নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Curiosity killed the cat, and saved the rat.

You can't buy love on eBay.

হিবিজিবি

লক্ষ্য ও উদ্দেশ্য গন্তব্যহীন............সবই হিবিজিবি লাগে!!

হিবিজিবি › বিস্তারিত পোস্টঃ

এক পোষ্টে সকল বাংলাদেশী মাছঃ মাছ নিয়ে ব্যাপক গবেষণা, সবার অবশ্য পাঠ্য!!

৩০ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫১





মাছে ভাতে বাঙ্গালী......এই কথাটা বর্তমান প্রেক্ষাপটে কতটা বাস্তব এটা বিচারের দ্বায়িত্ব পাঠকদের। এক সময় বাংলার প্রতিটি জলাশয়(হাওর, বাউর, বিল, খাল, নদী পুকুর ইত্যাদি) ছিল হরেক রকম মাছে ভরপুর। এখন মাছের প্রাপ্যতা আর আগের মতো নেই। আমাদের আগের প্রজন্ম যেসব মাছ দেখেছে সেগুলোর কিছু কিছু আমাদের জন্য বিরল হয়ে গেছে। আমাদের পরের প্রজন্মকে হয়ত ছবি দেখিয়ে বলতে হবে এই মাছটা আমাদের দেশে ছিল, এটার নাম......ইত্যাদি ইত্যাদি। :|:|



এই পোষ্টে আমি বাংলাদেশে পাওয়া যায় বা যেত এরকম সব(প্রায়!)মাছ গুলোকে এক করার চেষ্টা করেছি। যদি কিছু বাকি থাকে আপনাদের সাহায্যে পূরণ করা হবে। একেক মাছ একেক এলাকায় ভিন্ন নামে পরিচিত। এখানে হয়তো আপনাদের মাধ্যমে তাও জানা যাবে। নতুন প্রজন্মকে মাছ সম্পর্কে ধারনা দিতে এই পোষ্ট আশা করি কাজে দিবে!!:):) আর যারা মাছ খেতে ভালোবাসি তাদের জন্য ক্ষিধা বাড়াতে সাহায্য করবে!!:P:P



চলুন তাহলে দেখে নেই আমাদের দেশি মাছ গুলো---------







চান্দা মাছ





টাক চান্দা





দারকিনা মাছ ( এখন কম দেখা যায়)





মলা মাছ



পুঁটি মাছ



তিত পুঁটি (ছোট বেলায় দেখতাম এটা ফেলে দেয়া হত, মানে খাওয়া হতো না আর কি!)



সর পুঁটি





খলিসা মাছ।





কাচকি মাছ







ভেদা/ মেনি মাছ



গুতুম মাছ





চাপিলা মাছ





ফলি মাছ





কাজলি মাছ





বাতাসি





পিউলি ( কোন এলাকায় কি নাম?)





টেংরা





গুলসা টেংরা





পাবদা মাছ





রানী মাছ









কৈ মাছ





শিং





দেশি মাগুর









বাইল্লা মাছ





তারা বাইম





চিরকা বাইম





বাইম





কুইচ্চা





কাকিলা মাছ





ফুটকা মাছ (মাছটা মনে হয় বিষাক্ত!)





টাকি মাছ (আহ! ভর্তা কি স্বাদ!)







সোল মাছ





গজার মাছ





বাছা মাছ





বাটা মাছ





মহাশোল





নাইলটিকা, অরিজিন সম্ভবত আমাদের দেশ নয়, এখন অনেক পাওয়া যায়।





তেলাপিয়া, এর অরিজিনও সম্ভবত আমাদের দেশ নয়, এখন অনেক পাওয়া যায়।





রুপছান্দা, আমাদের দেশি সামুদ্রিক মাছ। এখানে রাখা ঠিক হইছে কিনা!





পোয়া মাছ।





ভেটকি মাছ





তপসে মাছ





দেশি/গুরা চিংড়ি





গলদা চিংড়ি





চিংড়ি





সামুদ্রিক লবস্টার... দিয়ে দিলাম!!





রুই মাছ





কাতলা





কালা বাউস





মৃগেল মাছ





কারফো মাছ (এর অরিজিনও সম্ভবত আমাদের দেশ নয়, এখন অনেক পাওয়া যায়)





মিরর কার্প (এর অরিজিনও সম্ভবত আমাদের দেশ নয়, এখন অনেক পাওয়া যায়)







পাঙ্গাস (এর অরিজিনও সম্ভবত আমাদের দেশ নয়, এখন অনেক পাওয়া যায়) এখন এটা গরীবের মাছ নামে পরিচিত!!





সিলভার কার্প, আরেকটা গরীবের মাছ!





ঘাস কার্প







বোয়াল মাছ





আইর মাছ



রিটা মাছ





বাঘাইর বা বাঘৈর, খেতে খুব মজা।





শিলং মাছ।





চিতল মাছ





ইলিশ (সবার শেষে মাছের রাজা)

মনে হয় অনেক মাছ বাদ পড়েছে। আর কি কি নাম আসতে পারে এই লিস্টে?



































"শিরোনাম দেখে কি মনে করেছিলেন মাছ নিয়ে গবেষণা পোষ্ট!!:D আসলে এটা কোন গবেষণা পোষ্ট নয়। মাছ নিয়ে গবেষণা আসলে আমার কাজ না!! এগুলোর জন্য মৎসবিদরা রয়েছেন। কিছু দিন যাবৎ মাছের নাম নিয়ে আমার ওনার সাথে খালি গন্ডগোল বেঁধে যাচ্ছে। তাই নাম খুঁজতে যেয়ে মনে হল এরকম একটা পোষ্ট দিলে খারাপ হয় না!!!"



মন্তব্য ২৩০ টি রেটিং +৯৫/-০

মন্তব্য (২৩০) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৫

নাফিজ মুনতাসির বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন থেকে বাজারে যাবার আগে আপনার পোষ্টে একবার চোখ বুলিয়ে যাবো।

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:০০

হিবিজিবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ। কিন্তু বাজারে যাবার আগে পোষ্ট দেখবেন কেন............ জ্ঞান দিলাম নাকি!! :D :D

২| ৩০ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৮

যখন ভালবাসলাম বলেছেন: ওয়াও :-B

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:০০

হিবিজিবি বলেছেন: ধন্যবাদ :) :)

৩| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:০১

ওওওওওওও বলেছেন: সেই হইছে ভাইয়া।

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:০৪

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৪| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:১০

আবু মোশাররফ রাসেল বলেছেন: ওয়াও!! অনেক ধন্যবাদ। আরও থাকলে দেন।

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:১৭

হিবিজিবি বলেছেন: আপনার সন্ধানে থাকলে দেন আমি অ্যাড করে দিব।

অনেক ধন্যবাদ।

৫| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:১৪

chinu_138 বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:২৩

হিবিজিবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:২২

নিম্বাস বলেছেন: জানা গেলো .....

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:২৫

হিবিজিবি বলেছেন: হুম!!
ধন্যবাদ।

৭| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:২৭

আদ্রিতা বলেছেন: মাই গড ! আপনিতো দেখি তরকারী সহ মাছ দিয়ে দিয়েছেন। অনেক জানলাম। মাছ চিনিনা দেখে আম্মার কাছে বকা খেতে হতো। এ্যাখন মনে হয় বকার পরিমাণ একটু হলেও কমবে।

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৫৮

হিবিজিবি বলেছেন: জেনে ভালো লাগলো।

ভালো থাকবেন!!

৮| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৩২

পড়শী বলেছেন: আমার প্রিয় 'খোলসে/খয়রা' মাছ কই?

