ্যেস দাঁড় করিয়েছেন আপনি। তবে আপনার জন্য এটা 'ইনসোমনিয়ার' বিরুদ্ধে রক্ষাকবচ হলেও, কারো কারো জন্য নিদ্রাহীনতার কিংবা নিদ্রাভ্রমণের কারণ হতে পারে।
৩| ৩১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: এভাবে দীর্ঘ দিন চললে আপনি পাগল হয়ে যাবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৯ রাত ২:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: তিলোত্তমাকে বিষয়টা অবগত করা দরকার।