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৯:০২

হিবিজিবি বলেছেন: এ্যাড করে দিছি।
ধন্যবাদ।

৯| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৩৩

পড়শী বলেছেন: লইট্টা, লাক্ষা

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৯:২১

হিবিজিবি বলেছেন: আসলে সামুদ্রিক মাছ এই পোষ্টে রাখতে চাচ্ছিনা, যদিও কিছু সামুদ্রিক মাছ চলে এসেছে পোষ্টে। তবে সেগুলো কিছুটা প্রাসঙ্গিক বলেই!!
ধন্যবাদ।

১০| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৩৪

পড়শী বলেছেন: +++

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৯:০৩

হিবিজিবি বলেছেন: কৃতজ্ঞতা!

১১| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৩৪

আহাদিল বলেছেন: ভালো লাগল পোস্টটা দেখে! আমি একদমই মাছ খাই না, তারপরেও আপনার পোস্টের প্রায় সবগুলো মাছই আমার চেনা এটা ভাবতেই ভালো লাগছে! মফস্বলে থাকার জন্যেই বোধ হয়- বাবা মাছ নিয়ে এসেই আমাকে ডেকে বাড়ী মাথায় তুলতেন মাছ দেখানোর জন্যে- মা সেগুলো বটিতে কাটার সময় আমি আর বাবা জলচৌকিতে বসে মূল্যবান মতামত প্রদান করতাম!

পাঙ্গাস মাছ বাসায় নিষিদ্ধ ছিল আর বাইন দেখলেই আমার গা গুলিয়ে উঠত! তবে তাজা মাছ কাঁটার পর পরই তা ভাজা হতো, মাটির চুলোর পাশে বসে আমি মচমচে পুঁটি ভাজা খেতাম!বড় মাছ খেতাম না বলে আমার জন্যে আনা হতো মলা-ঢেলা আর চাঁদা মাছ; মা কয়েক রকম রান্না করত- চচ্চড়ি, টক দিয়ে ঝোল!

আহ! এখন আর বাসায় রুই-তেলাপিয়া ছাড়া কোন মাছ ঢোকেই না বোধ হয়! সত্যিই আমাদের পরের প্রজন্ম আর মাছের চেহারা দেখবে কী না সন্দেহ!

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৯:১১

হিবিজিবি বলেছেন: ছেলে বেলাটা আমারও গ্রামে কেটেছে তো তাই আপনার সঙ্গে অনেক মিল....আমি সব সময় ছোট মাছের ভক্ত। অনেক দিন যাবৎ দেশের বাইরে আছি তাই ছোট মাছ খুব মিস করি।

ছোট বেলায় দেখা অনেক পরিচিত মাছ এখন আর দেখাই যায় না! :( :(

অনেক ধন্যবাদ আপনাকে।

১২| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৩৮

ছাইরাছ হেলাল বলেছেন:

সব গুলো ছবি এক জায়গায় পেয়ে
ভাল লাগল।
অনেক মাছ প্রায় হারিয়েই গেছে।

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৯:১২

হিবিজিবি বলেছেন: ছোট বেলায় দেখা অনেক পরিচিত মাছ এখন আর দেখাই যায় না!

অনেক ধন্যবাদ আপনাকে।

১৩| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৪৯

আবিরে রাঙ্গানো বলেছেন: মিঞা ভাই কুইচ্ছা দেখলে তো ঘৃণা করে। এটা তো মাছ না।
আমার একটা প্রিয় মাছ দেননাই। ফলোই মাছ। খেতে মাশাল্লাহ ভাললাগে, ছবি খুজলাম পাইলাম না।

আরেকটা বাদ পড়েছে, খলিসা মাছ। উপরে ছবি দিয়েছি।
আপনি যেটিকে ভেদা বলেছেন, আমরা বলি রয়না মাছ। চাপিলা মাছ কি ঠিক লিখেছেন? আমরা ঐটাকে তো মনে হয় গাং খয়রা বলি। যাইহোক খয়রা মাছ কোনটি। ভেটকি বাদ পড়েছে। ডেলা মাছ কোনটা? চুচড়ো মাছ চেনেন? খলিসা মাছের মত কিন্তু আকারে ছোট।
আম্মু কৈয়ের ঝোল খেতে মুঞ্চায় :(

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৯:১৯

হিবিজিবি বলেছেন: ফলোই মাছ আমিও খুজেছি পাই নি। খলিসা মাছ অ্যাড করে দিয়েছি। চাপিলা মনে হয় ঠিকই আছে। খয়রা/চুচড়ো মাছ আমি চিনি না। আসলে একই মাছ অঞ্চল ভেদে নাম ভিন্ন হয় তো, ছবি দেখলে হয়তো চিনব। ছবি থাকলে দেন।

অনেক ধন্যবাদ।

১৪| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৫১

আমি সুফিয়ান বলেছেন: ভেদা/ মেনি,রানী মাছ ,দারকিনা মাছ ,গুতুম মাছ ,ফুটকা মাছ,কুইচ্চা ,পিউলি মাছ খাই নাই.... বাকিগুলা খাইছি :)

গুতুম মাছটা কি ব্যাতরঙগি মাছ? না হলে লিস্টে আসতে পারে। আগে একটা মাছ দেখতাম, রোদ পড়লে গায়ের রঙ রঙধনুর মত চিকচিক করত, তাই বেতরঙগি বলা হতো।


নাইলোটিকা, তেলাপিয়া তো জানতাম থাইল্যান্ডের মাছ!!

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৩০

হিবিজিবি বলেছেন: আমিও দারকিনা, ফুটকা মাছ,কুইচ্চা মাছ খাই নাই...বাকিগুলা খাইছ। গুতুম আর ব্যাতরঙগি মাছকি একই কিনা আসলে জানিনা। আসলে একই মাছ অঞ্চল ভেদে নাম ভিন্ন হয় তো!

নাইলোটিকা, তেলাপিয়া এগুলো বাইরের মাছ, থাইল্যান্ডের কিনা জানিনা কিন্তু এগুলো ওরিয়েন্টাল মাছ।

১৫| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৫৮

পাগলাঘোড়াসিটিজি বলেছেন: প্রিয়তে

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৩২

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৬| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৯:০৫

ইমন কুমার দে বলেছেন: সেইরম হৈছে। পোস্টে +।

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৩৩

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

ভালো থাকবেন।

১৭| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৩৭

সায়েম মুন বলেছেন: অনেক মাছ চিনিনা। আপনার পোষ্টটা কাজে দিবে।

শেয়ারের জন্য থ্যাঙ্কস।

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৪১

হিবিজিবি বলেছেন: কাজে দিলেই সার্থকতা!!

অনেক ধন্যবাদ সাথে শুভকামনা।

১৮| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৪৮

মনে নাই বলেছেন: জটিল পোষ্ট হয়েছে।
খাড়ান ২/১ টা মাছ মিস করছেন, ছবি খুজতেছি - পাইলে যোগ করে দিব।

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৪৯

হিবিজিবি বলেছেন: ধন্যবাদ ভাই।

পাইলে দেন। পোষ্টে যোগ করে দিব।

১৯| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১০:০৩

প্রজন্ম৮৬ বলেছেন: পেটে ভয়াবহ ক্ষিদা নিয়ে প্রথম ছবি ৩টা দেখতে দেখতে এবং দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে + চেপে দিয়ে গেলাম।

অনেক ধন্যবাদ ভাই।

৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১:৩৮

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ সাথে শুভকামনা।

২০| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৩৬

কর্ণেল সামুরাই বলেছেন: ++ এবং প্রিয়তে! :)

৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১:৩৯

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

শুভকামনা কর্ণেল।

২১| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৪৪

ফয়সাল তূর্য বলেছেন: আমার জন্য বিশাল উপকারী পোস্ট, আমি আবার মাছ একদমই চিনি না! :( :(

পোস্ট +++++++

৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১:৪০

হিবিজিবি বলেছেন: কাজে দিলেই সার্থকতা!!

অনেক ধন্যবাদ সাথে শুভকামনা।

২২| ৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৫১

মাহবুব সুমন বলেছেন: এই ব্লগে "মহলদার" নামে আমার এক প্রিয় ব্লগার আছেন। উনার ব্লগে মাছ নিয়ে দারুন সব পোস্ট পাবেন।

সুমনের খেরোখাতা

৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১:৪৪

হিবিজিবি বলেছেন: সময় করে ওনার ব্লগ দেখে আসবো। আপনার পারসনাল ব্লগে অনেক সুন্দর আর চমৎকার স লেখা। ভালো লাগলো।

অনেক ধন্যবাদ সাথে শুভকামনা।

২৩| ৩১ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:৩৩

রেজোওয়ানা বলেছেন: বেলে আর শোল মাছের ঝুড়ি, চিতল মাছের কোপ্ত, ইলিশের ডিমের ভাজি, পাবদা মাছ আর মেনি মাছের দোপেয়াজা, তেল কই, কাচকি মাছ জলপাইয়ের চচ্চরি খেতে ইচ্ছা করছে এখন :(

৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:০৩

হিবিজিবি বলেছেন: এত সব এক সাথে......আমার না খুব ক্ষিদে পেয়েছে আপু!! আপনার ইচ্ছার সাথে সাথে আমার খেতে ইচ্ছা হচ্ছে। কেন যে মনে করিয়ে দিলেন... :( :(

২৪| ৩১ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:৪৩

হাসান মাহবুব বলেছেন: আমি মাছ ভালোবাসি। মাসের ২৫ দিনই মাছ খাই। তবে এখন আর আমার প্রিয় মাগুর আর শোল মাছ আনা হয় না বাসায়, আফসোস! পাঙ্গাস মাছের চর্বি অসাধারণ। ইলিশ মাছ বেস্ট। এছারাও বাতাসি, পাবদা, কই মাছ প্রিয়। পোস্টে কৈষ্যা পেলাচ!

৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:০৮

হিবিজিবি বলেছেন: আমিও মাছ খেতে ভালবাসি বিশেষ করে ছোট মাছ। আর আমি এখন যেখানে থাকি সেখানে সব দেশি ছোট মাছ পাওয়া যায় না। তাই খুব মিস করি।

অনেক ধন্যবাদ হাসান মাহবুব আপনাকে।

২৫| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:১৮

শ।মসীর বলেছেন: চমৎকার আয়োজন....।

৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৫১

হিবিজিবি বলেছেন: ধন্যবাদ শ।মসীর।

২৬| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৯

কাকঁন বলেছেন:
অনেক মাছ এর নাম চিনিনা। :P
আপনার পোষ্টটা কাজে দিবে। :)
আপনাকে অনেক ধন্যবাদ।

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৯

হিবিজিবি বলেছেন: কাজে দিলেই সার্থকতা!!

ভালো থাকবেন।

২৭| ৩১ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:২৪

জুন বলেছেন: ইশ হিবিজিবি মাছ আমার অনেক প্রিয় । এর মধ্যে কই মাছ সেটা ফুলকপি মটরশুটি দিয়েই হোক আর ভুনা ই হোক। শোল মাছ ছোটো ছোটো চারকোনা করে কেটে ধনে পাতা দিয়ে ভুনা আহ্‌। টেংরা মাছ আমার খুব প্রিয় কিন্ত এখন কেমন যেনো গন্ধ করে। মুলা কুচি কুচি করে টাকি মাছ দিয়ে ভর্তা ইশ জিভে পানি এসে পড়লো। আর সর্ষে বাটা ইলিষ। পোয়া মাছটা মোহোনার ওটা খেতে মজা।
আমার প্রিয় শিলং মাছটা মনে হয় বাদ পড়েছে।
বাটা মাছ আর পিউলি নাকি একই মাছ বলে আমাকে একজন বলেছে।
কুইচ্চা দেখে ভয় করছে।
আমার বাসায় চাষের কোনো মাছ আসে না। এখনো মোহাম্মাদপুর বাজারে বেশ অনেক ভ্যারাইটির মাছ পাওয়া যায়। তবে অনেকগুলোই হারিয়ে গেছে।

প্রিয়তে রাখলাম ছেলেকে চেনানোর জন্য, যে কিনা মুরগী ছাড়া কিচ্ছু খায়না :(

৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৫২

হিবিজিবি বলেছেন: আপু আপনিতো রেসিপি দিয়ে মনটা খারাপ করে দিলেন। এমনিতেই আছি দেশের বাইরে সব মাছ পাওয়া যায় না তার উপর আপনার কমেন্ট পড়ে খালি জিবে পানি এসে যাচ্ছে!! :( :(
আমি আসলে ঠিক জানিনা বাটা আর পিউলি এক কিনা......গুগল সার্চে পেলাম দুই ধরনের ছবি :) তাই কনফিউসড।
আপনার প্রিয় শিলং আর পোয়া মাছ দুটো অ্যাড করে দিলাম।

বাচ্চাকে মাছ খাওয়ানোর অভ্যাস করেন। আস্তে আস্তে অভ্যাস করালে দেখবেন ঠিকই মজা করে খাবে। :)

২৮| ৩১ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩৭

হেডস্যার বলেছেন:
খালি কাঁচা মাছ দেখাইলে হবে?
ভাইজা ভুইজা দাওয়াত দিতে হবে......

যাউকগা পোষ্টে ভাজা ভাজা ++

৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৫৮

হিবিজিবি বলেছেন: আমি তো ভাই কাঁচা মাছ দেখার সুযোগও কম পাই।


যাউগ্যা ধইন্যা।

২৯| ৩১ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৩

পাঙ্খাবাবা বলেছেন: মাছে তেলে মাছ ভাজতে মন চায়

৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৫৯

হিবিজিবি বলেছেন: সুযোগ পাইলে ভাজবেন সবাই তো ভাজে!! :D :D

অনেক ধন্যবাদ।

৩০| ৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১১:০২

কবি রাজ বলেছেন: ইলিশ এই মহাবিশ্বের শ্রেষ্ঠ মাছ। :-B

৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১১:১৬

হিবিজিবি বলেছেন: আসলে এখানে শ্রেষ্ঠত্ব ব্যাপারটা আপেক্ষিক। আপনার আমার কাছে যেটা শ্রেষ্ঠ অন্যের কাছে সেটা নাও হতে পারে!!
ইলিশ আমার প্রিয় মাছের একটা।

ধন্যবাদ কবি রাজ।

৩১| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:২৬

জুন বলেছেন: তোমার গবেষনা ঠিক আছে হিবিজিবি :P
আমি আজ খোজ নিয়ে জানলাম পিয়ালি আর বাটা নাকি আলাদা।
পিয়ালি নাকি সিরাজগন্জের নীচে আর নামে না :|| :||

০২ রা নভেম্বর, ২০১১ রাত ২:৩০

হিবিজিবি বলেছেন: আপু আপনি মনে হয় আমার চেয়ে বেশী গবেষণা করেছেন :) মাছ নিয়ে আপনার আবজারবেশন চমৎকার।

অনেকে ধন্যবাদ। ভালো থাকবেন আপু।

৩২| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৪৬

আবিরে রাঙ্গানো বলেছেন: ভাই পোস্ট প্রিয়তে রেখেছি ঐদিনই, কিন্তু কুচ্চেটা ডিলেট করে দিন না ভাই, প্লিজ। দেখে ঘৃণাও লাগে ভয়ও লাগে। মাছের মাঝে ঐটা থাকলে রুচি নষ্ট হয়ে যায়। :> আরেকটি কথা, কৈ মাছের একটি পরিস্কার বড় ছবি দিলে ভাল হয়। আমাকে যদি এক কথায় কেউ জিজ্ঞাসা করে কোনটি সবচেয়ে প্রিয় মাছ। আমি বলব কৈ। ;) তারপরে আসবে শিং, মাগুর, বাইলা, শোল, ফলি, তারা বাইম, চিংড়ি, টেংরা, পাবদা, কাচকি, চাপিলা, ইলিশ। সবচেয়ে অপছন্দ করি পাঙ্গাস তবে খাই। কয়েকটি অপরিচিত মাছ আছে এখানে, কোনদিন দেখিওনি, খাইওনি। :(

০২ রা নভেম্বর, ২০১১ রাত ২:৩৪

হিবিজিবি বলেছেন: আপনার প্রিয় (আমারও) কৈ মাছের আরেকটা ছবি দিলাম। কুচ্চে আসলেই বিশ্রী যদিও অনেকেই খায়। তাই বলি কি থাকনা!!

অনেক মাছ আছে আপনার মতো গুলো আমিও খাই নি কোন দিন।

৩৩| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৫০

শিপু ভাই বলেছেন: শিরোনাম দেইখাই পোস্ট সোজা প্রিয়তে রাখলাম।

কাইল ভাল মত দেখুম্নে।

০২ রা নভেম্বর, ২০১১ রাত ২:৩৫

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ শিপু ভাই। আপনার প্রিয় কিছু বাদ পড়লে জানাবেন।

৩৪| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:১৬

স্পেলবাইন্ডার বলেছেন: চমৎকার পোস্ট। তবে অনেক মাছ বাদ পড়ছে মনে হল- কারণ নিয়মিত বাজারে যাই তো, অনেক মাছ চিনিই না, বিক্রেতাকে জিজ্ঞেস করি ভাই এটা কি মাছ? নাম আর চেহারা পছন্দ হলে কিনি, নয়ত কিনি না।
মহলদার ভাইয়ের পোস্টে অনেক বিপন্ন প্রজাতির দেশী মাছের ছবিসহ নাম পাবেন।

০২ রা নভেম্বর, ২০১১ রাত ২:৪২

হিবিজিবি বলেছেন: লেখক বলেছেন: আমিও খুঁজছি এবং নাম জানতে চাচ্ছি কি কি বাদ পড়ল। আমি উনার পোষ্ট পড়েছি। মৎস্য নিয়ে উনার পোষ্ট গুলো চমৎকার।

অনেক ধন্যবা্দ আপনাকে।

৩৫| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:২৭

আসফি আজাদ বলেছেন: ভাই করছেন কি? জাল দিয়া মাছ তো প্রায় বেবাকটি ধইরা ফালাইছেন। আপ্নেরে আর ধইন্যবাদ দিয়া খা্টো করতে চাইতেছিলাম না! কিন্তু আমার পছন্দের মাছ প্রায় বেবাকটি রাখছেন, তাই না দিয়া পারলাম না। দয়া কইরা খাটো হইয়েন না! তবে আইড় গোত্রীয় কয়ডা মাছ বাদ পড়ছে, যেমন রিঠা, গুজা; এইগুলারে ধরেন, খাইতে সেইরাম স্বাদ!

০২ রা নভেম্বর, ২০১১ রাত ২:৪৫

হিবিজিবি বলেছেন: ধন্যবাদ আসফি আজাদ। আসলেই রিটা মাছটা বাদ পড়েছিল, খাইতে সেইরাম স্বাদ! পোষ্টে যোগ করে দিলাম। আর গুজা মাছটা চিনলাম না। অনেক খুজেও কোন ছবি পেলাম না।

৩৬| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১১:৩২

দূর্যোধন বলেছেন: আহ !!! কি সংগ্রহ আপনার !! বেশ ধারালো জিহবার মৎস্যশিকারী বলেই ধারনা করছি :)

+

০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১২:৫৫

হিবিজিবি বলেছেন: গত দুই বৎসর যাবৎ পড়াশুনা জনিত কারনে দেশের বাইরে আছি, তাই আমার প্রিয় ছোট মাছ গুলোকে খুব মিস করি।

ধন্যবাদ আপনাকে দূর্যোধন।

৩৭| ০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১:০৫

টিনটিন` বলেছেন: এক দিক থেকে পড়তে যেয়ে আরেকদিক থেকে ভুলে গেলাম। এত এত মাছ?

পাতাড়ি মাছ আছে কিনা খেয়াল করতে পারছিনা। আর তপসে মাছ? চাঁন্দা মাছ?

০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১:৩০

হিবিজিবি বলেছেন: চাঁন্দা মাছ আছে তো!! পাতাড়ি মাছ চিনি না অথবা অন্য কোন নামে চিনি।
আর তপসে মাছ............সে তো আছে সব জায়গায় =p~ =p~

ধন্যবাদ আপনাকে।

৩৮| ০৩ রা নভেম্বর, ২০১১ রাত ২:৫৫

টিনটিন` বলেছেন: পাতাড়ি মাছের আরেক নাম ভেটকি মাছ।

আর তপসে মাছ............সে তো আছে সব জায়গায় =p~ =p~

@

বুঝলাম না। ক্লিয়ার করবেন প্লীজ?

০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ২:২০

হিবিজিবি বলেছেন: ভেটকি মাছ পোষ্ট যোগ করে দিলাম।

আমি জানতাম যে তসসে মাছ শব্দটা রূপক অর্থে ব্যবহৃত হয়। তাই এই মন্তব্য করেছিলাম। নেট ঘেটে যা পেলাম দেখেন তো এটা তপসে মাছ কিনা, আমি এই মাছ চিনি না তো!!

৩৯| ০৩ রা নভেম্বর, ২০১১ রাত ৮:১৭

কাউসার রুশো বলেছেন: চ্রম চ্রম চ্রম পোস্ট +++ :)
মাছ আমার অতি প্রিয় খাদ্য।
সবার আগে রাখবো ইলিশ মাছ। আমি মনে হয় এক বসাতে একটা মাঝারি সাইজের ইলিশ খেয়ে ফেলতে পারব :D
এরপর আসবে পাঙ্গাশ (অবশ্যই বড় পাঙ্গাশ, চাষের পাঙ্গাশ না)
কাজলকি বা কাজলি মাছ (আপনি এ মাছের ছবি দেননি)
পোয়া মাছ
পাবদা মাছ
খল্লা মাছ
টাকি মাছের ভর্তা
কৈ, শিং, মাগুর, মলা-ঢেলা..........................

০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ২:২২

হিবিজিবি বলেছেন: কাজলি মাছের ছবি কিন্তু আছে!

কাঊসার রুশো, আপনাকে অনেক ধন্যবাদ।

৪০| ০৩ রা নভেম্বর, ২০১১ রাত ৮:২৬

আলফা-কণা বলেছেন: bhy, ami dekhlam,ami almost sob macher naam vuilla gecilam,,,,,onek valo lgche

০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ২:২২

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ।

৪১| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৩:২৬

আলফা-কণা বলেছেন: bhy, toposi macher photographer k thanks,,,,,onek valo alglo, mach daikha,,,,,,,

৪২| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৩:৪৮

আলফা-কণা বলেছেন: lekhok bhy, apni ki kuiccah khan,,,,,mia, soran ay item da,,,,,bomi aytache,,,,,,,,,,,,,

৪৩| ০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৮

মায়া কন্যা বলেছেন: অনেক কিছু শিখে ফেললাম তো!

দারুন একটা পোস্ট এর জন্য ধন্যবাদ।

০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৬

হিবিজিবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৪৪| ০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৩৫

টিনটিন` বলেছেন: হ্যা, ওটাই তপসে মাছ। ভাজি অবস্থায় এটা অতুলনীয়। পাঠ্য বইয়ে তমসে মাছ নিয়ে একটা কবিতাই ছিল। :")

০৬ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:০৯

হিবিজিবি বলেছেন: ধন্যবাদ টিনটিন। তপসে মাছটা পোষ্টে যোগ করে দিলাম।

৪৫| ০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৮

পারভেজ আলম বলেছেন: হায় মাছ। কতদিন কত মাছ পাইনা, খাইনা। আইজকাল শিংমাছেরও চাষের ভার্সন বাইরাইছে, খাইতে কোন স্বাদ নাই। কি খাইয়া বাচুম, মাছে ভাতে বাঙালি ছিলাম।

০৬ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:০৮

হিবিজিবি বলেছেন: অনেক দেশি মাছ এখন বিলুপ্তির পথে!! আগে ছিল মাছ ভাত, পরে ডাল ভাত.........শেষ পর্যন্ত যে কি হয়!!

অনেক ধন্যবাদ।

৪৬| ০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:১১

গানচিল বলেছেন: "বাচা"..এলং পোস্টে মিসিং।

০৬ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:১৮

হিবিজিবি বলেছেন: বাছা মাছ পোষ্টে আছে.........আপনার এলং মাছের কোন ছবি পাইনি। এই মাছটি্র কি অন্য কোন নাম আছে??

অনেক ধন্যবাদ গানচিল।

৪৭| ০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:২৪

জিসান শা ইকরাম বলেছেন:
দারুন এক পোষ্ট। আমি মাংসের চেয়ে সবসময়ই মাছ টা বেশি পছন্দ করি। দেশি মাছ হলেতো কথাই নেই।
খুব ভালো লাগলো ।

শুভ কামনা সবসময়ের জন্য।

আগাম ঈদ মুবারক...... :)

০৬ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:২২

হিবিজিবি বলেছেন: আমারতো দেশি মাছ.........আর ছোট মাছ হলে তো কথাই নেই!!

আপনাকেও ঈদের শুভেচ্ছা। ঈদ আনন্দময় হউক।

৪৮| ০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:২৮

মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: মত্‍সময় পোস্ট অনেক ভালো লাগলো।

০৬ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:১৪

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ।

৪৯| ০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০৩

জুন বলেছেন: ঈদ মুবারক হিবিজিবি :)

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ৩:১৫

হিবিজিবি বলেছেন: ঈদ মোবারক আপু। ঈদ আনন্দময় হউক।

৫০| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৫১

মেলমুটকিড বলেছেন: যেই মাছটার ক্যাপসন দিয়েছেন,নাম জানিনা তবে খেতে ভারি মজা,সেটির নাম বাঘাইর বা বাঘৈর।

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ৩:২০

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ মেলমুটকিড। ঈদের শুভেচ্ছা...

৫১| ১১ ই নভেম্বর, ২০১১ রাত ১:২৬

মোস্তাফিজুর বলেছেন: ভাই কায়িক্কা মাছ কই।ধন্যবাদ।

১১ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩৫

হিবিজিবি বলেছেন: ভাই একটু খেয়াল করে দেখেন কুইচ্চা আর ফুটকা মাছের মাঝে আছে কায়িক্কা বা কাকিলা মাছ!!

ধন্যবাদআপনাকে।

৫২| ১৭ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৫০

ইমরান০০৭ বলেছেন: নাফিজ মুনতাসির বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন থেকে বাজারে যাবার আগে আপনার পোষ্টে একবার চোখ বুলিয়ে যাবো।

বাজারে এইসব মাছ পাইবেন কই ???
পোষ্টে প্লাস সহ প্রিয়তে ।

১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:০৮

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ ইমরান০০৭।

শুভ কামনা সবসময়ের জন্য।

৫৩| ২৩ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৩

কিষান বলেছেন: খুবই ভালো পোস্ট। অশেষ ধন্যবাদ। এত মাছের ছবি জোগাড় করলেন কেমনে? :)

২৪ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:২০

হিবিজিবি বলেছেন: বেশির ভাগ ছবিই ইন্টানেট থেকে নেয়া।

আপনাকেও ধন্যবাদ। শুভ কামনা!!

৫৪| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৫১

আব্দুল্লাহ আল নোমান বলেছেন: টোকা দিন

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ৮:০৮

হিবিজিবি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার লিঙ্কটা দেখলাম কিন্তু ওখানে সব মাছের ছবি নাই। আর অনেক অপরিচিত মাছের নামও (আমি চিনি না) আছে!!

৫৫| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১১:০১

আব্দুল্লাহ আল নোমান বলেছেন: সবই তো দিয়া দিলেন।ওম...ফলিও দিছেন -মন্তব্যটা মুছে দিয়েন।
অসাধারন হইছে.. :)

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ৮:০৮

হিবিজিবি বলেছেন: আবারো ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা!!

৫৬| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১১:০৪

নীল বেদনা বলেছেন:
ভাই আমি একজন আত্নস্বীকৃত মাছুড়ে!

মাছ পাইলে আর কিছু চাই না। আপনারে কড়া ভাজি একটা প্লাস আর ঝোল ঝোল দোপেয়াজা ধন্যবাদ।

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ৮:০৯

হিবিজিবি বলেছেন: আপনাকেও উত্তম ঝাঁঝা।
শুভ কামনা সবসময়ের জন্য।

৫৭| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ৮:২২

ইন্সিত বলেছেন: অনেক ধন্যবাদ।

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ২:৩৯

হিবিজিবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ.

৫৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ৭:১৮

রোজেল০০৭ বলেছেন: সোজা প্রিয়ত।

অনেক ধন্যবাদ।

++++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪৭

হিবিজিবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৫৯| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪২

মাহী ফ্লোরা বলেছেন: আপনি কি ইঙ্গলা নামে কোনো মাছের কথা জানেন? সম্ভবত দেখতে সুন্দর । মানুষ খায়না।

০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:১৭

হিবিজিবি বলেছেন: না রে ভাই, ইঙ্গলা নামে কোনো মাছ চেনা তো দূরের কথা নামাটাই শুনলাম আপনার মাধ্যমে!!
ধন্যবাদ।

৬০| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪৫

বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ ।

এইসব মাছ কি প্রিজারভেটিভ ফ্রী ???? /:) /:)

০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৬

হিবিজিবি বলেছেন: অবশ্যই প্রিজারভেটিভ ফ্রী!! আপনি এই পোষ্টের মাছ গুলো ভার্চুয়াল ল্যাব-এ পাঠিয়ে পরীক্ষা করতে পারেন :D :D অথবা প্রিন্ট দিয়েও চেক করতে পারেন!! =p~ =p~

৬১| ০৯ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১৯

সমানুপাতিক বলেছেন: মহাশোল নামে রুই মাছ জাতীয় একটা মাছ আছে - খেতে দারুন মজা । অনেকে আঞ্চলিক ভাষায় মাশুল বলে । না খেয়ে থাকলে বলব মিস করেছেন ।

০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৮

হিবিজিবি বলেছেন: মহাশোল বা মাশুল মাছের নাম শুনিনি...কাজেই!! আপনার কথা শুনে মনে হচ্ছে আসলেই মিস করেছি। দেশে দিয়ে খুঁজে দেখব। কোন এলাকায় পাওয়া যায় বলতে পারবেন!
ধন্যবাদ আপনাকে।

৬২| ০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪৮

স্বাধীকার বলেছেন:
প্রিয়তে অবশ্যই অবশ্যই থাকা উচিত এই পোস্টটি। আপনাকে ধণ্যবাদ।


>>>মহাশোল-নেত্রকোনা অঞ্চলের খুবই জনপ্রিয় এবং দামী মাছ।

১০ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৫৩

হিবিজিবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ সাথে কৃতজ্ঞতা! মহাশোল মাছের ছবি এ্যাড করে দিলাম।

৬৩| ১০ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৪:১৭

সমানুপাতিক বলেছেন: স্বাধীকার বলেছেন:
>>>মহাশোল-নেত্রকোনা অঞ্চলের খুবই জনপ্রিয় এবং দামী মাছ।

ঠিক ।

পোষ্টে প্লাস সহ প্রিয়তে । খুবই ভালো পোস্ট।

১০ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৫৪

হিবিজিবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ সাথে কৃতজ্ঞতা!
শুভ কামনা সবসময়ের জন্য।

৬৪| ১০ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৪৫

টুকিঝা বলেছেন: বাহ সুন্দর পোস্ট, অনেক মাছ চিনলাম। তবে আমার কই মাছ, চিংড়ি, ইলিশ মাছ , টাকি মাছ, টেংরা মাছ আর মাগুর মাছ খেতে ভাল লাগে। এই পোস্ট দেখে ক্ষুধা পেয়ে গেল!!! বিশেষ করে উপরের ছবি গুলো দেখে!! :(

১০ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৯

হিবিজিবি বলেছেন: ক্ষুধা পেলে রান্না করেন আর দাওয়াত দেন.........নিজে খান সাথে আমরাও খাই...... আরো মজা হবে :)

অনেক ধন্যবাদ।

৬৫| ২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১৩

ভদ্র পোলা বলেছেন: জটিল collection , কয়টা + দিয়া যায়!!!! B-) B-) B-) B-) B-)

২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:২৪

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ।

৬৬| ২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪০

ভারসাম্য বলেছেন: ব্যাতিক্রমধর্মী পোষ্ট। ভাল লাগল।

২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:০৭

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ।

৬৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১১:২৮

মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: দেশি মাছের জন্য দেশি ভালোবাসা। ++++++++++++++++++++++++++++

০৫ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২১

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ মুহাম্মদ মোহেব্বুর রহমান।

৬৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১১:৪০

বাল্যবন্ধু বলেছেন: বিশাল কালেকশন। পিলাচ... ;)

০৫ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২২

হিবিজিবি বলেছেন: বাল্যবন্ধু, ধন্যবাদ।

৬৯| ৩০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৭

জাতির নানা বলেছেন:
পুষ্টে ইলিশ ভাজা পিলাচ দিলাম।

৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৪৪

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ জানা ভাই...।

৭০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: অসাম পোস্ট।এখুনি প্রিয়তে নিলাম।
সব মাছই খুব ভালো লাগে।তবে ছোট মাছটা বেশি ভালো লাগে।
শুভকামনা রইলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০৪

হিবিজিবি বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান সাব। ছোট মাছটা যে আমারও বেশি ভালো লাগে!!

৭১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৫৩

মাহবু১৫৪ বলেছেন: দারূণ!


খুব ভাল লাগলো দেখে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০৬

হিবিজিবি বলেছেন: ধন্যবাদ! শুভ কামনা সবসময়ের জন্য।

৭২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০১

আহসান২০২০ বলেছেন: ভাই আসলেই খইলসা মাছটা বাদ দিছেন। আপনি যেটা খইলসা বলে চালাইছেন এটা লাল চাডা (আঞ্চলিক নাম), খইলসা আর একটু বড় হয়। চাপিলা ঠিক আছে। ভেদাইড়া (ভেদা, ভেটকি) ঠিক আছে। মাগার ভূল হইছে তারা বাইমে। যেটা বাইম সেটাই তারা বাইম। আমি মমিসিংয়ের মানুষ। খাল, বিল, পুকুর, হাউড়-বাউড়, নদীর তো অভাব নাই। আর মাছ তো বলতে হয় না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১৬

হিবিজিবি বলেছেন: আমার মনে হয় খইলসা মাছটা ঠিকই আছে, লাল চাডা মনে মনে হয় এই রকম না! আর তারা বাইম এবং বাইম এর মাঝে পার্থক্য আছে। তারা বাইমের লেজের উপরে দিকে কয়েকটা কালো ফুটার মত আছে আর এগুলো সাইজেও বাইমের মতো বড় হয়না!!
আমি খাঁটি মমিসিংগে না হলেও অনেক বছর এই এলাকায় ছিলাম তো :D :D
ধন্যবাদ আহসান আপনাকে।

৭৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১১

আহসান২০২০ বলেছেন: ধইন্যবাদ আপনেরেও। তাইলে আমার স্মৃতি আপাকে (মেমোরি) ইট্টু ঝালাই (রিমোভ এন্ড রিনিউ) করন লাগব।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৪৬

হিবিজিবি বলেছেন: :D :D :)

৭৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:১৭

ফয়জুল আলম বেলাল বলেছেন: দেরিতে হলেও পোষ্টটি দেখে অত্যন্ত ভালো লাগছে। ধন্যবাদ
বিদেশ বিভূই দেশী মাছ খাই তবে আইচের ভিতর থাকে বুঝা যায় না মাছের রং ঢং। শুধু প‌্যাকেটের নাম দেখে অধিকাংশ সময় রান্না হয়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৬

হিবিজিবি বলেছেন: আমিও আপনার মতো প্যাকেটের উপরের ছবি দেখে মাছ কিনি.........ইদানিং তাও পাচ্ছিনা :D :D !!

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ!

৭৫| ০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৪

খেড়র ঘর বলেছেন: ভাই আপনাকে অনেক ধন্যবাদ, খাইতে তো আর পাইনা, দেখে একটু সাধ মিটাই।

০৫ ই মার্চ, ২০১২ রাত ১২:৪৩

হিবিজিবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। দিন দিন আমরা যেভাবে মাছের আশ্রয়স্থল ধ্বংস করছি...কয়দিন পর কি হবে সেটা ভাবলেই কষ্ট হয়।

৭৬| ০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩০

েমা আশরাফুল আলম বলেছেন: কষিত কনক কান্তি, কমণীয় কায়, গাল ভরা গোফ দাড়ি, তপসীর প্রায়
মানুষের দৃশ্য নও, বাস কর নীড়ে, মোহন মনির প্রভা ননীর শরীরে
------------------------------

০৫ ই মার্চ, ২০১২ রাত ১২:৪৩

হিবিজিবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ! ভাল থাকবেন...

৭৭| ০৮ ই মার্চ, ২০১২ রাত ১০:৩৮

আমি তুমি আমরা বলেছেন: ম্যাক্সিমাম মাছই চিনি না। চমৎকার পোস্ট। প্রিয়তে নিলাম।

০৮ ই মার্চ, ২০১২ রাত ১১:২৯

হিবিজিবি বলেছেন: আমি অবশ্য কিছু কিছু বাদে প্রায় সব গুলোই চিনি।
অনেক ধন্যবাদ।

৭৮| ১৩ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৫৬

সক্রেটিস বলেছেন: নাইলটিকা আর তেলাপিয়া একই দেখতে। বাজারে নাইলটিকাকে তেলাপিয়া নামে চালানো হয়।

০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৫:২৭

হিবিজিবি বলেছেন: সক্রেটিস বলেছেন: নাইলটিকা আর তেলাপিয়া একই দেখতে। বাজারে নাইলটিকাকে তেলাপিয়া নামে চালানো হয়। .......ঠিক ।


মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ!

৭৯| ২১ শে এপ্রিল, ২০১২ ভোর ৬:১১

ঝটিকা বলেছেন: খুব ভাল লাগল। প্রিয়তে নিলাম

২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৫৯

হিবিজিবি বলেছেন: ধন্যবাদ সাথে শুভকামনা!

ভালো থাকবেন!

৮০| ১৮ ই মে, ২০১২ রাত ১২:০৩

জাতির বিবেক বলেছেন: আর মাছের নাম ভুল হবে না।

১৮ ই মে, ২০১২ রাত ১:৪৪

হিবিজিবি বলেছেন: আপনার যদি কাজে লাগে তাহলেই এই পোস্ট সার্থক।
ধন্যবাদ আপনাকে।

৮১| ২১ শে জুন, ২০১২ দুপুর ১:৩৯

শামীম আরা সনি বলেছেন: মাছ খাবোনা X( X( X(
খাবার টেবিলে মাছ দেখলেই আমি চিল্লাই আর কান্দি :(( :((

২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৫

হিবিজিবি বলেছেন: আফসুস!!!! আমরা প্রোটিন মাছ থেকে না নিয়ে মাংশ থেকে নিতে পছন্দ করি!! কিন্তু ফিস প্রোটিন, রেড মিটের চেয়ে শরীরের জন্য বেশি উপযোগী আর কম ক্ষতিকর!

মাছ খাওয়ার চেষ্টা করেন, ভালো থাকুন! :)

৮২| ২১ শে জুন, ২০১২ দুপুর ১:৫৫

বিপ্লব কান্তি বলেছেন: মহাশোল বিলুপ্ত ------ পাহাড়ি নদীতে পাওয়া যেত

রানী মাছ --- মাঝে মধ্যে দেখা যায়

বাঘ মাছ , বিলুপ্ত =========== পাহাড়ি নদীতে পাওয়া যেত , মিঠা পানির মাছের মধ্যে সবচেয়ে বড়, ৩ টণ ট্রাক দরকার পড়ে বড় বাঘ মাছ নেয়ার জন্য

সর পূটি -------- মাঝে মধ্যে দেখা যায়


অপরিকল্পনার কারনে সবই একে একে বিলুপ্ত হয়ে যাবে । ১৫ বছর আছে আমার চোটবেলায় যেসব মাছ ধরেছি বা দেখেছি , এখনকার ছোটরা তা আর দেখে না, বা দেখলে ও কেনার সুযোগ খুব কম লোকেরই থাকে ।

২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫০

হিবিজিবি বলেছেন: আমাদের ভবিষ্যত প্রজন্মকে মাছ চিনাতে মিউজিয়ামে নিতে হবে! মাছের জন্য সব প্রাকৃতিক জলাশয় আমাদের যন্ত্রনায় উধাও! কারেন্ট জাল দিয়ে পোনা মাছ পর্যন্ত ধরে খেয়ে ফেলি!!

বিভিন্ন প্রজাতির মাছ রক্ষায় দীর্ঘমেয়াদি কার্যকরি পরিকল্পনা নেয়া উচিত।

ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন!

৮৩| ২১ শে জুন, ২০১২ দুপুর ২:১৪

শামীম আরা সনি বলেছেন: সর পূটি
আমাদের এলাকায় এখনও প্রচুর। এটা আমার বাবার প্রিয়।

২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫২

হিবিজিবি বলেছেন: এটা আমারও প্রিয়। যদিও অনেকদিন খাওয়া হয়না, দেশের বাইরে থাকার কারণে অনেক প্রিয় মাছ মিস করি! কবে যে পড়াশুনা শেষ হরে আর দেশে ফিরব!!! :| :|

৮৪| ২১ শে জুন, ২০১২ দুপুর ২:২২

শব্দহীন জোছনা বলেছেন:
বেশীরভাগ মাছই চিনি না...


++++++++++
+++++
++

২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪২

হিবিজিবি বলেছেন: তাও তো আমরা কিছু মাছ চিনি কিন্তু ভবিষ্যত প্রজন্মকে মাছ চিনাতে মিউজিয়ামে নিয়ে যেতে হবে!

ধন্যবাদ। ভালো থাকবেন!

৮৫| ২২ শে জুন, ২০১২ রাত ১২:৫৮

শামীম আরা সনি বলেছেন: আমি মাত্র কয়েকটা মাছ খাই। সিলেকটেড- ইলিশ, গলদা চিংড়ি,পাবদা,রূপচাঁদা,দেশী কই এই কয়টা আমার পছন্দ।
বাকিগুলা কিছু কিছু পালাবার উপায় না পেয়ে খাই:(
নাহলে আমিতো চিকেন কুইন!!!!
আর বিফ বিফ বিফ বিফ বিফ বিফ। :)

২২ শে জুন, ২০১২ রাত ৮:৫১

হিবিজিবি বলেছেন: চিকেন খান সমস্যা নাই কিন্তু বিফ যত কম পারেন ততই মঙ্গল, যদিও আমি নিজের লোভ সামলাতে পারি না!!!

৮৬| ২২ শে জুন, ২০১২ ভোর ৬:২০

শব্দহীন জোছনা বলেছেন: ভবিষ্যত প্রজন্মকে মাছ চিনাতে মিউজিয়ামে নিয়ে যেতে হবে!

একদম খাঁটি কথা...... ভাতে মাছে বাঙালি এই পরিচয় দেওয়ার সময় বুঝি ফুরিয়ে এল...এটা এখন মিউজিয়ামে সম্পত্তি

২২ শে জুন, ২০১২ রাত ৮:৫৯

হিবিজিবি বলেছেন: আমরা নিজেরাই তো মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রগুলো দখল করে নিচ্ছি :( কয়দিন পর হাইব্রিড মাছ ছাড়া কিছু আর কপালে জুটবে বলে মনে হয় না!! :(

ভালো থাকবেন!

৮৭| ২২ শে জুন, ২০১২ রাত ৯:১৬

আশিকুর রহমান অমিত বলেছেন: মাছ কিছুই চিনতাম নাহ, আপনার পোষ্ট খানা এখন বেশ হেল্প করবে B-)

২২ শে জুন, ২০১২ রাত ৯:৫৬

হিবিজিবি বলেছেন: উপকারে আসলে এটাই হবে এই পোস্টের সার্থকতা!


ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন!

৮৮| ২৪ শে জুন, ২০১২ রাত ১২:২৪

মাক্স বলেছেন: চর্ব্য চোষ্য লেহ্য পেয়
কাটা বেছে মত্‍স খেও
ড্রাগের কাছে বত্‍স যেও না।
পোষ্টে প্লাস++++

২৪ শে জুন, ২০১২ রাত ১:৪২

হিবিজিবি বলেছেন: ধন্যবাদ জনাব! আপনার বানী শিরোধার্য :) :)

৮৯| ১৪ ই জুলাই, ২০১২ সকাল ৯:২০

সিরাজ সাঁই বলেছেন: ভাই, অসাধারণ একটা পোস্ট করেছেন, ছেলেবেলায় কিছু মাছ দেখতাম এখন আর দেখিনা, এখানে ওগুলোর ছবি দেখে নস্টালজিক হয়ে গেলাম। একটার বেশি + দেয়া যায় না বলে দিতে পারলাম না, মনে মনে দিলাম।

১৫ ই জুলাই, ২০১২ রাত ২:০৭

হিবিজিবি বলেছেন: আসলেই পরবর্তী প্রজন্মকে মাছ দেখাতে মিউজিয়ামে নিয়ে যেতে হবে :( !! অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ভালো থাকবেন!

৯০| ৩১ শে জুলাই, ২০১২ দুপুর ২:৩৯

রেজোওয়ানা বলেছেন: মাছের পোস্টে আবার উকিঁ দিলাম!

আমার প্রিয় মাছ!!

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৪:০০

হিবিজিবি বলেছেন: মাছ আমারও অনেক প্রিয় বিশেষ করে ছোট মাছ। এই প্রবাস জীবনে এখনও বাংলাদেশি দোকানগুলোতে নিয়মিত হানা দেই দেশি ছোট মাছের খুঁজে!
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

৯১| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ৯:২০

দোয়েলবিডি বলেছেন: ধন্যবাদ...

০১ লা অক্টোবর, ২০১২ ভোর ৪:০৩

হিবিজিবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

শুভকামনা !

৯২| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ৯:২৮

জামান তালুকদার বলেছেন: চ্রম পোস্ট! অনেক কিছি জাইন্না গেলাম

+++

০১ লা অক্টোবর, ২০১২ ভোর ৪:০৪

হিবিজিবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন!

৯৩| ০১ লা অক্টোবর, ২০১২ ভোর ৪:১৭

এবিসি১০ বলেছেন: বিয়াপক পোস্ট। :)

০১ লা অক্টোবর, ২০১২ দুপুর ১:০৫

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন!

৯৪| ২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২৩

শহিদ শাকিল নিহন বলেছেন: কঠিন পোস্ট ,সোজা প্রিয়তে

২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১:৪১

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ।

অগ্রীম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!

৯৫| ২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৬

নুর ফ্য়জুর রেজা বলেছেন: দারুণ পোস্ট !! +++

০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৩

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।

৯৬| ২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:২০

শিপু ভাই বলেছেন:
আজকা বাসায় রানী মাছ রান্না হইছে।
এটার আরেকটা নাম "রুপসী মাছ"।
খুব সুস্বাদু!!!

০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৬

হিবিজিবি বলেছেন: ছোট মাছ আমার বরাবরই প্রিয়। তবে বেশ কয়েক বছর যাবত দেশের বাইরে থাকায় ছোট মাছের স্বাদই ভুলে যাচ্ছি! :(

ধন্যবাদ শিপু ভাই। ভালো থাকবেন।

৯৭| ২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:২৫

সবুজ মহান বলেছেন: পোস্ট ভালা পাইলাম

০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৬

হিবিজিবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

শুভকামনা।

৯৮| ২৫ শে নভেম্বর, ২০১২ রাত ৯:১৮

এম এম আই বলেছেন: thanks many

০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৬

হিবিজিবি বলেছেন: শুভকামনা।

৯৯| ২৫ শে নভেম্বর, ২০১২ রাত ৯:২২

কেতকী বলেছেন: পোস্টটা দেখে চোখ জুড়িয়ে গেল! মাঙসের চেয়ে মাছই আমার বেশি পছন্দ :)

০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৭

হিবিজিবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

১০০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

মহিসন খান বলেছেন: gooooooooood post

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৪৮

হিবিজিবি বলেছেন: ধন্যবাদ!

১০১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

সিকদার তাহের আহমদ বলেছেন: খুব সুন্দর পোস্ট। ধন্যবাদ। তারা বাইম মাছকে রংপুর অঞ্চলে মনে হয় গচি মাছ বলে।

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৪৭

হিবিজিবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১০২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

অদৃশ্য বলেছেন:




আমার দেখা এখন পর্যন্ত সর্বোচ্চ প্রিয়পোষ্টে যাওয়া পোষ্ট এটি !!!

ভাই অনেকদিন আগের পোষ্ট..... তারপরেও যা ঢুকবে সে শেষ পর্যন্ত না দেখে বের হতে পারবে না...


শুভকামনা...

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৫০

হিবিজিবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা।

১০৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

চাঁন মিঞা সরদার বলেছেন:
প্লাস ও প্রিয়তে রাখলাম।

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৫০

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ।

১০৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

গ্রাম্যবালিকা বলেছেন: চাঁন মিঞা সরদার বলেছেন:
প্লাস ও প্রিয়তে রাখলাম।

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৫০

হিবিজিবি বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ;)

১০৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

সরোজ রিক্ত বলেছেন: মেজাজ টা বিলা কইরা দিলেন। X(( X(

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৫২

হিবিজিবি বলেছেন: ধুর মিয়া কি কন............কি হইছে, পেটে কি...!! ;) ;)

১০৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

অনীনদিতা বলেছেন: প্রিয় করে নিলাম:)

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৫২

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভকামনা।

১০৭| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

খাািলদ বলেছেন: জটিল কালেকশন। নতুন প্রজন্ম মাছ সম্মন্ধে অনেক কিছু জানতে, চিনতে পারবে।

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভকামনা।

১০৮| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: +++++++++++++ :)

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন!

১০৯| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

মৈত্রী বলেছেন:
ভাই, লইট্যা ফিস্‌ নাই???

দেখবার খুব ইচ্ছা ছিলো.....

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৬

হিবিজিবি বলেছেন: লইট্যা মাছ


লইট্যা মাছের শুটকি যা অনেকের খুব প্রিয়!


১১০| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

পাখীর ছানা বলেছেন: আমি ব্লগে নতুন, আপনার পোস্টটি প্লাস দিলাম, কিন্তু প্রিয়তে নিমু কেমনে কইয়া দেন

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৯

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ!

পোষ্ট যেখানে শেষ (মন্তব্য যেখান থেকে শুরু ঠিক তার আগে) সেখানে অনেক কয়টা আইকন আছে। এর মাঝে স্টার বাটনটা হলো প্রিয়তে নেয়ার জন্য।

১১১| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

ইকবাল পারভেজ বলেছেন: দারুন পোস্ট ভাই, প্রিয়তে নিয়ে নিলাম :)

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৯

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ! ভালো থাকবেন।

১১২| ০৭ ই মে, ২০১৩ রাত ১:০৭

প্রশান্ত মন বলেছেন: দারুন পোস্ট ভাই, চিড়িং মাছ, বাশপাতা মাছ বাদ পরেছে।

১১৩| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

আর.হক বলেছেন: ব্যাপক গবেষেনা।

১১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

এস এইচ খান বলেছেন: ++

১১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১

ইউরো-বাংলা বলেছেন: তিত পুটি একসময় ফেলে দেওয়া হত। এখন কিন্তু ২০০ টাকা কেজি দরে কিনতে হয়।

১১৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭

গ্রীনমাইল বলেছেন: ভাই চেউয়া মাছ বাদ পড়ছে ।

১১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৪

ওালিউললাহ বলেছেন: hhahhahhahha mojai laglo ....goog

১১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

বিপ্লব06 বলেছেন: কুইচ্চা মাছটার সম্পর্কে আরো কিছু বলবেন? মানে, সায়েন্টিফিক নেইম, লাইফ সাইকেল, ব্রিডিং লোকেশন ইত্যাদি।

++++++++++++++++

১১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

HHH বলেছেন: মাছগুলা আবার আমাদের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা কি?

১২০| ১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৩

ঘানার রাজপুত্র বলেছেন: কাতলা মাছ যাকে বলেছেন ভাই সেটা কাতলা না। রুই মাছের অনেক জাতের মধেয একটা জাত।তবে পোষ্ট ভালো হয়েছে।সোজা প্রিয়তে

১২১| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৩

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ এই রকম পোষ্ট আরো আরো আরো আরো আরো আরো আরো আরো চাই........................চাই.........

১২২| ১০ ই মে, ২০১৫ সকাল ১১:৫৯

অজিত বর্র্মন বলেছেন: আরো আরো আরো আরো আরো আরো আরো আরো কিছু মাছের ছবি ও নাম জানতে দেখতে পারেন http://www.fishmarketbd.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.